মাধ্যমিক ইতিহাসের সেরা 50+ MCQ প্রশ্ন উওর 2025

Ajit Rajbanshi
0

  

most-important-51-mcq-questions-answers-for-madhyamik-2025


2025 Madhyamik History 50+ MCQ Questions Answers ; এই ব্লগ পোস্টে ২০২৫ সালের মাধ্যমিক পরিক্ষার্থীদের জন্য মাধ্যমিক ইতিহাসের বিভিন্ন অধ্যায় থেকে মাধ্যমিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50+ MCQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।। Madhyamik History 50+ MCQ প্রশ্ন উওর সহ নিচে দেওয়া হলো।


মাধ্যমিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50+ MCQ প্রশ্ন উওর || Madhyamik History 50+ MCQ Questions Answers

১.১) নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়-
ক) ১৯৪০ এর দশকে খ) ১৯৫০ এর দশকে গ) ১৯৯০ এর দশকে ঘ)১৯৬০ এর দশকে
উওর ;  ঘ)১৯৬০ এর দশকে

১.২) সরকারি নথিপত্রগুলি যেখানে সংরক্ষিত রয়েছে-
ক) মহাফেজখানায়, খ) লাইব্রররিতে , গ) বইয়ের দোকানে, (ঘ) ব্যক্তিগত সংগ্রহে
উওর ; ক) মহাফেজখানায়,

১.৩) ‘হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থটি রচনা করেন-
ক) প্যারিচাদ মিত্র, খ) কালিপ্রসন্ন সিংহ, গ) দিনবন্ধু মিত্র, ঘ) ঈশ্বরগুপ্ত
উওর ; খ) কালিপ্রসন্ন সিংহ

১.৪) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক-
ক) লীলা নাগ, খ) কাদম্বিনী গাঙ্গুলি, গ) চন্দ্রমুখী বসু ঘ) খ ও গ উভয়ই।
উওর ; ঘ) খ ও গ উভয়ই।


১.৫) কে 'নব্য বেদান্তবাদ' প্রচার করেন-
ক) রামকৃষ্ণ পরমহংস দেব, খ) স্বামী বিবেকানন্দ
,গ) কেশবচন্দ্র সেন, ঘ) শিবনাথ শাস্ত্রী
উওর ; ,গ) কেশবচন্দ্র সেন।

১.৬) প্রথম ভারতীয় অরণ্য আইন' পাস হয়-
ক) ১৮৬০ খ্রিষ্টাব্দে, খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে, গ) ১৮৫৫ খ্রিষ্টাব্দে, ঘ) ১৮৭৯ খ্রিষ্টাব্দে
উওর ; , খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে।

১.৭) কে বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন?
ক) দুদু মিঞা- খ) দিগম্বর বিশ্বাস, গ) তিতুমীর, ঘ) আব্দুল ওয়াহাব
উওর ; গ) তিতুমীর

১.৮) মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ-
ক) মহারানি ভিক্টোরিয়া, খ) লর্ড ক্যানিং,গ) পূনরায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঘ) ওপরের কেউই নয়।
উওর ; ক) মহারানি ভিক্টোরিয়া।

১.৯) ভারতভার প্রথম সম্পাদক ছিলেন-
ক) আনন্দমোহন বসু, খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
গ) প্যারীচাদ মিত্র, ) প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
উওর ; ক) আনন্দমোহন বসু।

১.১০) কোন উপন্যাসে ছিয়াত্তরের মঘস্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে-
ক) গোরা উপন্যাসে,খ) আনন্দমঠ উপন্যাসে, গ) বর্তমান ভারত গ্রন্থে,ঘ) নীলদর্পণ নাটক
উওর ; ,খ) আনন্দমঠ উপন্যাসে।


