'তৃতীয় শ্রেণীর বাংলা পাতার বাহার' বইয়ের ষষ্ঠ পাঠ্য গল্প 'গাছেরা কেন চলাফেরা করে না' গল্পের সমস্ত ধরনের প্রশ্ন উত্তর আজকের এই ব্লগ পোস্টে দেওয়া হবে। যারা 'WB Class 3 Bangla 'Gachera Keno Cholafera Korena' Golper Question Answer খুঁজছিলে তাদের জন্যই আজকেরই ব্লগ পোস্ট।
১. একটি বাক্যে উত্তর দাও:
১.১ কোন সময়ের কথা গল্পটিতে বলা হয়েছে?
উওরঃ গল্পটিতে অনেক কাল আগের কথা বলা হয়েছে যেই সময় গাছেরাও চলাফেরা করতে পারতো।
১.২. একসময়ে গাছেরা কীভাবে চলাফেরা করতো?
উওরঃ একসময় গাছেরা মাটির নিচে তাদের শেকর বাকর চলাচলে করে অর্থাৎ এক জায়গায় থেকে অন্য জায়গায় সরিয়ে খুব সহজেই চলাফেরা করতে পারতো।
১.৩ তখন পৃথিবী কেমন ছিল?
উওরঃ যখন গাছেরও চলাফেরা করতো এবং গাছ এবং মানুষের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল তখন পৃথিবী ছিল অনেক সবুজ এবং অনেক সুন্দর।
১.৪ মানুষ আর গাছের সম্পর্ক তখন কেমন ছিল?
উওরঃ গাছ এবং মানুষের মধ্যে একসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।
১.৫ মানুষ কীভাবে তখন যাতায়াত করত?
উওরঃ অনেক কাল আগে কোনো যানবাহন না থাকায় মানুষকে পায়ে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো
১.৬ গাছেরা তখন কোন দায়িত্ব পালন করত?
উওরঃ যানবাহন না থাকায় হাতে করে দূর দূরান্তে হাত বাকসো নিয়ে যাওয়া মানুষের পক্ষে কঠিন ছিল। সেজন্য গাছেরাই মানুষের হাত বাকসো নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করত।
১.৭ মানুষ গাছের শাখাপ্রশাখায় কী কী ঝুলিয়ে রাখত?
উওরঃ কোনো স্থানে যাওয়ার সময় মানুষ তাদের পোশাক-আশাক, থলি এবং বাক্স পেটরা অর্থাৎ জিনিসপত্র গাছের শাখা-প্রশাখা ঝুলিয়ে দিত।
১.৮ গাছেরা কীভাবে বুড়ো লোকেদের উপকারে আসত।
উওরঃ বুড়ো বা বয়স্ক লোকের পক্ষে চলাফেরা করা কঠিন। সেজন্য তারা যদি গাছের ডালে চড়ে বসতো তাহলে গাছই তাদের নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে আসতো। এইভাবেই গাছ বুড়ো লোকেদের উপকারে আসতো।
১.৯ জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক কী করল?
উওরঃ জঙ্গল থেকে ফেরার পথে তারা ক্লান্ত হয়ে যাওয়ায় তারা ঠিক করেছিল তাদের কাঁধে থাকা বোঝার ভার বা ওজন কমানোর জন্য তারা নিজেদের জিনিসপত্র গাছের ডালে ঝুলিয়ে দেবে।
১.১০ ডালগুলো কাত হয়ে নীচে ঝুঁকে পড়ল কেন?
উওরঃ লোকগুলোর বোঝার ভারে বা ওজনে গাছের ডাল কাত হয়ে ঝুঁকে পড়েছিল।
১.১১ ডালগুলো ঝুঁকে পড়তে দেখে মানুষেরা কী করল?
উওরঃ গাছের ডালগুলোকে ঝুঁকে পড়তে দেখে মানুষেরা গাছের প্রতি সহানুভূতি দেখানোর বদলে তারা হো হো করে হেসে উঠেছিল।
১.১২ গাছেরা অপমানিত বোধ করল কেন?
উওরঃ গাছের ডালগুলো মানুষের বোঝার ওজন সইতে না পেরে ঝুঁকে পড়েছিল। এই দেখে মানুষেরা তাদের অসহায় অবস্থাতে হাসতে শুরু করেছিল। এটা দেশে গাছেরা অপমানিত বোধ করেছিল।
১.১৩ তখন তারা কী ঠিক করল?
উওরঃ গাছেরা অপমানিত বোধ করার পর তারা ঠিক করেছিল যে অনেক হয়েছে,তারা এবার থেকে আর চলাফেরা করবে না।
১.১৪ তারপর থেকে কী হয়?
উওরঃ যখন থেকে গাছেরা চলাফেরা করা বন্ধ করে দিয়েছে, তখন থেকে যাতায়াতের সময় মানুষের কষ্ট হলেও নিজেদের জিনিসপত্র কষ্ট করে নিজেদেরই বইতে হতো।
১.১৫ গাছেরা আজও মানুষের কী কী উপকার করে?
