পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের দ্বিতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বই 'আমার বইয়ের' পাঠ্যগল্প নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা 'বুদ্ধির পরীক্ষা' গল্পটির সমস্ত ধরনের প্রশ্ন উত্তর আজকের এই ব্লগ পোস্টে সকল ছাত্র-ছাত্রীদের জন্য শেয়ার করা হলো। পরবর্তীকালে 'আমার বই''টির অন্যান্য আরও প্রশ্নোত্তর আমাদের এই ওয়েবসাইটে শেয়ার করা হবে ; আপনারা চাইলে প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন।
দ্বিতীয় শ্রেণির আমার বই : বুদ্ধির পরীক্ষা গল্পের প্রশ্ন উওর 2025 || WB Class 2 Bangla : Buddhir Porikkha Golper Question Answer
নীচের প্রশ্নগুলির উত্তর লিখি:
১.১ বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা?
উওরঃ বুদ্ধির পরীক্ষা গল্পটি নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা।
১.২ গল্পে কজন মানুষের কথা পড়লে?
উওরঃ বুদ্ধির পরীক্ষা গল্পে বুড়ো চাষি এবং তার দুই ছেলে অর্থাৎ মোট তিনজন মানুষের কথা পড়েছি।
১.৩ বুড়ো লোকটি তার দুই ছেলেকে কটি পয়সা দিলেন?
উওরঃ বড় ছেলেকে একটি পয়সা এবং ছোট ছেলেকে একটি পয়সা অর্থাৎ মোট দুটো পয়সা দিয়েছিলেন।
১.৪ বড়ো ছেলে কী কিনে আনল?
উওরঃ বড় ছেলে ঘর ভরার জন্য পয়সা দিয়ে খড় কিনে নিয়ে এসেছিল।
১.৫ ছোটোছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন?
উওরঃ কারণ ছোটো ছেলেই প্রকৃতপক্ষে বুদ্ধির প্রয়োগ করে নিচের যোগ্যতার পরিচয় দিয়েছিল এবং সেই কারণেই তার উপর বাবা খুশি হয়েছিলেন।
২. নীচের শব্দগুলি ব্যবহার করে বাক্য লিখি ;
▪ জিনিস = পৃথিবী বেশিরভাগ জিনিসই মানুষ সম্পত্তি হিসেবে ব্যবহার করে।
▪ খড় = আগেকার দিনের মানুষ ঘরের ছাউনি দিতে খড় ব্যবহার করতো।
▪ ঘর = ছোট হোক বা বড় ভালো হোক বা খারাপ সকলের কাছে নিজের ঘর সবচেয়ে প্রিয় হওয়া উচিত।
▪ মোমবাতি = মোমবাতিই পারে অন্ধকারকে দূর করে আলোর পথ দেখাতে।
৩. অর্থ লিখতে যুক্তবর্ণ আছে এমন শব্দ ব্যবহার করি:
ছেলে = পয়সা = ভার =
৪. ঘটনাগুলি সাজিয়ে লিখি:
৪.১ বুড়ো তার দুই ছেলেকে কাছে ডাকলেন। (২)
৪.২ একটি করে পয়সা নিয়ে দুভাই বাজারে বেরুল (৩)
৪.৩ বুড়ো ঠিক করলেন তাঁর উপযুক্ত ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে যাবেন। (১)
৪.৪ বড়ো ভাই খড় কিনে আনল, আর ছোটোভাই কিনল মোমবাতি। (৪)
৪.৫ বুড়ো তাঁর ছোটো ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে গেলেন। (৫)
* এই প্রশ্নের উত্তর তোমাদের এইভাবে লিখতে হবে ;
৪.৩ বুড়ো ঠিক করলেন তাঁর উপযুক্ত ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে যাবেন। তাই (৪.১) বুড়ো তার দুই ছেলেকে কাছে ডাকলেন। (৪.২) একটি করে পয়সা নিয়ে দুভাই বাজারে বেরুল। (৪.৪) বড়ো ভাই খড় কিনে আনল, আর ছোটোভাই কিনল মোমবাতি। (৪.৫) বুড়ো তাঁর ছোটো ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে গেলেন।
অন্যান্য ছোটো গল্প ও কবিতার প্রশ্ন উওর
1) আমাদের গ্রাম কবিতার প্রশ্ন উওর
2) গাছেরা কেন চলাফেরা করে না গল্পের প্রশ্ন উওর
3) দেয়ালের ছবি গল্পের প্রশ্ন উওর
4) আমরা চাষ করি আনন্দে কবিতার প্রশ্ন উওর
Keywords For This Post ; দ্বিতীয় শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর | ক্লাস টু বাংলা প্রশ্ন উত্তর | দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের সমাধান | WB Class 2 Amar Boi Question Answer | Class II Amar Boi Solution 2025