নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের 20+ SAQ প্রশ্ন উওর 2024

Ajit Rajbanshi
0

 


wb-class-9-history-short-questions-answers-2024

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ  ২০ টির বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।


নবম শ্রেণির ইতিহাস : প্রথম অধ্যায়ের ২০টির বেশি প্রশ্ন উওর 2024-25 || WB Class 9 History Short Questions Answers Chapter  2024

প্রশ্ন, কোন রাজা শাসনকালে ফরাসি বিপ্লব হয়েছিল?

উত্তর, রাজা ষোড়শ লুইএর শাসনকালে ফরাসি বিপ্লব হয়েছিল।

প্রশ্ন, মেরী আঁতোয়ানেত কে ছিলেন? উত্তর, মেরী আঁতোয়ানেত ছিলেন ফরাসি রাজা ষোড়শ লুই এর স্ত্রী।

প্রশ্ন, কে ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি অর্থনৈতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছিলেন?

উওর, অ্যাডাম স্মিথ ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি অর্থনৈতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছিলেন। 

প্রশ্ন, করভি কাকে বলে? 

উওর, মূলত ফ্রান্সে প্রচলিত এক ধরনের বাধ্যতা মূলক বেগার শ্রমের নাম হলো করভি। 

প্রশ্ন, প্রাক - বিপ্লব ফ্রান্সের কয়েকটি পরোক্ষ করের নাম লেখ

উওর, প্রাক বিপ্লব ফ্রান্সের পরোক্ষ করের নাম এডব বা আবগারি শুল্ক,  গ্যাবেলা বা লবন কর। 

প্রশ্ন, টাইথ কি? 

উওর, টাইথ ছিল ফ্রান্সে প্রচলিত এক ধরনের ধর্ম কর। 

প্রশ্ন, ক্ষমতা বিভাজন তত্ত্বের প্রবর্তক কে?

উত্তর, ক্ষমতা বিভাজন তত্ত্বের প্রবর্তক ছিলেন ফরাসি দার্শনিক মন্তেস্কু।

প্রশ্ন, পার্শিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: পার্শিয়ান লেটার্স গ্রন্থটির রচয়িতা ছিলেন  মন্টেস্কু। 

প্রশ্ন, ডেনিস ডিডেরো কে ছিলেন?

উওর, ডেনিস ডিডেরো ছিলেন একজন পন্ডিত এবং বিশ্বকোষের রচয়িতা। 

প্রশ্ন, কাদিদ গ্রন্থটির লেখক কে?

উত্তর, কাদিদ গ্রন্থটি রচয়িতা ছিলেন ফরাসি দার্শনিক ভলতেয়ার।

প্রশ্ন, স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতার নাম লেখ। 

উত্তর, স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতার নাম হল মন্টেস্কু।

প্রশ্ন,  ফ্রান্সে কত খ্রিস্টাব্দে এবং কে স্টেটস জেনারেলের সভা আহবান করেছিলেন?

উওর, 1789 খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুই স্টেট জেনেরাল আহ্বান করেছিলেন।

প্রশ্ন, কত বছর পর 1789 খ্রিস্টাব্দের স্টেট জেনারেল অধিবেশন আহ্বান করা হয়েছিল?

উত্তর: 175 বছর পর 1789 খ্রিস্টাব্দে স্টেট জেনারেল এর সভা আহ্বান করা হয়েছিল। 

প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গের পতন ঘটে? 

উত্তর : 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই বাস্তিল দুর্গের পতন ঘটে। 

প্রশ্ন, গিলোটিন যন্ত্রের আবিষ্কর্তা কে?

উওর, গিলোটিন যন্ত্রের আবিষ্কর্তা হলেন ডঃ গিলোটিন।

প্রশ্ন, কবে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে?

উওর, ফ্রান্সের 1794 খ্রিস্টাব্দে 28 শে জুলাই সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে।

প্রশ্ন,  ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কি ছিল?

উওর, ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা।

প্রশ্ন, ফ্রান্সের জাতীয় দিবস কোনটি?

উওর, 14 জুলাই হলো ফ্রান্সের জাতীয় দিবস।

প্রশ্ন, গিলোটিন যন্ত্রের মাধ্যমে কোন রানীকে হত্যা করা হয়েছিল?

উওর, গিলোটিন যন্ত্রের মাধ্যমে রানী মেরী আঁতোয়ানেতকে হত্যা করা হয়েছিল।

প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বকালে দুজন নেতার নাম লেখ।

উওর, সন্ত্রাসের রাজত্বকালে দুজন উল্লেখযোগ্য নেতা ছিলেন রোবসপিয়ার এবং দাঁতন।

প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করা হয়েছিল?

উওর, 1789 খ্রিস্টাব্দে 26 শে আগস্ট ব্যক্তি এবং নাগরিকদের অধিকার ঘোষণা করা হয়েছিল।

প্রশ্ন, ফ্রান্সের নতুন সংবিধানে আইন সভার সদস্য সংখ্যা কত করা হয়েছিল?

উওর, ফ্রান্স নতুন সংবিধানের আইন সভার সদস্য সংখ্যা করা হয়েছিল ৭৫৪।


Tags : 

ক্লাস  9 ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক প্রশ্ন উওর 2024 | ক্লাস 9 ইতিহাস প্রথম অধ্যায়ের ছোট প্রশ্ন উওর 2024 | নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উওর 2024 | WB Class 9 History Questions Answers | WB Class 9 History Chapter 1 SAQ

Post a Comment

0Comments

Post a Comment (0)