মাধ্যমিক ইতিহাস পিডিএফ নোটস ডাউনলোড || madhyamik history pdf notes download 2024

১.১১) কে শ্রীরামপুর মিশনে ছাপাখানা
প্রতিষ্ঠা করেন-

ক) উইলিয়াম কেরি, খ) পঞ্চানন কর্মকার,
ক) উইলিয়াম উডবার্ণ,ঘ) গঙ্গাকিশোর ভট্টাচার্য।
উওর ; ক) উইলিয়াম কেরি।

১.১২) কবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯১৮ খ্রিষ্টাব্দে,খ) ১৯১১ খ্রিষ্টাব্দে
গ) ১৯২০ খ্রিষ্টাব্দে, ঘ) ১৯২১ খ্রিষ্টাব্দে
উওর ; ঘ) ১৯২১ খ্রিষ্টাব্দে।

১.১৩) কে বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন-
ক) স্বামী সহজানন্দ, খ), জহরলাল নেহেরু, গ) বল্লবভাই প্যাটেল, ঘ) মহাত্মা গান্ধী
উওর ; গ) বল্লবভাই প্যাটেল,।

১.১৪) কে সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন-
ক) রবীন্দ্রনাথ ঠাকুর, খ) কৃষ্ণকুমার মিত্র, গ) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়, ঘ) অরবিন্দ ঘোষ।
উওর ; খ) কৃষ্ণকুমার মিত্র

১.১৫) কে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন—
ক) পট্টভি সীতারামাইয়ায়, খ) সুভাষচন্দ্ৰ বসু,
গ) মুজফফ্ফর আহমেদ,ঘ) চিত্তরঞ্জন দাশ
উওর ; খ) সুভাষচন্দ্ৰ বসু,।

১.১৬) বাংলায় 'প্রতাপাদিত্য উৎসব' চালু করেন-
ক) ভগিনী নিবেদিতা, খ) বাসন্তী দেবী, গ) সরলাদেবী চৌধুরানী দেবী, ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।
উওর ; গ) সরলাদেবী চৌধুরানী দেবী।

১.১৭) 'নারী কর্ম মন্দির' (১৯২১ খ্রিঃ) প্রতিষ্ঠা করেন-
ক) উর্মিলা দেবী, খ) বাসন্তী দেবী গ) লীলা
নাগ, ঘ) বীণা দাস
উওর ; ক) উর্মিলা দেবী,।

১.১৮) দলিত এর বিকল্প হিসেবে 'হরিজন' শব্দটি ব্যবহার করেছেন-
(ক) বি আর আম্বেদকর, খ) মহাত্মা গান্ধি,
গ) যোগেন্দ্রনাথ মন্ডল, ঘ) শ্রী অনুকুল ঠাকুর
উওর ; খ) মহাত্মা গান্ধি,।

১.১৯) ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন—
ক) জওহরলাল নেহেরু, খ) মহাত্মা গান্ধি, গ) ভীমরাও আম্বেদকর সাহেব, ঘ) ডঃ রাজেন্দ্র প্রসাদ।
উওর ; ডঃ রাজেন্দ্র প্রসাদ।।

১.২০) 'সোমপ্রকাশ ছিল একটি-
ক) দৈনিক পত্রিকা,খ) পাক্ষিক পত্রিকা, গ) সাপ্তাহিক পত্রিকা, ঘ) মাসিক পত্রিকা
উওর ; , গ) সাপ্তাহিক পত্রিকা,।

১.২১) বিপিনচন্দ্র পাল লিখেছেন-
ক) জীবনের ঝরাপাতা, খ) সত্তর বৎসর,
গ) জীবন স্মৃতি, ঘ) বতর্মান ভারত
উওর ; , খ) সত্তর বৎসর,।

১.২২) হিন্দু মেলার পূর্ব নাম কী ছিল?
ক) চৈত্র মেলা, খ) ফাগুন মেলা,গ) বসস্তমেলা
ঘ) বৈশাখী মেলা
উওর ; ক) চৈত্র মেলা,।

** দশম শ্রেণির বাংলা,ইতিহাস,ভূগোল,জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাসের প্রচুর সংখ্যক প্রশ্ন উত্তরের পিডিএফ নোট যদি খুবই কম দামে পেতে চাও, তাহলে আজই +৯১৮৩৮৮৯৮৬৭২৭ এই নম্বরে কল করে যোগাযোগ করতে পারো

