WBCHSE Class 11 History 2nd Chapter : আদিম মানব থেকে প্রাচীন সভ্যতার সমূহের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 'হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার পরিচয়, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য এবং হরপ্পা সভ্যতার পতনের কারণ' সম্পর্কে একটি সুন্দর নোট আজকের এই ব্লগ পোস্টে তোমাদের জন্য শেয়ার করবো।
হরপ্পা সভ্যতার সংক্ষিপ্ত পরিচয় :
ভূমিকা : ভারত তথা বিশ্বের প্রাচীন সভ্যতা গুলির মধ্যে হরপ্পা সভ্যতার অন্যতম। আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 অব্দ নাগাদ হরপ্পা সভ্যতার উত্থান ঘটে এবং প্রায় 1500 অব্দ নাগাদ হরপ্পা সভ্যতার পতন ঘটে। হরপ্পা সভ্যতা একটি প্রাচীন সভ্যতা হওয়া সত্বেও, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ছিল যথেষ্ট আধুনিক মানের।
** আরও প্রচুর সংখ্যক প্রশ্ন উওর + সাজেশন পাওয়ার জন্য 👇
▪ জয়েন করতে পারো 👉 Telegram Channel
হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার পরিচয় || হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য গুলি কী কী ছিল?
▪ জীবনযাত্রার সাদৃশ্য : হরপ্পার সভ্যতার বিভিন্ন নগরগুলোতে বসবাসকারী মানুষের জীবনযাত্রা মোটামুটি ভাবে একই ছিল। বিভিন্ন নগরের রাস্তাঘাট,,বাড়িঘর, নগর পরিকল্পনা দেখলেই একথা অনুমান করা যায়।
▪ হরপ্পা সভ্যতার বাড়িঘর : হরপ্পা সভ্যতার বাড়ি ঘর ছিল অনেকটাই আধুনিক। হরপ্পার বাড়িঘর গুলি তৈরি করা হতো মূলত আগুনে পোড়ানো ইটের মাধ্যমে। এক্ষেত্রে হরপ্পার বড় এবং উঁচু বাড়ি গুলো ছিল উচ্চবিত্ত ধনী ব্যক্তিদের এবং আয়তনে ছোট এবং নীচু বাড়ি গুলি ছিল মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত বা সাধারণ মানুষের জন্য।
▪ উন্নত রাস্তাঘাট : হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার ক্ষেত্রে রাস্তাঘাট ছিল খুবই উন্নত। হরপ্পার সভ্যতার রাস্তাঘাট বানানো হতো পাথর,চুন-সুরকির মাধ্যমে। যা নাগরিকদের যাতায়াত, পণ্য পরিবহন, এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষ সাহায্য করতো।
▪ পরিষ্কার-পরিচ্ছন্নতা : হরপ্পা নগরে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হতো। হরপ্পায় রাস্তাঘাটের পাশে ডাস্টবিন রাখা হতো যাতে রাস্তাঘাটের ময়লা পরিষ্কার করে সেই ডাস্টবিনে রাখা যায়। পথচারী ব্যক্তিরা যাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় নিজেদের ব্যবহৃত কোনো নোংরা আবর্জনা, যেখানে সেখানে না ফেলে সে ডাস্টবিনে ফেলতে পারে। এবং এভাবে ডাস্টবিন রাখার ফলে হরপ্পা সভ্যতার রাস্তাঘাট গুলো ছিল যথেষ্ট পরিষ্কার-পরিচ্ছন্ন।
এছাড়াও হরপ্পা সভ্যতার আধুনিক নগর জীবনের ক্ষেত্রে ছিল -
• হরপ্পা সভ্যতায় বিশেষ স্নান ঘরের ব্যবস্থা ছিল।
• হরপ্পা সভ্যতায় কৃষিক্ষেত্রে উৎপন্ন বিভিন্ন শস্য সংরক্ষণের জন্য শস্যাগাএ তৈরি করা হতো।
• হরপ্পা সভ্যতায় নগরের নিরাপত্তার জন্য এটি বিশেষ নগর দুর্গ তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়।
হরপ্পা সভ্যতার পতনের কারণ কী ছিল?? | হরপ্পা সভ্যতার পতনের পশ্চাতে কী কী কারণ কাজ করেছিল?
আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দ পর্যন্ত টিকে থাকা হরপ্পা সভ্যতা পতনের আসল কারণ কী তা সঠিকভাবে এখন জানা সম্ভব হয়নি। কিন্তু হরপ্পা সভ্যতার পতনের কারণ কী অথবা হরপ্পা সভ্যতার পতনের পশ্চাতে কী কী কারণগুলি কাজ করেছিল,সেই সম্পর্কে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা তাদের নিজেদের মতো করে ধারণা দিয়েছেন। যেমন -
▪ জলবায়ুর পরিবর্তন : মর্টিমার হুইলার মনে করেন,একসময় হরপ্পার অর্থাৎ সিন্ধু নদীর উপত্যকায় প্রচুর বৃষ্টিপাত হতো বলে হরপ্পা সভ্যতার জলবায়ু ছিল মনোরম প্রকৃতির। কিন্তু পরবর্তীকালে নানা প্রাকৃতিক কারণে হরপ্পার জলবায়ু মানুষের বসবাসযোগ্য ছিল না। প্রতিকূল জলবায়ু হয়ে পড়ায় ধীরে ধীরে হরপ্পা সভ্যতার পতন ঘটে।
▪ ভূমিকম্প : মনে করা হয় যে হরপ্পা সভ্যতার পতনের পিছনে মূল কারণ ছিল এক ভয়ানক ভূমিকম্প। মনে করা হয় ভূমিকম্পের জন্যই সমস্ত হরপ্পা সভ্যতা হঠাৎ মাটির নিচে চলে গিয়েছিল। এবং হঠাৎ করেই হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল।
▪ বন্যা : অনেক ঐতিহাসিক মনে করেন যে,সিন্ধু নদের অতি বন্যার ফলে হরপ্পার নাগরিক দের নানা সমস্যার সৃষ্টি হয়েছিল। বন্যার ফলে হরপ্পা নগর গুলিতে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতো যার ফলে নগরে বসবাসকারী বাসিন্দারা হরপ্পা ছেড়ে অন্য কোথাও চলে যায়। এম.আর. সোহানী এ প্রসঙ্গে বলেছেন - 'প্লাবনই হরপ্পা সংস্কৃতিকে ভাসিয়ে নিয়ে গেল'.
▪ খরা : হরপ্পা সভ্যতায় ইট তৈরি করার জন্য প্রচুর পরিমাণে বনভূমি ধ্বংস করা হতো। খুব বেশি পরিমাণ বনভূমি ধ্বংস করায় সেখানে বৃষ্টিপাত কমে যায়। যার ফলে সেখানে কৃষি কাজে ব্যাপক পরিমাণে ক্ষতি হতে থাকে এবং একসময় কৃষি কাজ সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যাওয়ায়,হরপ্পার বাসীরা হরপ্পা সভ্যতা ছেড়ে অন্য কোথাও চলে যায়।
▪ মরুভূমি প্রসার : হরপ্পা সভ্যতায় ইট তৈরি করার জন্য প্রচুর পরিমাণে কাঠের প্রয়োজন হতো। এবং এই কাঠ সংগ্রহ করা হতো বনভূমি থেকে। একসময় অত্যাধিক পরিমাণে বনভূমি ধ্বংস করার ফলে হরপ্পা সভ্যতায় ধীরে ধীরে মরুভূমি প্রসার ঘটতে থাকে। এবং এভাবেই হরপ্পা সভ্যতার পতন ঘটে।
▪ বহিরাক্রমণ : অনেকে হরপ্পা সভ্যতার পতনের মূল কারণ হিসেবে বহিরাক্রমণকে দায়ী করেন। হরপ্পা সভ্যতার খনন কাজের সময় সেখানে বিভিন্ন স্থানে ইতস্তত মানুষের কঙ্কাল পাওয়া গেছে। যা থেকে এটা অনুমান করা হয়,যে- একসময়ে হরপ্পায় বহিরাক্রমণ হয়েছিল। এবং সেই বহিরাক্রমণ জন্যই হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল।
উপসংহার, আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দ পর্যন্ত টিকে থাকা ভারত তথা বিশ্বের এক প্রাচীন সভ্যতা- "হরপ্পা সভ্যতা" উপরিক্ত নানা কারণ গুলি ছাড়াও, আরো অন্যান্য কারণে তার পতন ঘটেছিল।
আরও পড়ো👉 : নদীমাতৃক সভ্যতার উপর সেরা নোট
Keyword Related To This Article :
What Were The Characteristics Of The Harappan Civilization In Bengali ? Characteristics Of Urban Planning Of The Harappan Civilization In Bengali | What were The Causes Of The Decline Of The Harappan Civilization In Bengali | হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার পরিচয় দাও | হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য গুলি কী কী | হরপ্পা সভ্যতার পতনের কারণ কী