রিসর্জিমেন্টো বলতে কী বোঝো? রিসর্জিমেন্টোর কয়েকটি বৈশিষ্ট্য লেখো

Ajit Rajbanshi
0

  

wb-class-9-history-wha-is-risorgimento

আজকের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali) অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্ন 'রিসর্জিমেন্টো বলতে কী বোঝো? রিসর্জিমেন্টোর কয়েকটি  বৈশিষ্ট্য লেখো।' এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। 


রিসর্জিমেন্টো বলতে কী বোঝো বা কাকে বলে?

উওরঃ ঊনবিংশ শতাব্দীতে ইতালি দেশটি একটি নামমাত্র রাষ্ট্র ছিল। তখন ইটালি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য বা প্রদেশে বিভক্ত ছিল। এবং ইতালি সেই সমস্ত ক্ষুদ্র রাষ্ট্র গুলি সবসময় নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত থাকতো এবং সেই সুযোগে অস্ট্রিয়া, ফ্রান্সের রাষ্ট্রগুলি, ইতালির প্রদেশগুলির পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত থাকার সুযোগ নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে নিজেদের দখলে করে নিয়েছিল। 

নেপোলিয়ন যখন ইতালির সর্বত্র দখল করে নিয়ে একই ধরনের আইন এবং শাসন প্রবর্তন করেছিলেন,তখন ইতালিবাসীর মধ্যে ঐক্যবদ্ধ রাষ্ট্রগঠনের মানসিকতা তৈরি হয় একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জেগে ওঠে। এবং সেই উদ্দেশ্যেই ইতালির জনগণ নিজেদের অতীত, ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য যে জাতীয়তাবাদী আন্দোলন শুরু করেছিল, তাকে রিসর্জিমেন্টো বলা হয়।।


রিসর্জিমেন্টোর কয়েকটি  বৈশিষ্ট্য :

ইতালির রিসর্জিমেন্টোর কয়েকটি গুরুত্বপূর্ণ দিকঃ 

ইতালির রিসর্জিমেন্টো অথবা জাতীয়তাবাদী আন্দোলনের কয়েকটি বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ দিক লক্ষ্য করতে পারা যায়। যেমন-  

বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বঃ 

ইতালির রিসর্জিমেন্টোর ক্ষেত্রে মূলত বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বেই এই উদারনৈতিকতা জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা হয়েছিল এবং মূলত তাদের মাধ্যমেই পরিচালিত হয়েছিল। এবং পরবর্তীতে ইতালির অশিক্ষিত বা সাধারণ জনগণ তাদের সাথে যোগ দিয়েছিল। 

কার্বোনারী এবং ইয়ং ইতালি দলের ভূমিকাঃ 

ইতালির রিসর্জিমেন্টোর ক্ষেত্রে সর্বপ্রথম আমরা কার্বোনারী দলের কথা উল্লেখ করতে পারি যারা 1820 খ্রিস্টাব্দে এবং 1836 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া থেকে ইতালিক্র মুক্ত করার জন্য দুটি বিদ্রোহ করেছিল। কিন্তু তাদের সাংগঠনিক দুর্বলতা এবং আন্দোলনের উদ্দেশ্য সঠিক না হওয়ায় কার্বোনারী দলের আন্দোলন ব্যর্থ হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আবার যোসেফ ম্যাৎসিনি অস্ট্রিয়ার অধীনতা থেকে ইতালিকে মুক্ত করার জন্য এবং ইতালিকে একটি স্বাধীন প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি ইয়ং ইতালি দলের মাধ্যমে বিদ্রোহ করেছিলেন।।

অতীত ঐতিহ্যের প্রতিষ্ঠাঃ 

ইতালির জাতীয়তাবাদের ক্ষেত্রে কার্বোনারী দল এবং ইয়ং ইতালি দলের বিভিন্ন আন্দোলন ব্যর্থ হলেও তা ইতালির অতীত,ঐতিহ্য, শিল্প-সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে জোয়ার এনেছিল। এছাড়াও ঐতিহাসিক, বুদ্ধিজীবীগন, কবি, সাহিত্যিকরা ইতিহাস ও অতীত ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে ইতালিতে জাতীয়তাবাদী ভাবধারা প্রসারে উদ্যোগী হয়েছিলেন।।

ধন্যবাদ।

এটা পড়ো👉 ; টেনিস কোর্টের শপথের কারণ ও ফলাফল

** আরও পড়ো👉 : নেপোলিয়নের রাশিয়া অভিযানের কারণ ও ফলাফল

** এটাও পড়ো👉 : রেসর্জিমিন্টো কী?

অন্যান্য ছোটো গল্প ও কবিতার প্রশ্ন উওর


1) আমাদের গ্রাম কবিতার প্রশ্ন উওর

2) বুদ্ধির পরীক্ষা গল্পের প্রশ্ন উওর

3) গাছেরা কেন চলাফেরা করে না গল্পের প্রশ্ন উওর

4) দেয়ালের ছবি গল্পের প্রশ্ন উওর

5) আমরা চাষ করি আনন্দে কবিতার প্রশ্ন উওর


Tags : 

নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর 2024 | ক্লাস 9 ইতিহাস উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত অধ্যায়ের বড় প্রশ্ন উওর 2024 | ক্লাস 9 ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর 2024 | WB Class 9 History Third Chapter Notes  


Post a Comment

0Comments

Post a Comment (0)