১.২৩) উনিশ শতকের বাংলার নবজাগরণকে 'এলিটিস্ট আন্দোলন' বলে অভিহিত করেছেন-
বিপিনচন্দ্র পাল
ক) অনিল শীল, খ) জওহরলাল নেহেরু, গ) অশোক মিত্র, ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উওর ; ক) অনিল শীল,।

১.২৪) কবে সতীদাহ প্রথা রদ করা হয়?
ক) ১৮৫৬ খ্রিস্টাব্দে, খ) ১৮২৮ খ্রিস্টাব্দে,গ) ১৮৩০ খ্রিস্টাব্দে,ঘ) ১৮২৯ খ্রিস্টাব্দে।
উওর ; ১৮২৯ খ্রিস্টাব্দে।।

১.২৫) ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? -
ক) জমিদার সভা,খ) ভারতসভা,,গ) জাতীয় কংগ্রেস,ঘ)-বঙ্গভাষা প্রকাশিকা সভা।
উওর ; ,ঘ)-বঙ্গভাষা প্রকাশিকা সভা।।

১.২৬) মহারাণির ঘোষণাপত্র (১৮৫৮ খ্রিস্টাব্দে) অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি নিযুক্ত হন-
ক) লর্ড ডালহৌসী, খ) লর্ড ক্যানিং,গ) লর্ড বেন্টিংক
,ঘ) লর্ড মাউন্টব্যাটেন
উওর ; খ) লর্ড ক্যানিং,।

১.২৭) কে ভারতসভা প্রতিষ্ঠা করেছিলেন?-
ক) শিবনাথ শাস্ত্রী,খ) আনন্দমোহন বসু,গ) দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উওর ; ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

১.২৮) কে বসু বিজ্ঞান মন্দির' প্রতিষ্ঠা করেন-
ক) জগদীশচন্দ্র বসু, খ) সত্যেন্দ্রনাথ বসু,
গ) চন্দ্ৰমুখী বসু, ঘ) আনন্দমোহন বসু
উওর ; ক) জগদীশচন্দ্র বসু,।

১.২৯) বাংলা ভাষায় প্রথম ছাপা বই কোনটি? -
ক) বর্ণ পরিচয় খ) মঙ্গল সমাচার মতিয়ের
,গ) এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ, ঘ) অন্নদামঙ্গল
উওর ; গ) এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ,।

১.৩০) কবে ভারতের কমিউনিষ্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়?
ক) ১৯২৯ খ্রিস্টাব্দে,খ) ১৯৩৪ খ্রিস্টাব্দে,গ) ১৯৩৯ খ্রিস্টাব্দে,ঘ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
উওর ; ,খ) ১৯৩৪ খ্রিস্টাব্দে।

১.৩১. 'সখী সমিতি' প্রতিষ্ঠা করেন -
ক) সরলাদেবী,খ) স্বর্ণকুমারী দেবী গ) শান্তি দাস, ঘ) উর্মিলা দেবী।
উওর ; স্বর্ণকুমারী দেবী।

১.৩২) মাদারি পাশি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন-
ক) একা আন্দোলনে, খ) চম্পারণ আন্দোলনে,
গ) বারদৌলি আন্দোলনে,ঘ) খেদা আন্দোলনে
উওর ; ক) একা আন্দোলনে,।

১.৩২) কে 'AITUC'র প্রথম সম্পাদক ছিলেন -
ক) দেওয়ান চমনলাল, খ) লালা লাজপাত রাই, গ) আর.এস. নিম্বারকর, ঘ) স্বামী সহজানন্দ
উওর ; ক) দেওয়ান চমনলাল।

১.৩৩) কবে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় -
ক) ১৯৫০ খ্রিস্টাব্দে, খ) ১৯৫২ খ্রিস্টাব্দে,গ) ১৯৩২ খ্রিস্টাব্দে, ঘ) ১৯৬২ খ্রিস্টাব্দে
উওর ; ক) ১৯৫০ খ্রিস্টাব্দে।

