দেয়ালের ছবি
প্রচলিত গল্প
১. এক বাক্যে উত্তর দাও:
১.১ দেয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছ?
উওরঃ জাদুঘরে।
১.২ অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত?
উওরঃ বনে জঙ্গলে এবং গুহায়।
১.৩ তখন তাদের কীভাবে দিন কাটত?
উওরঃ অনেক কাল আগে মানুষ দলবদ্ধভাবে শিকার করে, বনে জঙ্গলে ফল মূল খেয়ে জীবন কাটাতো।
২. এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো:
মবসয়স = সবসময় ; নকনেদিঅ = অনেকদিন ; লদেয়া = দেয়াল, রঅমকন্য = অন্যরকম ; মমছাছি = ছামছিম।
৩. শূন্যস্থান পূরণ করো:
৩.১ সে ছিল বড়ো সুখের দিন।
৩.২ এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো।
৩.৩ বাঘ বলল, এ আর এমন কী।
৩.৪ বলল, আমার ঠাকুরদা মস্ত শিকারি ছিলেন।
৩.৫ আমার বাবা তিনি, মানুষ ছাড়া আর কী হবেন?
৪. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো:
৪.১ দেয়ালের ছবিটি এঁকেছিল (শিকারি/শিকারির বাবা/শিকারির ঠাকুরদা/বাঘ)।
৪.২ অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল (ঘন বন/মরুভূমি/বড়ো বড়ো পাহাড়/বিশাল সমুদ্দুর)।
৪.৩ বনের পশুপাখিরা শিকারিকে (ভালোবাসত/ঘৃণা করত/ভয় পেত/উপহাস করত)।
৪.৪ গল্পের বাঘটি ভালো (গান গাইত/গল্প বলত/ছবি আঁকত/কথা বলত)।
৪.৫ শিকারি বাঘকে খেতে দিয়েছিল (গরম দুধ/মাংস/ঠান্ডা জল/চা)।
৫. বর্ণ বিশ্লেষণ করো:
▪ অনেকক্ষণ = অ+ ন + এ + ক + ক+ষ;+ অ + ণ ,
▪ পরিষ্কার = প+ ও + র + ই + ষ + ক + আ + র ,
• কথাবার্তা = ক+ অ + থ + আ + ব+ আ + র + ত + আ
▪ অন্যরকম = ,অ + ন + য + অ + র + অ + ক + অ + ম।
▪ নেকড়ে = ন + এ + ক + ড় + এ
৬. অর্থ লেখো:
আঁধার = অন্ধকার ; আপত্তি = না করা ; দাওয়া = উঠোন, লোটা = ঘটি / পাত্র ; ডাগর = প্রাপ্তবয়স্ক বা বড়ো।
৭. সমার্থক শব্দ লেখো ;
বিশাল = বড়ো , বাঘ = ব্যাঘ্র ; মজা = আনন্দ ;, ছবি = চিত্র ; বাবা = পিতা ; জল = বারি ; বন্ধু = মিত্র।
৮. বিপরীতার্থক শব্দ লেখো:
▪ অনেক = অল্প ; দিন = রাত ; ঘন= পাতলা ; সুখ=দুঃখ ; ঠান্ডা=গরম ; মস্ত = ক্ষুদ্র
৯. গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ আছে। একটি যেমন- বনে বনে। এরকম আরও দুটি জোড়া শব্দ খুঁজে নিয়ে লেখো।
উওরঃ ঘন ঘন এবং বড়ো বড়ো
১০. শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও:
▪ এই গাঁ শব্দের অর্থ গ্রাম এবং 'গা' শব্দের অর্থ শরীর
▪ তির = এই তির অর্থ ধনুকের তির অন্যদিকে এই তীর = বলতে নদী বা সমুদ্রের তীরকে বোঝানো হয়।
▪ বাড়ি = এর অর্থ থাকার ঘর অন্যদিকে ; বারি = শব্দের অর্থ হলো জল।
▪ জিভ = এখানে জিভ শব্দের অর্থ হল আমাদের স্বাদ গ্রহণকারী অঙ্গ অন্যদিকে জীব বলতে প্রাণীদের বোঝানো হয়।
▪ হতো = বলতে কোনো কিছুর 'হওয়া' বা ঘটাকে বোঝানো হয় অন্যদিকে 'হতো' বলতে মৃত অবস্থাকে বোঝানো হয়।
▪ এই বাক্যগুলিতে "চোখ" শব্দটি বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অর্থে ব্যবহৃত
১১. 'চোখ' শব্দটিকে পাঁচটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো।
উওরঃ 'চোখ' শব্দটি বাংলা ভাষায় বিভিন্ন অর্থে ব্যবহার করা যায়। এখানে পাঁচটি ভিন্ন ভিন্ন অর্থে "চোখ" শব্দটি ব্যবহার করে বাক্য রচনা করা হলো:
▪ দৃষ্টি ; কিছু কিছু মানুষের দৃষ্টি অত্যন্ত প্রখর হয়ে থাকে।
▪ পর্যবেক্ষণ ; ছাত্রদের মূল্যায়নের সময় শিক্ষক গভীরভাবে তাদের পর্যবেক্ষণ করেন।
▪ আকর্ষণ ; নতুন শিক্ষক সবার চোখ কেড়ে নিলেন।
▪ চাহনি ; মায়ের চাহনিতে সন্তানের প্রতি সবসময়ই ভালোবাসা থাকে।।
▪ পরিমাণ বা হিসাব ; বাবার চোখ এড়িয়ে সে চুপিচুপি বাড়ি থেকে বেরিয়ে গেলো।
১২. বাক্য রচনা করো ;
▪ চাষ = ভারতের প্রায় ৭৫ শতাংশ মানুষ চাষবাসের সঙ্গে যুক্ত।
▪ মেঝে = গ্রামের দিকে এখনো মেঝেতে না না চিত্র আঁকা হয়।
▪ আঁকা = প্রাচীনকালে মানুষ গুহার দেওয়ালে ছবি আঁকতেন।
▪ বিরাট = সকলের জীবনেই বিরাট স্বপ্ন থাকে।
▪ দেওয়াল = ভারতের বেশকিছু রাজ্যে মাটির দেয়াল চিত্র দেখা যায়।
১৫. সংক্ষেপে উত্তর দাও:
১৫.১ গল্পের শিকারিটি কীভাবে তার দিন কাটাত?