উওরঃ গাছের মানুষের জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে এবং বয়স্ক লোকদের নিরাপদ স্থানে পৌঁছানো বন্ধ করে দেওয়ার পরও আজও তারা আমাদের নানা ধরনের ফল, ফুল, বিভিন্ন ঔষধ বা ভেষজ দ্রব্য সহ সবচাইতে গুরুত্বপূর্ণ অক্সিজেন দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে এবং সেই সঙ্গে গাছ পরিবেশে টিকে থাকার মাধ্যমে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে।
২. বন্ধনীর থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
২.১ (শেকড় বাকড় / শাখাপ্রশাখা) মাটির নীচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াত।
উওরঃ শেকড় বাকড় মাটির নীচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াত।
২.২ মানুষকে (ট্রেনে বাসে/ হেঁটে হেঁটেই) দূর-দূরান্তরে যেতে হতো।
উওরঃ মানুষকে হেঁটে হেঁটেই দূর-দূরান্তরে যেতে হতো।
২.৩ একবার একদল লোক (জঙ্গলে / বন্দরে) গিয়েছিল।
উওরঃ একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল।
২.৪ সকলে মিলে (দুঃখে/ আনন্দে) হাততালি দিল।
উওরঃ সকলে মিলে আনন্দে হাততালি দিল।
৩. বাক্য বাড়াও:
৩.১ মানুষকে হেঁটে হেঁটেই যেতে হতো। (কোথায়?)
উওরঃ দূর দুরান্তে
৩.২ মানুষ গাছের শাখাপ্রশাখায় ঝুলিয়ে রাখত। (কী?)
উওরঃ পোশাক আশাক ; বাকসো; প্যাটরা এবং থলি।
৩.৩ ফিরে আসার পর সকলেই ক্লান্ত। (কেমন?)
উওরঃ ভীষণ।
৩.৪ ডালগুলি সব কাত হয়ে ঝুঁকে পড়ল নীচে। (কেন?)
উওরঃ বোঝার অতিরিক্ত ওজনের কারণে।
৩৫ মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয়। (কখন।)
উওরঃ যখন থেকে গাছেরা না চলাফেরা করে না।
৪. নীচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো:
▪ গাছগাছালি = চিকিৎসা শাস্ত্রে গাছ গাছালি বিভিন্ন ওষুধপত্র বানানোর কাজে ব্যবহার করা হয়।
▪ সহযোগিতা = গাছ সর্বদা মধ্যে প্রকৃত বন্ধুর মতো সহযোগিতা করে।
▪ অক্সিজেন = আমাদের শরীরের প্রয়োজনীয় অক্সিজেন আমরা গাছ থেকে সংগ্রহ করি।,
▪ বাক্সো-প্যাঁটরা = আগেকার দিনে মানুষ ভ্রমণ কালে হাতে বা মাথায় করেই বাক্সো-প্যাঁটরা বহন করতো।
▪ ভ্রমণ = উওরবঙ্গে প্রতিবছর অসংখ্য মানুষ ভ্রমণ করতে আসেন।
৫. শূন্যস্থানে ঠিক শব্দ বসাও:
৫.১ একসময়ে পৃথিবীতে গাছেরাও চলাফেরা করত । (করতাম/করতে/করত)
৫.২ কোনো যানবাহন ছিল না । (ছিল না/ছিলে না/ছিলাম না)
৫.৩ তোমরাও দেখোনি। (দেখিনি/দেখেনি/দেখোনি)
৫.৪ তারা অপমানিত বোধ করল। (করলে/করল/করলাম)
৫.৫ কত পাখি গাছে বাসা বাঁধে । (বাঁধে/বাঁধো/বাঁধি)
৬. এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো:
▪ লিডালগু = ডালগুলি ; খাপ্রশাশাখা = শাখা প্রশাখা ; রীপউকা = উপকারী ; সজিপনিত্র = জিনিসপত্র ; লারাফেচ = চলাফেরা।
৭. বর্ণ বিশ্লেষণ করো:
▪ নির্দেশ = ন + ই + র + দ + এ + শ
▪ ভাঙন = ভ + আ + ঙ + অ + ন
▪ ভীষণ = ভ + ঈ + ষ + অ + ন
▪ দেখেনি = দ + এ + খ + এ + ন + ই
▪ আনন্দ = আ + ন + ই + ন + অ + দ + ও
▪ নিচের ছবি অনুযায়ী পরে লেখা কথা গুলি সাজিয়ে লেখো।
৮.১) একসময়ে পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারত।
৮.২) মানুষকে হেঁটে হেঁটেই দূর-দূরান্তরে যেতে হতো। কোনো যানবাহন ছিল না।
৮.৩) মানুষ তাদের পোশাক-আশাক, বাক্সো-প্যাঁটরা, থলি গাছের শাখা প্রশাখায় ঝোলাত।
৮.৪) এত ওজন গাছের ডাল সহ্য করতে পারল না, ডালগুলি কাত হয়ে ঝুলে পড়ল নীচে।
৮.৫) এমন উপহাস গাছেদের সহ্য হলো না। তারা অপমানিত বোধ করল।
৮.৬) তারপর থেকে ভ্রমণের সময় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয়।
▪ এখানে ক্লিক করো👇
Tags ; WB Class 3 Bangla Gachera Keno Cholafera Korena Questions Answers | ক্লাস 3 বাংলা 'গাছেরা কেন চলাফেরা করে না' প্রশ্ন উওর | ক্লাস 3 পাতার বাহার প্রশ্ন উওর