১.৩৪) 'নীল কমিশন' কবে গঠিত হয়?
ক) ১৯৫০ খ্রিস্টাব্দে, খ) ১৯৫৪ খ্রিস্টাব্দে
গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে
উওর ;; ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে।

১.৩৫) কবে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়-
ক) ১৯৫৩ খ্রিস্টাব্দে, খ) ১৯৬৩ খ্রিস্টাব্দে, গ) ১৯৫৬ খ্রিস্টাব্দে,ঘ) ১৯৬৫ খ্রিস্টাব্দে
উওর ; গ) ১৯৫৬ খ্রিস্টাব্দে।

** দশম শ্রেণির বাংলা,ইতিহাস,ভূগোল,জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাসের প্রচুর সংখ্যক প্রশ্ন উত্তরের পিডিএফ নোট যদি খুবই কম দামে পেতে চাও, তাহলে আজই +৯১৮৩৮৮৯৮৬৭২৭ এই নম্বরে কল করে যোগাযোগ করতে পারো

১.৩৬) কবে 'রশিদ আলি দিবস' পালিত হয়?

ক) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১০ই ফেব্রুয়ারি, খ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ই ফেব্রুয়ারি, গ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১১ই ফেব্রুয়ারি, ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৩ই ফেব্রুয়ারি
উওর ; খ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ই ফেব্রুয়ারি।

১.৩৭) ট্রেন-টু-পাকিস্তান” গ্রন্থটি লিখেছেন-
ক) জওহরলাল নেহেরু, খ) ভি.পি. মেনন
গ) খুশবন্ত সিং, ঘ) ভীষ্ম সাহানি।
উওর ; গ) খুশবন্ত সিং।

১.৩৮) বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক) বঙ্গদর্শন পত্রিকায়, খ) সোমপ্রকাশ পত্রিকায়,,গ) সন্ধ্যা পত্রিকায়, ঘ) প্রবাসী পত্রিকায়
উওর ; ঘ) প্রবাসী পত্রিকায়।

১.৩৯) 'কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন'-এর সভাপতি ছিলেন-
ক) জেনাধান ডানকন,খ) টমাস ব্যাবিংটন
মেকলে, গ) হস্ট ম্যাকেঞ্জি, ঘ) লর্ড ওয়েলেসলি
উওর ; ,খ) টমাস ব্যাবিংটন
মেকলে,।

১.৪০) কবে অ্যাক্সাডেমিক অ্যাসোসিয়েশন' সভা প্রতিষ্ঠিত হয়?
ক) ১৮২৭ খ্রিস্টাব্দে, খ) ১৮২৮ খ্রিস্টাব্দে, গ) ১৮২৯ খ্রিস্টাব্দে, ঘ) ১৮৩০ খ্রিস্টাব্দে।
উওর ; ক) ১৮২৭ খ্রিস্টাব্দে।


মাধ্যমিক ইতিহাস পিডিএফ নোটস ডাউনলোড || madhyamik history pdf notes download 2024

১.৪১) কে রংপুর বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন--
ক) জগন্নাথ সিংহ, খ) নুরুলউদ্দিন, গ) ঈশানচন্দ্র রায়, ঘ) ঝিরাই মানিকি।
উওর ; , খ) নুরুলউদ্দিন,।

১.৪২) মুন্ডা সমাজে জমির যৌথ মালিকানাকে কী বলা হয়?
ক) তিন কাঠিয়া প্ৰথা, খ) খুৎকাঠি প্রথা, গ) হুল প্রথা, ঘ) বেট্টি প্রথা
উওর ; , খ) খুৎকাঠি প্রথা।

