প্রশ্নের উওর, PDF সহ : 2017 Madhyamik Geography Question Paper

Ajit Rajbanshi
0

 

2017-madhyamik-bhugol-question-paper-with-answer

আজকের এই ব্লগ পোস্টে আমরা মাধ্যমিক ২০১৭ ভূগোল প্রশ্নপত্রের PDF ফাইল শেয়ার করবো। 2017 Madhyamik Geography or Madhyamik Bhugol Question Paper PDF যাদের দরকার তাদের জন্য আজকের এই পোস্ট। ২০১৭ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্রের সমাধান হিসাবে নিম্নে MCQ, SAQ প্রশ্নগুলোর উওর করে দেওয়া হলো। বাকি 2, 3 এবং 5 মার্কের প্রশ্নের উত্তর তোমরা যদি পেতে চাও তাহলে তোমরা আমাদের Som's Classroom- Madhyamik Geography / Bhugol PDF Notes খুবই স্বল্পমূল্যে কিনে নিতে পারে। আমাদের  মাধ্যমিক ভূগোল PDF নোটে ২০১৭,১৮,১৯,২০,২২ এর প্রশ্নপত্রেরও সকল উওর রয়েছে। তাই আজই আমাদের নোট সংগ্রহ করতে যোগাযোগ করো +918388986727 নম্বরে।


2017 Madhyamik Geography Question Paper MCQ || 2017 মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্রের MCQ

বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
(1) যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে-
(a) বহির্জাত প্রক্রিয়া (b) অন্তর্জাত প্রক্রিয়া,
(c) গিরিজনী আলোড়ন, (d) মহিভাবক আলোড়ন।

(ii) লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয়প্রক্রিয়াটি হল-
(a) অবঘর্ষ ক্ষয়, (b) ঘর্ষণ ক্ষয়,
(c) জলপ্রবাহ ক্ষয়, (d) দ্রবণ ক্ষয়।

(iii) হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল-
(a) হাইড্রোজেন স্তর, (b) হিলিয়াম স্তর,
(c) পারমাণবিক অক্সিজেন স্তর, (d) আণবিক নাইট্রোজেন স্তর।

(iv) যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তা হল।-
(a) থার্মোমিটার, (b) ব্যারোমিটার
(c) হাইগ্রোমিটার, (d) অ্যানিমোমিটার।

(v) এল নিনোর প্রভাব দেখা যায়-
(a) আটলান্টির মহাসাগরে, (b) প্রশান্ত মহাসাগরে

(c) ভারত মহাসাগরে, (d) সুমেরু মহাসাগরে।

(vi) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেযে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে-
(a) ভরা কোটাল, (b) মরা কোটাল,
(c) পেরিজি, জোয়ার, (d) অ্যাপোজি জোয়ার।

(vii) বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল-
(a) বর্জ্যের পুনর্ব্যবহার, (b) বর্জ্যের পুনর্নবীকরণ,
(c) বর্জ্যের পরিমাণগত হ্রাস (d) সবগুলিই প্রযোজ্য।

(vii) ভারতের নবীনতম রাজ্যটি হল-
(a) উত্তরাখন্ড, (b) তেলেঙ্গানা,
(c) ছত্তিশগড়, (d) গোয়া।

(ix) উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল-
(a) কালবৈশাখী, (b) আঁধি,
(c) পশ্চিমি ঝঞ্ঝা,(d) লু।

(x) ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পশ্চতি হল-
(a) জলসেচ, (b) ঝুমচাষ,
(c) ফালিচাষ, (d) পশুচারণ।

(xi) ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল-
(a) মহারাষ্ট্র, (b) উত্তরপ্রদেশ,
(c) বিহার, (d) পশ্চিমবঙ্গ

(xii) ভারতের 'সিলিকন ভ্যালি' বলা হয়-
(a) চেন্নাইকে (b) বেঙ্গালুবুকে,
(c) কলকাতাকে, (d) দিল্লিকে।

(xiii) ভারতে দীর্ঘতম জাতীয় সড়কটি হল-
(a) 1 নং জাতীয় সার (b) 2 নং জাতীয় সড়ক,
(c) 6 নং জাতীয় সড়ক, (d) 7 নং জাতীয় সড়ক।

(xiv) 15'×15' অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল (RF) হল-
(a) 1:2,50,000, (b) 1:1,00,000,
(c) 1: 50,000, (d) 1:25.0001


Madhyamik 2017 Geography Question Paper- SAQ || 2017 মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্রের SAQ

2.A. নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো: (যে-কোনো ছটি প্রশ্নের উত্তর দাও) 1×6=6

(i) বার্খান বালিয়াড়ি থেকে সিফ বালিয়াড়ি সৃষ্টি হয়। (শু)

(ii) ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। (শু)
(iii) ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়।
(অ)