উওরঃ দেওয়ালের চিত্র গল্পটিতে শিকারি মূলত বনে থাকতো। সে সারাদিন বনে বনে ঘুরে বেড়াতো। বনের ফলমূল এবং পশু পাখির শিকার করেই দিন কাটাতো।
১৫.২ বনে শিকারির প্রিয় বন্ধুটি কে? তাকে সে একদিন কী প্রস্তাব দিল?
উওরঃ দেওয়ালি চিত্র গল্পে শিকারিত প্রিয় বন্ধু ছিল একটি বাঘ এবং শিকারি তার প্রিয় বন্ধু বাঘকে একদিন তার বাড়িতে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। এবং সেই প্রস্তাবে তার বন্ধু রাজিও হয়েছিল।
১৫.৩ উত্তরে তার বন্ধু তাকে কী বলল?
উওরঃ উত্তরে বাঘ বলেছিল 'এ আর এমন কী। যাওয়াই যায়। চলো এখনই যাই। বন্ধুর বাড়ি যাবো তাতে আর আপত্তি কী।
১৫.৪ গল্পে শিকারির ব্যাড়িটি কোথায়?
উওরঃ গল্পের শিকারির বাড়িটি ছিল বনের পথে। বন পেরিয়ে ছিল একটি মাঠ এবং সেই মাঠের পাশেই ছিল ফসলের জমি এবং তার পাশেই ছিল শিকারের বাড়ি।
১৫.৫ তার ঘর-বাড়ির চেহারা কেমন?
উওরঃ শিকারির বাড়িতে একটি ছোটো দাওয়া অর্থাৎ উঠোন ছিল। এবং সেই উঠনের পরেই ছিল শিকারির সুন্দর ছিমছাম ঘর।
১৫.৬ শিকারি তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কীভাবে করেছিল?
উওরঃ শিকারির বাড়িতে বন্ধু বাঘ আসার পরেই শিকারি লোটায় পড়ে পুকুরের ঠান্ডা জল পান করতে দিয়ে তার যত্ন নিয়েছিল।
১৫.৭ বাঘ হঠাৎ দেয়ালে কীসের ছবি দেখল?
উওরঃ বন্ধুর বাড়িতে আসার পর বাঘ দেওয়ালে একটি ছবি দেখেছিল যেখানে একজন শিকারি মানুষ রয়েছে এবং যার হাতে ছিল তীর ধনুক এবং তার নিচে মাটিতে শুয়ে রয়েছে একটি বাঘ।
১৫.৮ শিকারির মজা পাওয়ার কারণ কী?
উওরঃ দেওয়ালে থাকা ছবিটি রেখে বাঘ কিছুক্ষণের জন্য হয়তো হতভম্ব বা অবাক হয়ে গিয়েছিল। সেটা দেখেই শিকারি মজা পেয়েছিল।
১৫.৯ নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারি কোন কথা বাঘকে বলল?
উওরঃ বন্ধু বাঘকে শিকারী এটাই বলেছিলেন যে তার ঠাকুরদা মস্ত বড় শিকারী ছিলেন এবং তিনি বাঘ, নেকড়ে বা চিতা কাউকেই ভয় পেতেন না
১৫.১০ সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখাল না কেন?
উওরঃ বাঘের বন্ধুও একজন বাঘ শিকারি- এতে বাঘের কোনো বিশেষ আগ্রহ থাকার কথা নয়।
১৫.১১ বাঘের কোন কথা শুনে শিকারি অবাক হয়েছিল?
উওরঃ ছবিটি মানুষের দ্বারা আঁকা হয়েছে কিনা এই কথা শুনে শিকারি অবাক হয়েছিল?।
১৫.১২ দেয়ালের ছবিটির বিষয় কী ছিল? ছবিটি কোনো বাঘ আঁকলে, সেটির বিষয় কী হতো?
উওরঃ দেয়ালের ছবিটির বিষয় ছিল বাঘ শিকার।
Keyword Related To This Blog Post ; WB Class 3 Bangla Questions Answers | WB Class 3 Patar Bahar Proshno Uttor | Patar Bahar Questions Answers Class 3 | Class 3 Deyaler Chobi Goler Question Answer | তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর | ক্লাস 3 বাংলা প্রশ্ন উত্তর | ক্লাস 3 দেওয়ালের ছবি গল্পের প্রশ্ন উত্তর