Amader Gram Kobitar Question Answer Free PDF Download | | আমাদের গ্রাম কবিতার সকল প্রশ্ন উত্তর
১. ঠিক উত্তর বেছে নিয়ে লিখি:
১.১ আমাদের গ্রামে কেউ কারুর (পর/আপন) নয়।
উওরঃ আমাদের গ্রামে কেউ কাবুর পর নয়।
১.২ আমাদের গ্রামটি (ছোটো/বড়ো)।
উওরঃ আমাদের গ্রামটি ছোটো।
১.৩ আমাদের গ্রামটি আমাদের (মায়ের/বন্ধুর) মতো।
উওরঃ আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো।
১.৪ মাঠভরা ধান আর জলভরা দিঘি (সূর্যের/চাঁদের) কিরণ লেগে ঝিকমিক করে।
উওরঃ মাঠভরা ধান আর জলভরা দিঘি চাঁদের কিরণ লেগে ঝিকমিক করে।
১.৫ কবিতাটিতে মোট পঙক্তির সংখ্যা (৭/১৪)।
উওরঃ কবিতাটিতে মোট পঙক্তির সংখ্যা ১৪.
আমাদের গ্রাম কবিতার প্রশ্ন উওরের Free PDF ফাইলটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। তাই নিচে দেওয়ার 'Download PDF' বাটনে ক্লিক করে প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন ;এবং তারপর সেটি ডাউনলোড করে নিন।
Download Free PDF
২. কবিতাটিতে থাকা তিনটি যুক্তবণের শব্দ হলো....
উওরঃ
▪ কবিতাটিতে থাকা প্রথম যুক্তবণের শব্দ হলো গ্রাম।
▪ দ্বিতীয় যুক্তবণের শব্দ হলো প্রাণ।
▪ এবং তৃতীয় যুক্তবণের শব্দ হলো আত্মীয়।
▪ শব্দ তিনটির যুক্তবর্ণগুলি লিখি আর সেই যুক্তবর্ণগুলি ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি:
উওরঃ
▪ প্রথমতঃ গ্রাম
▪ যুক্তবর্ণ ; গ্র. (গ্ + র)
▪ নতুন শব্দ = গ্রন্থ (গ্র + ন্থ)
▪ দ্বিতীয়তঃ প্রাণ
▪ যুক্তবর্ণ = প্র (প্ + র)
▪ নতুন শব্দ = প্রভাত (প্র + ভাত)
▪ তৃতীয় যুক্তবর্ণের শব্দ = আত্মীয়
▪ যুক্তবর্ণ = ত্ম (ত্ + ম)
▪ নতুন শব্দ = আত্মা (আ + ত্মা)
এইভাবে, বিভিন্ন শব্দের যুক্তবর্ণগুলো ব্যবহার করে নতুন শব্দ তৈরি করা যায়।
৩. পাঠ থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসাই:
৩.১ গ্রামের সকল শিশু________যায়।
উওরঃ পাঠশালা
৩.২ গ্রামে______ধান আর______দিঘি আছে।
উওরঃ মাঠভরা ধান আর জলভরা দিঘি আছে।
৩.৩ গ্রামে আত্মীয়ের মতো আছে ____ ____ _____
উওরঃ আম গাছ, জামগাছ, বাঁশঝাড়
৩.৪ _____ ও ______ করা ভালো নয়।
উওরঃ হিংসা ও মারামারি
৩.৫ _____থাকার আনন্দ অনেক।
উওরঃ একসাথে মিলেমিশে
৪. নীচের শব্দগুলির বিপরীত অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি:
▪ বড়ো = ছোটো ▪ অসমান = সমান
৫. নীচের প্রশ্নগুলির উত্তর লিখি:
৫.১ আমাদের ছোটো গ্রাম কার সমান?
উওরঃ মায়ের সমান।
৫.২ চাঁদের কিরণ লেগে কারা ঝিকিমিকি করে?
উওরঃ মাঠভরা ধান আর জলভরা দিঘি।
৫.৩. সকালে সোনার রবি পুবদিকে ওঠার পরে কী কী ঘটনা ঘটে?
উওরঃ রবি অর্থাৎ সূর্য ওঠার পর তাঁর আলো পৃথিবীকে আলোকিত করে। এরপর পাখিদের গুঞ্জন শোনা যায়,;বাগাগে নানা ফুল ফোঁটে এবং শান্তভাবে বাতাস বয়ে চলে।
Amader Gram Kobitar Question Answer Free PDF ফাইলটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। তাই নিচে দেওয়ার 'Download PDF' বাটনে ক্লিক করে প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন ;এবং তারপর সেটি ডাউনলোড করে নিন।
Download Free PDF
ধন্যবাদ
Keywords For This Post ; দ্বিতীয় শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর | ক্লাস টু বাংলা প্রশ্ন উত্তর | দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের সমাধান | WB Class 2 Amar Boi Question Answer | Class II Amar Boi Solution 2025