(iv) সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে। (শু)
(v) ভারতে অধিকাংশ ধান শীতকালে রবিশস্য হিসেবে চাষ করা (অ)
(vi) ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ। (অ)
(vii) উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়। (অ)


৪. উপযুক্ত শব্দ বসিরে শূন্যচধান পূরণ করো: (যে-কোনো ছটি প্রশ্নের উত্তর দাও)

(i) বিভিন্ন ধরনের বহিজাত শস্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে,______বলে। (পর্যায়ন।)

(ii) হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি বালি কাঁকর ইত্যাদি সন্দিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাকা শৈলশিরার মতো ভূমিরূপকে______ বলে। (এসকার)
(iii) কোনো স্থানের উন্নতা-বৃষ্টিপাত লেখচিত্রে উন্নতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ____গোলার্ধে অবস্থিত। (দক্ষিণ)
(iv) পৃথিবীর ____বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। (কেন্দ্রবহির্মূখী)
(vi) দেবপ্রয়াগে ভাগীরথী ও _______নদীর মিলনে গঙ্গানদীর সৃষ্টি হয়েছে। (অলকানন্দা)
(v) শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এয়ার কন্ডিশনার) ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে____ গ্যাস নির্গত হয়। (CFC)
(vil)_____শহরকে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়। (কোয়েমবাটুর)


৫. একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে-কোনো ছটি)
(i) যে উচ্চভূমি দুটি নদী অবস্থাকে পৃথক করে তার নাম লেখো
উওর : জলবিভাজিকা

(ii) সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত?

উওর : 100%
(iii) ক্রান্তীয় সমুদ্রে কোন্ ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয়?

উওর : উষ্ণ
(iv) প্লাস্টিক কোন ধরনের বর্জ্য?

উওর : জৈব অভঙ্গুর। 
(v) ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? 

উওর : খারদুংলা
(vi) পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত?

উওর : সুন্দরবনে।
(vii) ভারতের কোন্ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?

উওর : কৃষ্ণ বা রেগুর মৃওিকা।

(vii) কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতা যুক্ত করা হয়েছে?

উওর : সোনালী চতুর্ভুজ


Madhyamik 2017 Bhugol Question Paper- 2 মার্কের প্রশ্ন

3. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও.

নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)

(i) পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়? অথবা,
বার্গস্রুণ্ড কী?
(ii) জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
অথবা, বানডাকা কী? 
(iii) বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো?
অথবা,
বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে?
(iv) মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও
অথবা,
সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। 

(v) জীবিকাসত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো? অথবা,
তথ্যপ্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও।
(vi) জিওস্টেশনারি উপগ্রহ কী?
অথবা,
দূর সংবেদন কী?


2017 মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্রের 3 মার্কের প্রশ্ন

4. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)

(i) মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন?
অথবা,
সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো। 

(ii) জেবভঙ্গুর বর্জা এবং জৈব-অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য করো।
অথবা,
বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী?
(iii) পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ সংক্ষেপে আলোচনা করো।
অথবা,
ভারতে নগরায়ণের প্রধান তিনটি সমস্যা উল্লেখ করো।
(iv) উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার আলোচনা করো।
অথবা,
ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে ব‍্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো।


2017 মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্রের 5 মার্কের প্রশ্ন

5. A. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

(i) শুরু-অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা।
(ii) বায়ুমন্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো।
(iii) পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো.
(iv) বিশ্ব উন্নায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো।

5.B. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

(i) ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো।
(ii) ভারতে ইক্ষুচাষের অনুকুল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
(iii) প্রশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো।
(iv) ভারতের জনসংখ্যা বণ্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো।

** তোমরা যদি মাধ্যমিক ভূগোল ২০১৭ প্রশ্নপত্রের সকল ২,৩ এবং ৫ মার্কের প্রশ্নগুলোর উওর পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের কাছে মাধ্যমিক ভূগোল সম্পূর্ণ সিলেবাসের প্রতিটা অধ্যায়ের প্রচুর সংখ্যক প্রশ্ন উওরের PDF নোট রয়েছে। নোট নেওয়ার জন্য যোগাযোগ করো +918388986727 নম্বরে। 


6. প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি
(i) নীলগিরি পর্বত,
(ii) তান্তী নদী,
(iii) বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল,
(iv) পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল,
(v) পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল,
(vi) ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র,
(vii) ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল,
(viii) ভারতের হাইটেক বন্দর,
(ix) পূর্বভারতের একটি মহানগর,
(x) দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমান বন্দর।

** ক্লিক করো এখানে👉 : মাধ্যমিক ২০২০ ইতিহাস প্রশ্নপত্র

*** এটাও দেখো 👉 ; ২০১৭ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্রের সমাধান

** 2017 মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্রের PDF ফাইলটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। 👇
▪ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন👉 Telegram Channel 

▪ ফলো করুন আমাদের👉 WhatsApp Channel

Post a Comment

0Comments

Post a Comment (0)