১.৪৩) মাতৃভাষা সংবাদপত্র আইন পাশ হয়-
ক) লর্ড রিপনের শাসনকালে, খ) লর্ড লিটনের শাসনকালে, গ) লর্ড ক্যানিং-এর শাসনকালে,ঘ) লর্ড বেন্টিং-এর শাসনকালে।
উওর ; খ) লর্ড লিটনের শাসনকালে,।

১.৪৪) 'গোরা' উপন্যাসের লেখক হলেন-
ক) স্বামী বিবেকানন্দন, খ) রবীন্দ্রনাথ ঠাকুর, গ) অবনীন্দ্রনাথ ঠাকুর, ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উওর ; , খ) রবীন্দ্রনাথ ঠাকুর।

১.৪৫) সর্বপ্রথম বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন-
ক) সুরেশচন্দ্র মজুমদার,খ) চার্লস উইলকিনস,গ) পঞ্চানন কর্মকার, ঘ) উইলিয়াম কেরি সাহের
উওর ; খ) চার্লস উইলকিনস.

১.৪৬) 'আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক' বলা হয়--
(ক) রোনাল্ড রসকে, খ) আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কে, (গ) আলেকজান্ডার পেডলারকে (ঘ) সত্যেন্দ্রনাথ বসুকে
উওর ; খ) আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কে।

১.৪৭) বাংলার কৃষক আন্দোলনে বীরেন্দ্রনাথ শাসমল নেতৃত্ব দিয়েছিলেন-
(ক) বীরভূমন, খ) মেদিনীপুর, গ) নদীয়া, ঘ) বারাসাতে
উওর ; , খ) মেদিনীপুর,।

১.৪৮) 'All Indian Trade Union Congress' - এর প্রথম সভাপতি ছিলেন-
ক) লালা লাজপত রায়, খ) যোশেফ ব্যপ্তিস্তা (গ) দেওয়ান চমনলাল, ঘ) বল্লবভাই প্যাটেল।
উওর ; ক) লালা লাজপত রায়।

(১.৪৯) ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়-
ক) বার্লিনে, খ) লন্ডনে, গ) তাসখন্দে,
ঘ) প্যারিসে।
উওর ; গ) তাসখন্দে,।

১.৫০) বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মহিলারা ঘরে ঘরে পালন করেন-
ক) বহ্নি উৎসব, খ) পিকেটিং, গ) রাখী বন্ধন, ঘ) অরন্ধন।
উওর ; ঘ) অরন্ধন।।

(১.৫১) ভারতীয় রাজনীতিতে কে 'লৌহমানব' নামে পরিচিত ছিলেন?
(ক) মহাত্মা গান্ধি, খ) মহম্মদ আলি জিন্নাহ,গ) সর্দার বল্লভভাই প্যাটেল,(ঘ) রাজেন্দ্রপ্রসাদ।
উওর ; ,গ) সর্দার বল্লভভাই প্যাটেল।

১.৫২) ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির সময় কাশ্মীরের রাজা ছিলেন-
ক) শেখ আবদুল্লা, খ) হরি সিং,গ) গুলাব সিং,ঘ) ফারুক আবদুল্লা
উওর ; খ) হরি সিং।

মাধ্যমিক ইতিহাসের 50+ MCQ প্রশ্ন উওর সম্পর্কিত এই ব্লগ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।।

** ক্লিক করো👉 : নব্যবঙ্গ গোষ্ঠীর সম্পূর্ণ ইতিহাস 

এটাও দেখো👉 : ২০২০ ইতিহাস প্রশ্নপত্রের সমাধান

** ক্লিক করো 👉 : ২০১৭ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র

*** এটাও পড়ে দেখো👉 : ২০১৭ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্রের সমাধান 


▪ জয়েন করুন আমাদের 👉 Telegram Channel 
▪ ফলো করুন👉 Facebook Page 

▪ ফলো করুন আমাদের👉 WhatsApp Channel


Tags ; মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 10 ইতিহাস MCQ প্রশ্ন উত্তর | 2025 Madhyamik History MCQ Questions Answers | WB Class 10 History MCQ Questions Answers 2025


Post a Comment

0Comments

Post a Comment (0)