নেপোলিয়নের রাশিয়া অভিযানের কারণ এবং ফলাফল

Ajit Rajbanshi
0

  

history-of-napoleon-and-his-russia-invasion


আজের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় : বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীউ সাম্রাজ্য ও জাতীয়তাবাদ (WBBSE Class 9 History 2nd Chapter) অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 'নেপোলিয়নের রাশিয়া অভিযান সম্পর্কে আলোচনা করো। নেপোলিয়নর রাশিয়া অভিযান ব্যর্থ হয়েছিল কেন?' তার উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। 

** আরও প্রচুর সংখ্যক প্রশ্ন উওর + সাজেশন পাওয়ার জন্য 👇

▪ জয়েন করতে পারো 👉 Telegram Channel 

▪ ফলো করো আমাদের 👉 Facebook Page 

▪ ফলো করো আমাদের👉 WhatsApp Channel

নেপোলিয়নের রাশিয়া অভিযান ;

ভূমিকাঃ 1807 খ্রিস্টাব্দে ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এবং এই সন্ধির মাধ্যমে রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক স্থাপিত হয়েছিল কিন্তু কিছু সময় পরেই মধ্যেই রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক ছিল তা শত্রুতায় পরিণত হয়।  যার ফলে নেপোলিয়ন বোনাপার্ট তার বিশাল গ্র্যান্ড আর্মি নিয়ে রাশিয়া আক্রমণ করেন। 

নেপোলিয়নের রাশিয়া আক্রমণের বা রাশিয়া অভিযানের কারণঃ 

নেপোলিয়ন বোনাপার্টের রাশিয়া আক্রমণের আক্রমণ করার পেছনে মূলত দুই থেকে তিনটি কারণ উল্লেখযোগ্য ছিল। যেমন- 

প্রথমতঃ নেপোলিয়নের রাশিয়া আক্রমণের প্রধান কারণ ছিল নেপোলিয়ানের বিরুদ্ধে রাশিয়ার অসন্তোষ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ। নেপোলিয়ন বোনাপার্ট ইংল্যান্ডকে আর্থিকভাবে দুর্বল করার জন্য যে মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, রাশিয়া সে মহাদেশীয় ব্যবস্থা অনুসরণ করতে গিয়ে বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কারণ রাশিয়া সরাসরিভাবে ইংল্যান্ডের উৎপন্ন পণ্যের উপর বাণিজ্যিক ভাবে নির্ভরশীল ছিল। কিন্তু নেপোলিয়নের মহাদেশীয় ব্যবস্থা মানতে গিয়ে রাশিয়ার সঙ্গে ইংল্যান্ডের সেই বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন হওয়ার ফলে রাশিয়ার ক্ষতি হয়।

দ্বিতীয়তঃ জার তুরস্ক আক্রমণ করে সেখানে নিজের আধিপত্য স্থাপন করতে চাইলে,সেই যুদ্ধের ক্ষেত্রে রাশিয়া নেপোলিয়নের কোনরূপ সাহায্য পায়নি। যুদ্ধক্ষেত্রে রাশিয়া নেপোলিয়নের কোন সাহায্য না পাওয়ায় নেপোলিয়নের বিরুদ্ধে তাদের ক্ষোভ জমতে শুরু করে।

তৃতীয়তঃ রাশিয়া নিজের স্বার্থের ক্ষেত্রে এবং অন্যদিকে নেপোলিয়নের স্বার্থসিদ্ধির জন্য ইংল্যান্ড,পারস্য সুইডেন প্রভৃতি দেশের বিরোধিতা করতে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতেও পিছুপা হয়নি। কিন্তু তাতেও রাশিয়া সেরকম কোনো লাভ হয়নি। এই সমস্ত কারণে রাশিয়া মূলত নেপোলিয়ন বোনাপার্টের বিরুদ্ধে চলে গিয়েছিল এবং রাশিয়ার,নেপোলিয়ন বোনাপার্টের বিরুদ্ধে চলে যাওয়াটা নেপোলিয়ন মোটেও পছন্দ করেননি। 

এরপরই নেপোলিয়ন বোনাপার্ট 1812 খ্রিস্টাব্দের 22 শে জুন তার গ্র্যান্ড আর্মি নিয়ে নিমেন নদী অতিক্রম করে রাশিয়া আক্রমণ করেন।


নেপোলিয়নের রাশিয়া অভিযানের ফলাফল ;

নেপোলিয়ন বোনাপার্ট তার নিজের এবং গ্র্যান্ড আর্মির অসীম সাহসিকতা এবং বীরত্বের উপর ভরসা করেই রাশিয়া আক্রমণ করেছিলেন। এবং তিনি রাশিয়াকে তার সামনে নেয়াতই তুচ্ছ ভেবেছিলেন। কিন্তু রাশিয়াকে তুচ্ছ ভাবনা তার সবচেয়ে বড় ভুল ছিল। কারণ নেপোলিয়ন বোনাপার্টের এই রাশিয়া আক্রমণ তার জীবনের সবচেয়ে বড় ভুল বলে প্রমানিত হয়েছিল। নেপোলিয়ন বোনাপার্টের রাশিয়া আক্রমণ সম্পূর্ণভাবে ব্যর্থ হয় এবং নেপোলিয়ন বোনাপার্টের গ্র্যান্ড আর্মি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এবং রাশিয়াকে জয় করার বদলে নেপোলিয়ন বোনাপার্ট নিজেই পরাজিত হয়ে তার দেশে ফিরে এসেছিলেন। 



নেপোলিয়নের রাশিয়া অভিযান বা আক্রমণের ব্যর্থ হয়েছিল কেন?

