আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় : 'রাজনৈতিক বিবর্তন : শাসন কার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা' থেকে মৌর্য বংশ বা মৌর্য সাম্রাজ্য সংক্রান্ত 25+ MCQ প্রশ্ন উওর পিডিএফ সহকারে (Maurya Dynasty MCQ In Bengali PDF Download) সংক্ষিপ্ত প্রশ্নোওর আকারে তোমাদের সঙ্গে শেয়ার করবো যাতে এগুলো ভবিষ্যতে তোমাদের চাকরির পরীক্ষাতেও সাহায্য করে।
▪ প্রতিদিন মকটেস্ট, MCQ, নোটস, সাজেশন পেতে👇
▪ প্রতিদিন মকটেস্ট, MCQ, নোটস, সাজেশন পেতে👇
▪ জয়েন করতে পারো 👉 Telegram Channel
মৌর্য সাম্রাজ্য সম্পর্কিত 25+ MCQ প্রশ্ন উত্তর [PDF সহ]
1- মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উওর : চন্দ্রগুপ্ত মৌর্য
2- চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন?
উওর : নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে।
3- কবে মৌর্য বংশের প্রতিষ্ঠা হয়েছিল? বা চন্দ্রগুপ্ত মৌর্য কবে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন?
উওর : আনুমানিক ৩২৪ খ্রিস্টপূর্বাব্দে।
4- চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পরে কে মৌর্য বংশের সিংহাসনে বসেছিলেন?
উওর : বিন্দুসার।
5- মৌর্য বংশে চন্দ্রগুপ্ত মৌর্যের পর দ্বিতীয় শাসক কে ছিলেন?
উওর : বিন্দুসার।
6- মৌর্য বংশের তৃতীয় শাসক কে?
উওর : সম্রাট অশোক
7- সম্রাট অশোকের পিতার নাম কী?
উওর : বিন্দুসার।
8- সম্রাট অশোক কবে মৌর্য বংশের সিংহাসনে বসেছিলেন?
উওর : ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে।
9- চন্দ্রগুপ্ত মৌর্য কার সহায়তায় মৌর্য বংশের শাসন প্রতিষ্ঠা করেছিলেন?
উওর : কৌটিল্যের সহায়তায়।
10- কৌটিল্যের অপর নাম কী?
উওর : বিষ্ণু গুপ্ত / চাণক্য।
11- মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল?
উওর : মঘধে।
12- চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উওর : বিষ্ণু গুপ্ত, কৌটিল্য বা চাণক্য।
13- কাকে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয়?
উওর : চন্দ্রগুপ্ত মৌর্য কে।
14- কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল?
উওর : ২৬১ থেকে ২৬০ খ্রিস্টপূর্বাব্দে।
15- কোন মৌর্য সম্রাট কলিঙ্গ যুদ্ধ করেছিলেন?
উওর : সম্রাট অশোক
16- তৃতীয় আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন?
উওর : আনুমানিক ৩২৭ খ্রিস্টপূর্বাব্দে।
17- তৃতীয় আলেকজান্ডারের সঙ্গে কার যুদ্ধ হয়েছিল?
উওর : মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য।
18- মেগাস্থিনিস কে ছিলেন?
উওর : মেগাস্থিনিস ছিলেন সেলুকাসের পাঠানো এক গ্রিক দুত।
19- মেগাস্থিনিস কবে ভারতে এসেছিলেন?
উওর : ৩০৪ খ্রিস্টপূর্বাব্দে।
20- ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? অথবা মেগাস্থিনিস ভারত সম্পর্কে কোন গ্রন্থ রচনা করেছিলেন?
উওর : ইন্ডিকা।
21- চন্দ্রগুপ্ত মৌর্য কাকে ৫০০ হাতি উপহার দিয়েছিলেন?
উওর : গ্রীক সেনাপতি সেলুকাসকে।
22- হেলেন কে ছিলেন?
উওর : চন্দ্রগুপ্ত মৌর্যের কন্যা।
23- মৌর্য বংশের কোন সম্রাট বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন?
উওর : সম্রাট অশোক।
22- সম্রাট অশোক কোন যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন?
উওর : কলিঙ্গ যুদ্ধের পর।
23- কবে এবং কাদের মধ্যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল?
উওর : আনুমানিক ২৬১ খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ এবং মৌর্য বংশের মধ্যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল।
24- মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন?
উওর : বৃহদ্রথ।
25- বৃহদ্রথকে কে হত্যা করেছিলেন?
উওর : বৃহদ্রথের প্রধানমন্ত্রী পষ্যুমিত্র
26- কবে মৌর্য বংশের পতন ঘটেছিল?
উওর : ১৮৭ খ্রিস্টপূর্বাব্দে বা মতান্তরে ১৮৫ খ্রিস্টপূর্বাব্দে।
** আরও পড়ো👉 গুপ্ত সাম্রাজ্যের 25+ MCQ
প্রশ্ন উওরের পিডিএফ ফাইলটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে। তাই সেখান থেকে ডাউনলোড করে নাও👇
▪ ক্লিক করো 👉 Telegram Channel
Keywords Related To This Article ; মৌর্য সাম্রাজ্য MCQ PDF | মৌর্য বংশ MCQ প্রশ্ন উওর PDF | Maurya Dynasty MCQ In Bengali PDF Download | একাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর