টেনিস কোর্টের শপথ কী? টেনিস কোর্টের শপথের কারণ ও ফলাফল
WBBSE Class 9 History Chapter 1 : ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায় থেকে আজ 'টেনিস কোর্টের শপথ কী অথবা টেনিস কোর্টের শপথ কাকে বলে? টেনিস কোর্টের শপথ গ্রহনের কারণ বা প্রেক্ষাপট এবং টেনিস কোর্টের শপথের গুরুত্ব বা ফলাফল' পোস্ট করা হলো।
প্রশ্নঃ টেনিস কোর্টের শপথ কী?
উওরঃ ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন ফ্রান্সের জাতীয় সভার অধিবেশন কক্ষে যখন তৃতীয় শ্রেণীর সদস্যরা ঢুকতে যায়, তখন তারা সেখানে গিয়ে দেখেন যে, অধিবেশন কক্ষের দরজা বন্ধ রয়েছে। এই কাজের দ্বারা তাদের বুঝিয়ে দেওয়া হয় যে, তাদের সেই কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। এই ঘটনায় ক্ষুব্ধ হন। এবং এরপর তৃতীয় শ্রেণীর প্রতিনিধি মিরাবো এবং অ্যাবোসিয়াসের নেতৃত্বে তৃতীয় শ্রেণীর প্রচণ্ড ক্ষুব্ধ সদস্যরা অধিবেশন কক্ষের পার্শ্ববর্তী একটি জায়গা 'টেনিস কোর্টে' সমবেত হয়ে বিভিন্ন শপথ গ্রহণ করেন যা, টেনিস কোর্টের শপথ নামে পরিচিত।।
টেনিস কোর্টের শপথ গ্রহণের মাধ্যমে তৃতীয় শ্রেণীর সদস্যরা যে সমস্ত শপথ গ্রহণ করেছিল, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো-
ফ্রান্সের জন্য নতুন সংবিধান তৈরিঃ টেনিস কোর্টের মাঠে শপথ গ্রহণ করার মাধ্যমে তৃতীয় শ্রেণীর সদস্যরা এই শপথ গ্রহণ করেছিল যে, ফ্রান্সের জন্য নতুন সংবিধান রচনা না হওয়া পর্যন্ত তারা জাতীয় সভা ত্যাগ করবে না। তৃতীয় শ্রেণির সদস্য এমন একটি নতুন সংবিধান তৈরি করতে চেয়েছিল যে সংবিধান হবে তাদের স্বার্থে এবং সেখানে তাদের স্বার্থ রক্ষিত হবে।
রাজার বিরোধীতাঃ তৃতীয় শ্রেণীর সদস্যরা চেয়েছিল যে জাতীয় সভা যেন বন্ধ না হয়। এজন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছিল যে, রাজা জাতীয় সভা বন্ধ ঘোষণা করলেও তৃতীয় শ্রেণির সদস্যরা তা স্বীকার করবে না বা মেনে নেবেনা।
প্রতিনিধি নির্বাচনঃ তৃতীয় শ্রেণির সদস্যরা বেইলী নামক ব্যক্তিকে সভাপতি নির্বাচন করে সংবিধান রচনার কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বুর্জোয়া শ্রেণি টেনিসকোর্টের শপথনামার দ্বারা বিপ্লবের সূচনা করেন বলে মনে করা হয়। লোরেনের এক প্রতিনিধি বলেন, “যুদ্ধ শুরু হয়ে গেছে, প্রকৃতপক্ষে রাজা ও প্রজায় প্রকাশ্য সংঘর্ষ এখান থেকেই শুরু হল।”
টেনিস কোর্টের শপথ গ্রহণের কারণ অথবা টেনিস কোর্টের শপথ গ্রহণের প্রেক্ষাপটঃ
