গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসের 25+ MCQ প্রশ্ন উত্তর PDF

Ajit Rajbanshi
0
Glowing Floating Buttons


gupta-dynasty-related-26-mcq-questions-answers-pdf-in-bengali


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় : 'রাজনৈতিক বিবর্তন : শাসন কার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা' থেকে গুপ্ত বংশ বা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কিত 25+ MCQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। যারা ভবিষ্যতে চাকরির পরীক্ষা দেবে, তাদের জন্যেও কিন্তু আজকের এই Gupta Dynasty Related 25+ MCQ Questions Answers খুবই কাজে লাগবে।।

** আমাদের আরও অন্যান্য নোটস পেতে

▪ জয়েন করো আমাদের 👉 Telegram Channel 

▪ ফলো করো আমাদের 👉 Facebook Page 

▪ ফলো করো আমাদের👉 WhatsApp Channel


গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসের 25+ MCQ প্রশ্ন উত্তর || Gupta Dynasty : 25+ MCQ In Bengali

প্রশ্ন- গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উওর : গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত।

প্রশ্ন- কবে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল?

উওর : আনুমানিক ১৮৫ খ্রিস্টপূর্বাব্দে।

প্রশ্ন- শ্রীগুপ্ত কবে থেকে কোন সময় পর্যন্ত রাজত্ব করেছিলেন?

উওর : আনুমানিক ২৭৫ খ্রিস্টাব্দ থেকে ৩০০ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন।

প্রশ্ন- গুপ্ত সাম্রাজ্য কোন কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল?

উওর - গুপ্ত সাম্রাজ্য মূলত বাংলা এবং বিহারের কিছু অঞ্চল নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল।

প্রশ্ন- গুপ্ত সাম্রাজ্যে প্রথম সম্রাট কে ছিলেন?

উওর : শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের প্রথম সম্রাট।

প্রশ্ন- গুপ্ত বংশের প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা কে ছিলেন?

উওর : প্রথম চন্দ্রগুপ্ত।

প্রশ্ন- কুমার দেবী কে ছিলেন?

উওর : কুমারদেবী ছিলেন লিচ্ছবি রাজকন্যা এবং সেই সঙ্গে প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রী।

প্রশ্ন- মহারাজাধিরাজ কার উপাধি? অথবা মহারাজাধিরাজ উপাধি কে গ্রহণ করেছিলেন?

উওর : প্রথম চন্দ্রগুপ্ত।

প্রশ্ন- কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়?

উওর : সমুদ্র গুপ্তকে

প্রশ্ন- সমুদ্র গুপ্তকে, কে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছিলেন?

উওর : ঐতিহাসিক ডক্টর ভিনসেন্ট স্মিথ।

প্রশ্ন- সমুদ্রগুপ্তের পিতা কে ছিলেন?

উওর : সমুদ্র গুপ্তের পিতা ছিলেন সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত।

প্রশ্ন- গুপ্ত সাম্রাজ্যের কোন শাসক গ্রহণ পরিমোক্ষ নীতি প্রবর্তন করেছিলেন? 

উওর : সমুদ্র গুপ্ত

প্রশ্ন- সমুদ্রগুপ্তের পর গুপ্ত সাম্রাজ্যের সম্রাট কে ছিলেন?

উওর : সমুদ্রগুপ্তের পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

প্রশ্ন- গুপ্ত সাম্রাজ্যের যুগকে কি বলে অভিহিত করা হয়?

উওর : সুবর্ণ যুগ।

প্রশ্ন- গুপ্ত সাম্রাজ্যের সর্বশেষ শক্তিশালী সম্রাট কে ছিলেন?

উওর : সম্রাট স্কন্ধগুপ্ত।

প্রশ্ন- কোন গুপ্ত সম্রাট কে ভারতের রক্ষাকারী রাজা বলা হয়?

উওর : সম্রাট স্কন্ধগুপ্তকে।

প্রশ্ন- কোন ভারতীয় ঐতিহাসিক স্কন্ধ গুপ্তকে থেকে ভারতের রক্ষাকারী বলে অভিহিত করেছেন?

উওর : ভারতীয় ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার।

প্রশ্ন- গুপ্ত বংশের শেষ রাজা বা সম্রাট কে?

উওর : জীবিত গুপ্ত।

প্রশ্ন- কবে বা কখন গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটেছিল?

উওর : আনুমানিক ৫০০ খ্রিস্টাব্দের পর জীবিত গুপ্তের মৃত্যুর পর।

প্রশ্ন- স্কন্ধ গুপ্ত কাদের আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছিলেন?

উওর : বিদেশি হুনদের আক্রমণ থেকে।

প্রশ্ন- গুপ্ত সাম্রাজ্যের শাসনকালে কোন ধরনের বিবাহরীতি প্রচলিত ছিল?

উওর : অনুলোম এবং প্রতিলোম বিবাহ রীতি।

প্রশ্ন- গুপ্ত সাম্রাজ্যের কোন শাসক কবিরাজ উপাধি গ্রহণ করেছিলেন?

উওর : সমুদ্র গুপ্ত। 

প্রশ্ন- এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? অথবা এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে?

উওর : সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণের রচিত।

প্রশ্ন-  দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী কে ছিলেন?

উওর : বীরসেন

প্রশ্ন- কালিদাস কোন যুগের সাহিত্যিক ছিলেন? অথবা গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক কে ছিলেন?

উওর : কালিদাস গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন।

প্রশ্ন- গুপ্ত যুগে কোন চিনা পর্যটন ভারতে এসেছিলেন? বা হিউয়েন সাং কোন যুগে ভারতে এসেছিলেন?

উওর : প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্ন রয়েছে। হিউয়েন সাং গুপ্ত যুগে ভারতে এসেছিলেন। 

** আরও জানো👉 : মৌর্য সাম্রাজ্যের 25+ প্রশ্ন উওর

প্রশ্ন উওরের পিডিএফ ফাইলটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে। তাই সেখান থেকে ডাউনলোড করে নাও👇

▪ ক্লিক করো 👉 Telegram Channel 


Keywords Related To This Article : একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর | গুপ্ত সাম্রাজ্যের প্রশ্ন উওর 202র | গুপ্ত সাম্রাজের MCQ প্রশ্ন উওর পিডিএফ | Gupta Dynasty MCQ Questions Answers In Benali | Gupta Dynasty Short Questions Answers In Bengali 


Post a Comment

0Comments

Post a Comment (0)