নেপোলিয়নের রাশিয়া আক্রমণ ব্যর্থ হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ লুকিয়ে ছিল। যেমন -

রাশিয়ার পোড়ামাটি নীতি অনুসরণঃ রাশিয়া এটা খুব ভাল করেই বুঝতে পেরেছিল যে,তারা যদি প্রত্যক্ষভাবে নেপোলিয়নের গ্র্যান্ড আর্মির সঙ্গে যুদ্ধ করে তাহলে তারা কখনোই গ্র্যান্ড আর্মিকে হারাতে পারবে না এবং তাদের পরাজয় নিশ্চিত। এজন্যই রাশিয়ার সেনাপতি কুটুজফ পোড়ামাটির নীতি অনুসরণ করেছিল এবং তাদের এই পোড়ামাটির নীতি অনুসরণ করেজ রাশিয়া গ্র্যান্ড আর্মির অনেক ক্ষতি করতে পেরেছিল। রাশিয়ার সেনাপতি ফ্রান্সের সেনাবাহিনীকে কোনো বাধা প্রদান না করেই রাশিয়ায় প্রবেশ করতে দেয়।

রূশ জারের নিষ্ক্রিয়তাঃ  নেপোলিয়ন বোনাপার্ট মস্কোতে প্রবেশ করার পর রাশিয়ার সৈন্যবাহিনী সঙ্গে তাদের যুদ্ধ হয়। নেপোলিয়ান 1812 খ্রিস্টাব্দে 14 সেপ্টেম্বর মস্কো দখলের পর সেখানে অগ্নি সংযোগ করেন। এবং মস্কো দখল করে তিনি রাশিয়ার জার এর কাছে আত্মসমর্পণের আহ্বান জানান। কিন্তু জার নেপোলিয়ানের এই আহ্বানের কোনো প্রতিক্রিয়াই জানান না। এবং এভাবেই সময় পেরিয়ে যেতে থাকে।।এভাবে সেপ্টেম্বর মাস পার হয়ে অক্টোবর মাস এসে পড়ায় রাশিয়ার প্রচন্ড শীত এবং তুষারপাতের শুরু হয়। এবং এই তুষারপাত ফরাসি বাহিনীকে সম্পূর্ণ ভাবে বিপর্যস্ত করে ফেলে।।

আশ্রয় এবং খাদ্যের অভাবঃ  নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি বিরুদ্ধে রাশিয়ার সেনাপতি পোড়ামাটির নীতি অনুসরণ করায় প্রথম থেকেই রাশিয়ায় খাদ্যের অভাব দেখা দিয়েছিল। এরপর মস্কো অধিকারের পর অক্টোবর মাসে রাশিয়ায় প্রচুর শীত এবং তুষারপাতের পর সেখানে আরও বেশি খাদ্যের অভাব দেখা যেতে শুরু করে। এই পরিস্থিতিতে নেপোলিয়ন এর গ্র্যান্ড আর্মির অনেক ক্ষতি হয়। প্রচন্ড শীত এবং খাদ্যের অভাবে গ্র্যান্ড আর্মি অনেক সৈন্য সেখানেই মারা যায়। 

সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ না করাঃ সবশেষে নেপোলিয়ান পরিস্থিতি বুঝে যখন দ্রুত দেশে ফেরার পরিকল্পনা করেন তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। নেপোলিয়ন বোনাপার্ট যখন তার গ্র্যান্ড আর্মি নিয়ে ফ্রান্সের ফিরে আসার সিদ্ধান্ত নেয় তখন হঠাৎ করেই রুশ বাহিনী নেপোলিয়নের ওপর আক্রমণ করে। এই আক্রমণে রুস বাহিনীর সঙ্গে ছিল কোজাক এবং কৃষকদের এক বিশাল বাহিনী। রাশিয়ার এই যৌথ আক্রমণের ফলে নেপোলিয়ানের লক্ষ লক্ষ সেনা সেখানেই প্রাণ হারায় এবং সবশেষে রাশিয়ার সীমা অতিক্রম করে দেশে ফিরে নেপোলিয়ন দেখতে পান যে, তার বিশাল বাহিনী সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে এবং গ্র্যান্ড আর্মিতে বর্তমানে মাত্র 30 থেকে 50 হাজার সৈন্য রয়েছে। এবং এভাবেই নেপোলিয়নের রাশিয়া অভিযান সম্পূর্ণভাবে একটি ভুল সিদ্ধান্তে বা অভিযানে পরিণত হয়।।

এটা পড়ো👉 ; টেনিস কোর্টের শপথের কারণ ও ফলাফল

** আরও পড়ো👉 : নেপোলিয়নের রাশিয়া অভিযানের কারণ ও ফলাফল

** এটাও পড়ো👉 : রেসর্জিমিন্টো কী?

Keywords Related To This Article ;

নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর 2024 | বিপ্লবী আদর্শ, নেপোলিয়ীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ অধ্যায়ের প্রশ্ন উওর 2024 | ক্লাস 9 ইতিহাস দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীউ সাম্রাজ্য ও জাতীয়তাবাদ | নবম শ্রেণির ইতিহাস অধ্যায়ের বড় প্রশ্ন উওর ২০২৪ | wb class 9 history 2nd chapter questions answers 2024 


Post a Comment

0Comments

Post a Comment (0)