লোকসভার অধ্যক্ষ / স্পিকার ( Speaker Of The House Of The People Or Lok Sabha)
ভারতীয় পার্লামেন্টের নিম্ন অর্থাৎ লোকসভায় সভাপতিত্ব করেন Speaker বা অধ্যক্ষ। নবনির্বাচিত লোকসভার প্রথম অধিবেশনে লোকসভার সদস্যরা তাদের নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার এবং অন্য একজনকে উপঅধ্যক্ষ বা ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচন করে থাকেন (সংবিধানের ৯৩ নং ধারা অনুযায়ী)। লোকসভার স্পিকারের নিয়োগে সকল সদস্যরা থাকতে পারলেও আসলে কে লোকসভার স্পিকার কে হবেন সেটা ঠিক করেন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ।
** লোকসভার স্পিকারের যোগ্যতা || Qualifications Of The Speaker Of Lok Sabha
▪ স্পিকার যেহেতু লোকসভা থেকেই নির্বাচিত হন, সেই কারণে লোকসভার সদস্য হওয়ার জন্য একজনের যে যোগ্যতা থাকতে হয়,লোকসভার স্পিকারকেও সেই সমস্ত যোগ্যতার অধিকারী হতে হয়। যেমন-
১) লোকসভার স্পিকারকে অন্ততপক্ষে ২৫ বছর বয়স্ক হতে হবে।
২) কেন্দ্র / রাজ্য সরকারের কোনো লাভজনক পদে থাকা চলবেনা।
৩) দেউলিয়া / বিকৃত মস্তিষ্কের হওয়া চলবেনা ইত্যাদি।।
লোকসভার স্পিকারের পযমর্যাদা (Possition), কার্যকাল (Term Of Office), পদচ্যুতি (Removal) ও বেতন (Salary)
▪ স্পিকারের কার্যকালের মেয়াদ হল লোকসভার কার্যকালের মেয়েদের সমান। অর্থাৎ স্পিকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।
▪ ভারতের স্পিকারের পদমর্যাদা সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির সমতুল্য বলে অনেকে অভিমত প্রকাশ করেন।
▪ কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই যদি তার মৃত্যু ঘটে অথবা তিনি যদি নিজে স্বেচ্ছায় পদত্যাগ করতে চান, তাহলে তার পদ শূন্য হবে। এছাড়াও কোন কারণে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা যদি অধ্যক্ষকে অপসারণ করার জন্য প্রস্তাব পেশ এবং গ্রহণ করেন,;তাহলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
▪ বর্তমানে লোকসভার স্পিকারের অধ্যক্ষের মাসিক বেতন ১ লক্ষ ২৫ হাজার টাকা। স্পিকারের বেতন ভারতের সঞ্চিত তহবিল ( Consolidated Fund Of India) থেকে প্রদান করা হয়।।
বিজ্ঞাপন
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সম্পূর্ণ সিলেবাসের সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উওরের পিডিএফ নোট খুবই কম দামে নেওয়ার জন্য যোগাযোগ করো 👇 +918388986727 নম্বরে
▪ লোকসভার স্পিকারের ক্ষমতা ও গুরুত্বপূর্ণ কার্যাবলী (Powers & Functions Of The Speaker Of Lok Sabha)
লোকসভার স্পিকার যে গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকেন,তাহলো-
ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায় লোকসভার অধ্যক্ষের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমন্ডিত। লোকসভার স্পিকারের কার্যাবলীকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে।
▪ প্রথমত : নিরপেক্ষ ভাবে কাজ করা ; লোকসভার স্পিকারের প্রথম এবং প্রধান কাজ বা কর্তব্য হলো নিরপেক্ষভাবে কাজ করা। স্পিকার সংখ্যাগরিষ্ঠ দল থেকে নির্বাচিত হয়ে আসলেও উনার প্রধান কর্তব্যই হবে যেকোন বিষয়ে নিরপেক্ষ থাকা। যেমন ছিলেন সিপিআইএমের প্রাক্তন সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায় যিনি নিজের কার্যকালে সততা এবং নিরপেক্ষভাবে কাজ করে গেছেন।
▪ দ্বিতীয়ত : প্রশাসনিক কার্যাবলী ; স্পিকারের হাতেই লোকসভার যাবতীয় প্রশাসনিক কার্যাবলী সঠিকভাবে করার করার দায়িত্ব থাকে। লোকসভায় কখন, কোন নোটিশ গৃহীত হবে, কোন প্রস্তাব নিয়ে কবে, কে,কখন কতক্ষণ বলবে, কে কোন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবেন,কোনো সংশোধনী প্রস্তাব বৈধ কিনা,কোন কোন এবং কবে নোটিশ আলোচনার জন্য গৃহীত হবে কবে- সেটা নিয়ে কবে আলোচনা হবে-এই সমস্ত বিষয়ে অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত এবং এই যাবতীয় বিষয় ঠিক করেন লোকসভার স্পিকার।