ফ্রান্সে সুদীর্ঘ ১৭৫ বছর ধরে ভার্সাই শহরর জাতীয় মহাসভার অধিবেশন বসে। কিন্তু কিছু সময় ধরেই স্টেট জেনারেলের সদস্যদের ভোটাধিকার সংক্রান্ত বিষয়টি নিয়ে নানা সমস্যার সৃষ্টি হয়। অভিজাত এবং যাযক সম্প্রদায় চেয়েছিল শুধুমাত্র তাদের মাধ্যমে ভোটাধিকার হোক এবং তৃতীয় সম্প্রদায় চেয়েছিল যে মাথাপিছু ভোটাধিকার হোক।। ষোড়শ লুই এর শাসনকালে ফ্রান্সে বিপুল পরিমাণ অর্থ সংকট দেখা দেয়। এই অর্থ সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য ষোড়শ লুই জাতীয় মহাসভা বা স্টেট জেনারেল অধিবেশন আহ্বান করেছিলেন।
কিন্তু তৃতীয় সম্প্রদায় মূল বিষয় নিয়ে কথা না বলে নতুন বিষয় নিয়ে কথা বলে এবং স্টেট জেনারেলকে জাতীয় পরিষদ ঘোষণা করে। তাঁর দাবি করেছিল যে যেকোনো ধরনের কর ধার্য করার অধিকার শুধুমাত্র তাদের রয়েছে। এবং তাদের দাবি ছিল মাথাপিছু ভোটাধিকার হোক। তৃতীয় শ্রেণীর সদস্যদের এসমস্ত দাবি এবং ফ্রান্সের অর্থসংকটের নিয়ন্ত্রণ করার জন্য সম্রাট ষোড়শ লুই ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন স্টেট জেনারেল অথবা জাতীয় সভার অধিবেশনের দরজায় তালা লাগিয়ে দেন। যাতে তৃতীয় শ্রেণীর সদস্যরা সেখানে প্রবেশ করতে না পারে।। এবং যখন তৃতীয় শ্রেণীর সদস্যরা দেখে যে স্টেট জেনারেলের দরজা বন্ধ, তখন তারা মিরাবো এবং অ্যাবেসিয়াসের নেতৃত্বেই টেনিস কোর্টের শপথ গ্রহণ করেন।।
টেনিস কোর্টের ফলাফল ও গুরুত্বঃ
তৃতীয় শ্রেণীর সদস্যদের টেনিস কোর্টের মাঠে বসে যে শপথ গ্রহণ করেছিল, সেই শপথের মূলত কোনো জোরালো ফলাফল ছিল না।
• রাজতন্ত্র ও সুবিধাভােগী শ্রেণির উপর প্রবল আঘাত হানলেও এই ঘটনা সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কোনও বৈপ্লবিক পরিবর্তন আনতে পারেনি।
• স্টেট জেনারেলে তিন সম্প্রদায়ের মিলন ঘটলেও বাস্তবে সাধারণ সমাজে সেরকম ভাবেও তাদের মিলম ঘটেনি।
• এই ঘটনার পরেও অভিজাত সম্প্রদায় তাদের সঙ্গে কোনওপ্রকার বােঝাপড়ায় আসার জন্য মোটেও তৈরি ছিল না।
• অন্যদিকে রাজা ষোড়শ লুইও এই ঘটনা মেনে নিতে পারেন নি। তিনি সৈন্য সমাবেশ করে শক্তি পরীক্ষার জন্য তৈরি হচ্ছিলেন। তৃতীয় সম্প্রদায়ের দাবিগুলির প্রতি তার অনমনীয় মনােভাব পরিস্থিতি জটিলতর করে তােলে।
তিনি যদি তৃতীয় শ্রেণির সঙ্গে সমঝােতা করে চলতে পারতেন বা তাদের সহযােগিতা নিয়ে অভিজাত সম্প্রদায়কে কোণঠাসা করতে পারতেন, তাহলে ফরাসি বিপ্লবের ইতিহাস অন্যরকম হত। ডেভিড টমসন বলেন যে, রাজা যদি একটু বিপ্লবী হতেন, তাহলে তিনি এই জটিলতা থেকে উদ্ধার পেতেন।
** আরও পড়ো👉 : নেপোলিয়নের রাশিয়া অভিযানের কারণ ও ফলাফল
** এটাও পড়ো👉 : রেসর্জিমিন্টো কী?
Keywords Related To This Article :
ক্লাস 9 ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক বড় প্রশ্ন উওর 2024 | ক্লাস 9 ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উওর 2024 | WB Class 9 History First Chapter Questions Answers 2024