লীলা নাগ (রায়) স্মরণীয় কেন? || কে, কবে এবং কেন দিপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন?

Ajit Rajbanshi
0

  

লীলা নাগ (রায়) স্মরণীয় কেন? || কে, কবে এবং কেন দিপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন?

লীলা নাগ (রায়) স্মরণীয় কেন? || কে, কবে এবং কেন দিপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন?

উওর ; ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে কয়েকজন নারীর নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, তাদের মধ্যে লীলা নাগ (রায়) হলেন একজন। লীলা নাগ ছিলেন ভারতের প্রথম ছাত্রী সংগঠন 'দিপালী ছাত্র সংঘের' প্রতিষ্ঠাতা। তবে লীলা নাগ যে শুধুমাত্র ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তা নয়। তিনি একাধিক ক্ষেত্রে নিজের অবদানে রেখে গেছেন। যেমন-

▪ প্রথমত, তিনিই ছিলেন প্রথম মহিলা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেছিলেন। 

▪ তবে লীলা নাগের স্মরণীয় হয়ে থাকার পেছনে সবচেয়ে বড় কারণ হলো ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের যুক্ত করার জন্য,১৯২৩ খ্রিস্টাব্দের ঢাকায় দিপালী সংঘ নামক একটি নারী সংগঠনের প্রতিষ্ঠা করা।

▪ দিপালী সংঘ প্রতিষ্ঠা করে তিনি সেখানে নারীদের প্রশিক্ষণ দিয়ে ভারতের জাতীয় মুক্তি আন্দোলনে বা ভারতের স্বাধীনতা আন্দোলনে যুক্ত করার কাজ করেছিলেন। 

▪ লীলা নাগ নারীদের স্বনির্ভর ওয়ার বিষয়ে ভেবে তিনি মেয়েদের হাতের কাজ,শিল্প ও অন্যান্য কারিগরি কাজের প্রদর্শনের জন্য ১৯২৪ খ্রিস্টাব্দে দিপালী শিল্প প্রদর্শনী চালু করেছিলেন। 

▪ এছাড়াও তিনি নারী শিক্ষার জন্য দিপালী স্কুল, নারী শিক্ষামন্দির এবং শিক্ষা ভবন নামক ইংরেজি উচ্চ বিদ্যালয় স্থাপন করেছিলেন। ১৯৩১ খ্রিস্টাব্দে প্রকাশিত জয়শ্রী নামক পত্রিকাটিও তিনি প্রকাশ করেন।

▪ সবশেষে তিনি নিজের সবচেয়ে বড় অবদান রেখে গেছেন, স্বাধীনতার পর ভারতীয় গণপরিষদের যোগ দিয়ে ভারতীয় সংবিধান রচনায় অংশ নিয়ে।

উপসংহার ; নারীদের ভারতের স্বাধীনতা সংগ্রামে যুক্ত করা থেকে তাদের স্বনির্ভর হতে সেখানো, নারী শিক্ষার প্রসার ঘটানো এবং ভারতীয় গণপরিষদে যোগ দিয়ে সংবিধান রচনায় নিজের এতো বড় অবদান রেখে যাওয়ার জন্য লীলা নাগ ভারতীয়দের মধ্যে চীর স্মরণীয় হয়ে আছেন। 


এটা দেখো👉 : মাধ্যমিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50+ MCQ প্রশ্ন উওর

** ক্লিক করো👉 : নব্যবঙ্গ গোষ্ঠীর সম্পূর্ণ ইতিহাস 

এটাও দেখো👉 : ২০২০ ইতিহাস প্রশ্নপত্রের সমাধান

** ক্লিক করো 👉 : ২০১৭ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র

*** এটাও পড়ে দেখো👉 : ২০১৭ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্রের সমাধান 


▪ জয়েন করুন আমাদের 👉 Telegram Channel 
▪ ফলো করুন👉 Facebook Page 

▪ ফলো করুন আমাদের👉 WhatsApp Channel


Post a Comment

0Comments

Post a Comment (0)