▪ তৃতীয়ত : লোকসভায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা ; লোকসভায় যেহেতু সদস্য সংখ্যা প্রচুর সেই কারণে লোকসভা শান্তি-শৃঙ্খলা বজায় রাখা মুশকিল। M.P-রা কোনো একটা বিষয়ে কিছু বলতে গেলে প্রত্যেক সদস্যদের লোকসভার স্পিকারের অনুমতি নিতে হয়। একাধিক সদস্য একই সঙ্গে বক্তব্য দিতে চাইলে কোন সদস্য আগে বলবে তা স্থির করে দেন। সভায় তুমুল বিশৃঙ্খলা দেখা দিলে স্পিকার সভার কাজ সাময়িকভাবে মুলতুবী করে দিতে পারেন। আবার কোনো সদস্য বার বার আদেশ অমান্য করলে তখন মার্শাল প্রয়োগ করেও শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন তিনি।।
▪ চতুর্থ : যৌথ অধিবেশনে সভাপতিত্ব করা ; কোন একটা বিল নিয়ে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে বিরোধ বাঁধলে রাষ্ট্রপতি পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করেন। পার্লামেন্টের সেই যৌথ অধিবেশনে লোকসভার স্পিকারকেই সভাপতিত্ব করতে হয়। তবে, কোন কারনে স্পিকার যদি অনুপস্থিত থাকেন তাহলে ডেপুটি স্পিকারকে সেই দায়িত্ব পালন করতে হয়।
▪ পঞ্চম : অর্থবিল সংক্রান্ত কার্যাবলী ; অর্থবিল সরকারি মিল হওয়ায় তা একমাত্র লোকসভা তেই উত্থাপিত হয়। এবার কোনদিন অর্থ বিল কিনা এই নিয়ে প্রশ্ন উঠলে বা বিরোধ বাধলে সেক্ষেত্রে লোকসভার স্পিকারকে বিল সম্পর্কে একটি সার্টিফিকেট দিতে হয় যে সেটি একটি অর্থবিল। এবং লোকসভার স্পিকারের সেই সার্টিফিকেটসহ বিলটি রাজ্যসভায় প্রেরিত হয়।
▪ ষষ্ঠ : নির্ণায়ক ভোট ; পার্লামেন্টে কোন একটা বিষয়ে ভোট গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিলে স্পিকার বা অধ্যক্ষ সেই বিষয়টির উপর ভোর গ্রহণের নির্দেশ দিতে পারেন।সাধারণভাবে তিনি ভোট গ্রহণের সময় ভোটদান থেকে বিরত থাকলেও কোন একটা প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে যদি সমান সংখ্যক ভোট পড়ে এবং একটা নির্ণায়ক ভোটের প্রয়োজন হয়ে পড়ে, তখন স্পিকার সেই বিষয়টির একটি নির্ণায়ক ভোগ বা Casting Vote দিয়ে থাকেন। এক্ষেত্রে স্পিকারের সেই ভোটটিই ঠিক করে দেয় সেই বিষয়টির ভবিষ্যৎ কী হবে।।
▪ সপ্তম : পদত্যাগ পত্রের যথার্থ্যতা বিচারের ক্ষমতা ; লোকসভার কোনো সদস্য যদি নিজের পদ থেকে পদত্যাগ করতে চান তাহলে তাকে নিজের পদত্যাগ পত্র স্পিকারের কাছে জমা দিতে হয়। এবার স্পিকারের কাছে সেই ক্ষমতা থাকে যে তিনি সেই পদত্যাগ পত্র যাচাই করে দেখবেন যে সেটা আদতেও সেই সাংসদ ইচ্ছা করে লিখেছেন নাকি জোরপূর্বক তাকে লেখানো হয়েছে। যদি তিনি দেখেন সেটা জোরপূর্বক লেখানো হয়েছে তাহলে তিনি সেই পদত্যাগ পত্র অস্বীকার করেন।।
বিজ্ঞাপন
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সম্পূর্ণ সিলেবাসের সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উওরের পিডিএফ নোট খুবই কম দামে নেওয়ার জন্য যোগাযোগ করো 👇 +918388986727 নম্বরে
▪ অষ্টম রাষ্ট্রপতি এবং লোকসভার মধ্যে সংযোগ রক্ষা ; লোকসভার যাবতীয় খবরাখবর রাষ্ট্রপতিকে জানান স্পিকার। এছাড়াও রাষ্ট্রপতির বাণী, বার্তা, বক্তব্য, প্রভৃতি পার্লামেন্টের সম্মুখে লোকসভার স্পিকার পেশ করে থাকেন। এইভাবে স্পিকার রাষ্ট্রপতি এবং লোকসভার মধ্যে যোগসূত্র স্থাপন করেন।
▪ নবম : সদস্যদের অধিকার সংরক্ষণ সংক্রান্ত কার্যঃ লোকসভার সদস্যদের বিশেষ অধিকার সমূহ রক্ষা করার দায়িত্ব স্পিকারেই পালন করতে হয়। সভার কোন সদস্য কিংবা অন্য কোন ব্যক্তি সদস্যদের অধিকার ভঙ্গ কিংবা সভার অবমাননা করলে লোকসভার কক্ষের তিনি সংশ্লিষ্ট সদস্য বা ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
এছাড়াও, লোকসভার স্পিকারের গ্রেফতার সংক্রান্ত কিছু ক্ষমতা রয়েছে। পার্লামেন্ট চত্বরে পুলিশ যদি কোন সদস্যকে গ্রেপ্তার করতে চায়, তখনও অধ্যক্ষের অনুমতি ছাড়া লোকসভার কোনো সদস্যকে পুলিশ গ্রেপ্তার করতে পারে না।
☆ লোকসভার স্পিকার সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ☆
১) স্বাধীন ভারতের প্রথম লোকসভার স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মাভালাঙ্কর।
২) লোকসভার দ্বিতীয় স্পিকার ছিলেন এম.এ. আয়াঙ্গার।
৩) লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার।
৪) লোকসভার বতর্মান স্পিকার হলেন ওম বিরলা (২০২৪ পযর্ন্ত)
** আরও জানো ; মূখ্যমন্ত্রীর যোগ্যতা, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে A1 নোট
** যেকোনো ধরনের জিজ্ঞাসা থাকলে, সাহায্যের প্রয়োজনে, নোটস কেনার জন্য বা অন্যান্য কারণে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিম্নলিখিত উপায়ে।