আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন "নদীমাতৃক সভ্যতা কাকে বল? চারটি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখ, এই সভ্যতা গুলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন?" এর উওর শেয়ার করবো।
** তোমরা যদি ক্লাস 11- ইতিহাস সহ অন্যান্য সাবজেক্টের এরকম নোট, মকটেস্ট পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো👇
▪ জয়েন করুন আমাদের 👉 Telegram Channel
▪ নদীমাতৃক সভ্যতা কাকে বলে? বা নদীকেন্দ্রিক সভ্যতা বলতে কী বোঝায়?
খুব সহজ ভাষায় নদীমাতৃক বা নদী কেন্দ্রিক সভ্যতা বলতে বোঝায় সেই সমস্ত সভ্যতা যেগুলো মূলত নদীকে কেন্দ্র করে বা নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল। প্রাচীনকালে আদিম মানুষেরা নদীর তীরবর্তী অঞ্চলে,তাদের বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য যে সমস্ত প্রাচীন সভ্যতা গুলির গড়ে তুলেছিলেন,তাদের নদীমাতৃক সভ্যতা বলে।
* চারটি প্রধান নদীমাতৃক সভ্যতার নাম :
প্রাচীনকালে বিভিন্ন নদীর তীরেবর্তী অঞ্চলে গড়ে ওঠা প্রাচীন সভ্যতা গুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রধান নদীমাতৃক সভ্যতা হলো-
১) হরপ্পা সভ্যতা,
২) মিশরীয় সভ্যতা,
৩) মেসোপটেমীয় সভ্যতা
৪) এবং চৈনিক সভ্যতা।
প্রাচীন সভ্যতাগুলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন? || নদী তীরবর্তী অঞ্চলের সভ্যতা গড়ে ওঠার কারণ
▪ নদীতীরে সভ্যতা বিস্তারের ক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা থাকে। যার কারণে নদীর তীরে বিভিন্ন প্রাচীন সভ্যতা গুলি গড়ে উঠেছিল। নদীতীরে সভ্যতা গুলি গড়ে ওঠার পেছনে কিছু উল্লেখযোগ্য কারণ হলো -
▪ অনুকূল আবহওয়া : নদী তীরবর্তী অঞ্চলের আবহাওয়া হতো খুবই মনোরম প্রকৃতির যা মানুষের বসবাসের ক্ষেত্রে খুবই সুবিধাজনক ছিল। আদিম মানুষেরা এই জিনিসটা বুঝতে পেরেই নদী তীরবর্তী অঞ্চলে তাদের বসতি স্থাপন করতে শুরু করে।
▪ জলের যোগান : নদীতীরে বাস করার ফলে আদিম মানুষের জলের অভাব হতো না। যার ফলে তাদের জলের খোঁজ করার জন্য দূরদূরান্ত পর্যন্ত যেতে হতো না এবং তারা খুব সহজেই নদী থেকেই তাদের ব্যবহারের জল সংগ্রহ করতে পারতেন।
▪ উর্বর কৃষিজমি : নদী তীরবর্তী অঞ্চলের মাটি উর্বর হওয়ার কারণে সেই মাটিতে কৃষিকাজ ভালো হয়। এবং এই ব্যাপারটা আদিম মানুষ খুব ভালো করেই বুঝতে পেরেছিল। যার ফলে তারা নদীর তীরে বসতি স্থাপন করে সেখানে কৃষিকাজের শুরু করেছিল।।
▪ কৃষিতে জলসেচের সুবিধা : নদী তীরবর্তী অঞ্চলের উর্বর জমিতে কৃষি কাজ শুরু করার পর, যখন সেই কৃষিতে জলের যোগান হত,তখন প্রাচীন মানুষের নদী থেকেই বিভিন্ন খাল কেটে, নদীর জল সেই খালের মাধ্যমে নিজেদের জমিতে সেচ করতো।
▪ যাতায়াতের সুবিধা : নদীপথে বা জলপথের মাধ্যমে যাতায়াত ও পণ্য পরিবহনে কম সময়ে এবং কম পরিশ্রম লাগতো। তাই আদিম মানুষেরা পণ্য পরিবহন এবং নিজেদের যাতায়াতের সুবিধার ক্ষেত্রে নদীপথকেই বেছে নিয়েছিল। এবং নদীর তীরেই তারা নিজেদের বসতি স্থাপন করেছিল।।
▪ খাদ্যের যোগান : নদীর তীরে বসবাস করার ফলে আদিম মানুষের খাদ্যের খুঁজেও দূর-দূরান্ত পর্যন্ত হেঁটে যেতে হতো না। কারণ তারা নদী থেকেই মাছ এবং অন্যান্য জলজ প্রাণী খাদ্য হিসেবে সংগ্রহ করতে পারতেন। গুহায় থেকে বন্যপ্রাণী শিকার করার থেকে, নদীর তীরে সভ্যতা গড়ে তোলার জন্য, তাদের বেশি খাদ্যের সন্ধান করতে হতো না। যার ফলে তারা নদীর তীরেই তাদের বসতি গড়ে তুলেছিলেন।
▪ পানীয় জলের সুবিধা : নদীর তীরে বাস করার ফলে আদিম মানুষের কোনোভাবে পানীয় জলের অভাব হতো না। নদীর জলকেই তারা পানীয় জল হিসেবে সেই সময় ব্যবহার করতে পারতেন।
• এছাড়াও নদীর তীরে প্রাচীন সভ্যতা গড়ে ওঠার পেছনে -
• নিরাপত্তা, পশুপালন এবং অন্যান্য নানা কারণ ছিল।
উপসংহার : উপরিক্ত কারণ ছাড়াও আরও নানা কারণে আদিম মানুষেরা নদীর তীরবর্তী অঞ্চলকে নিজেদের বসতি স্থাপন করার ক্ষেত্রে শ্রেষ্ঠ জায়গা হিসেবে বেছে নিয়েছিল। এবং এভাবে বসতি স্থাপন করার ফলেই ধীরে ধীরে বিভিন্ন প্রাচীন নদীমাতৃক সভ্যতা গুলি গড়ে উঠেছিল।
এটা পড়ো👉 : হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও সামাজিক জীবন কেমন ছিল?
** আরও জানো👉 : মৌর্য সাম্রাজ্যের 25+ প্রশ্ন উওর
** আরও পড়ো👉 গুপ্ত সাম্রাজ্যের 25+ MCQ
অন্যান্য ছোটো গল্প ও কবিতার প্রশ্ন উওর
1) আমাদের গ্রাম কবিতার প্রশ্ন উওর
2) বুদ্ধির পরীক্ষা গল্পের প্রশ্ন উওর
3) গাছেরা কেন চলাফেরা করে না গল্পের প্রশ্ন উওর
4) দেয়ালের ছবি গল্পের প্রশ্ন উওর
5) আমরা চাষ করি আনন্দে কবিতার প্রশ্ন উওর
Keyword Related To This Article :
একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের বড়ো প্রশ্ন উওর 2025 | আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ বড় প্রশ্ন উত্তর 2024-25 | ক্লাস 11 ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর 2025 | WBCHSE Class 11 History 2nd Chapter | wb class 11 history 8 mark question answer chapter 2 | wb class xi history notes | চারটি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখ | এই সভ্যতা গুলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন | প্রাচীন সভ্যতা গুলি কেন নদীর তীরে গড়ে উঠেছিল | নদীমাতৃক সভ্যতা কাকে বলে উদাহরণ দাও