আমরা চাষ করি আনন্দে কবিতার সকল প্রশ্ন উত্তর

Ajit Rajbanshi
0

 

amra-chas-kori-anande-kobitar-questions-answers

আজকের এই ব্লগ পোস্টে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা (WB Class 3 Bangla Patar Bahar) পাঠ্য কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত 'আমরা চাষ করি আনন্দে কবিতার' (Amra Chas Kori Anande Kobita) সকল প্রশ্ন উত্তর তোমাদের জন্য শেয়ার করবো।



আমরা চাষ করি আনন্দে কবিতার প্রশ্ন উত্তর || Amra Chas Kori Anande Kobitar Questions Answers


▪ প্রশ্ন উওর গুলো ভিডিও আকারে দেখতে এখানে ক্লিক করুন👇


১. একটি বাক্যে উত্তর দাও:


১.১ চাষ করার জমিকে কী বলা হয়?

উওরঃ চাষ করার জমিকে আবাদি বা চাষা জমি বলা হয়।

১.২ চাষের কাজে কী কী জিনিস না হলে চলে না?

উওরঃ বর্তমানে চাষের কাজের অবশ্যই লাঙ্গল, হালের গরু, উন্নতমানের এবং আধুনিক যন্ত্রপাতি না হলে চলে না।।

১.৩ ধানগাছ থেকে কী কী জিনিস আমরা পাই?

উওরঃ ধান গাছ থেকে আমরা মূলত ধান বা চাল এবং খড় পাই।

১.৪ 'সকল ধরা হেসে ওঠে'-এখানে 'ধরা' শব্দটির অর্থ কী?

উওরঃ এখানে ধরা শব্দটির অর্থ হলো পৃথিবী।

১.৫ 'ধরা' শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটা বাক্য লেখো।

উওরঃ ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা।

১.৬ 'পুলক' শব্দটি দিয়ে একটা বাক্য রচনা করো।

উওরঃ প্রাকৃতিক সৌন্দর্যে আমরা সকলে পুলকিত হই।

১.৭ 'অঘ্রান'মাসটির পুরো নামটি কী?

উওরঃ অঘ্রাণ মাসটির পুরো নাম হলো অঘ্রায়ন।


শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো:

ক) কাল খ) ন্ধে  গ) বৃষ্টি

ঘ) শিষে ঙ) ঘ্রান চ) রৌদ্র


3. তোমার পড়া গানটির একটি পত্তি নীচে দেওয়া আছে। তার পরের দুটি লাইন গান থেকে তুমি লেখো:

সবুজ প্রাণের গানের লেখা ;

রেখায় রেখায় দেয় রে দেখা 

মাতে রে কোন তরুণ কবি, নৃত্য দোদুল ছন্দে


৪. বাঁদিকের সঙ্গে ডানদিক মেলাও:


বাঁদিক ডানদিক
ক) বাঁশের বনে ঙ) পাতা নড়ে।
খ) সকল ধরা গ) হেসে ওঠে।
গ) বাতাস ওঠে ভরে ভরে ঘ) চষা মাটির গন্ধে।
ঘ) মাঠে মাঠে বেলা কাটে খ) সকাল হতে সন্ধে।
ঙ) ধানের শিষে ক) পুলক ছোটে


৫. শূন্যস্থান পূরণ করো:


৫.১ সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো_________।

উওরঃ চিত্রাঙ্কন।

৫.২ অঘ্রান মাসের আগের মাসের নাম হলো_____।

উওরঃ কার্তিক।

৫.৩ অঘ্রান মাসের পরের মাসের নাম হলো

উওরঃ পৌষ।

৫.৪ অঘ্রান মাস______ঋতুর মধ্যে পড়ে।

উওরঃ হেমন্ত।


৬. যাঁরা চাষ করেন তাঁদের চাষি বলে।

তাহলে, যাঁরা কবিতা লেখেন তাঁদের বলে- কবি বা সাহিত্যিক

যাঁরা কাঠ দিয়ে খাট, চেয়ার-টেবিল, আলনা, দরজা-জানালা বানান তাঁদের বলে কাঠমিস্ত্রি

যাঁরা ইটের বাড়ি বানান তাঁদের বলে রাজমিস্ত্রি

যাঁরা মাছ ধরেন তাঁদের বলে মৎস্যজীবী বা জেলল

যাঁরা মাটির বাড়ি বানান তাঁদের বলে কুমোর


. নীচের বাক্যগুলির দাগ দেওয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে। তুমি গানটি থেকে এমন আরো কয়েকটি কথা বের করে নীচে লেখো, যা দিয়ে কাজ করা বোঝায়।

১) মাঠে মাঠে বেলা কাটে

২) গানের লেখা

৩) সকল ধরা হেসে ওঠে

৪) ধানের শিষে পুলক ছোটে

৫) দেয় রে দেখা


৭. সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কীভাবে কাটাবে, নীচে চার লাইনে লেখো:

উওরঃ কোনো দিন যদি সারাদিন বৃষ্টি হয় তাহলে আমি সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে হাত-মুখ ধুয়ে, হালকা কিছু জলখাবার খেয়ে বই পড়তে বসবো। কিছুক্ষণ বই পড়ার পর বাড়িতে বসে খেলা যায় এমন কিছু খেলা খেলবো। এরপর আবার খাওয়া দাওয়া করে বিকালে বই পড়তে বসবো। এইভাবেই আমি বৃষ্টি আচ্ছন্ন দিন কাটাবো।


ধন্যবাদ।



Keyword Related To Thi Article ; আমরা চাষ করি আনন্দে কবিতার প্রশ্ন উত্তর | তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর | ক্লাস 3 বাংলা প্রশ্ন উওর PDF | Amra Chash Kori Anonde Kobitar Proshno Uttor | WB Class 3 Bangla Questions Answers


Post a Comment

0Comments

Post a Comment (0)