2025 উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ 53+ MCQ প্রশ্ন উওর

Ajit Rajbanshi
0

  

54টি উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান MCQ প্রশ্ন উওর 2024 || HS Political Science MCQ Question Answer and Suggestion 2024

HS Political Science 50+ MCQ Questions Answers ; 2025 সালের উচ্চমাধ্যমিক পরিক্ষার জন্য, এবছরের সিলেবাসের সমস্ত চ্যাপ্টার থেকে 2025 উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের 54 টি MCQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।। আজকের এই Uccha Madhyamik Political Science MCQ Questions Answers গুলো তোমাদের পরিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই পারলে এই প্রশ্ন উওর গুলো খাতায় নোট করে নিও।।


54টি উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান MCQ প্রশ্ন উওর 2025 || HS Political Science MCQ Question Answer And Suggestion 2025

বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

(i) একজন কাঠামোবাদী তাত্ত্বিক হলেন-

(a) জন রস, (b) আন্দ্রে গুন্ডার ফ্রাংক, (c) ই. এইচ. কার, (d) অমর্ত্য সেন

উওর ; (b) আন্দ্রে গুন্ডার ফ্রাংক,


(ii) আন্তর্জাতিক শাস্ত্র একটি-

(a) স্থিতিশীল শাস্ত্র, (b) গতিশীল শাস্ত্র,(c) a ও b উভয়,(d) কোনোটিই নয়

উওর ; (b) গতিশীল শাস্ত্র।


(ii) উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব ধারাটি কাদের?

(a) মার্কস বাদীদের,(b) আদর্শবাদের,(c) বাস্তববাদীদের,(d) উদারনীতিবাদের

উওর ; (a) মার্কস বাদীদের।


(iv) হিন্দ স্বরাজ গ্রন্থটি লেখক কে?

(a) সরোজিনী নাইডু, (b) নেহেরু, (c) মোহনদাস করমচাঁদ গান্ধী, (d) গোপালকৃষ্ণ গোখলে

উওর ; c) মোহনদাস করমচাঁদ গান্ধী


(v) কে স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন?

(a) রাষ্ট্রপতি, (b) রাজ্যপাল

(c) লোকসভার স্পিকার, (d) হাইকোর্টের বিচারপতি

উওর ; (b) রাজ্যপাল


(vi) ভারতের উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য নোটিশ দিতে হয়— 

(a) 7 দিনের, (b) 14 দিনের,(c) 10 দিনের,(d) 30 দিনের

উওর ; (b) 14 দিনের


(vii) পশ্চিমবঙ্গে পৌরনিগম আইন প্রণীত হয়েছিল—

(a) 1980 খ্রিস্টাব্দে,(b) 1982 খ্রিস্টাব্দে, (c) 1992 খ্রিস্টাব্দে, (d) 1930 খ্রিস্টাব্দে

উওর ; (c) 1992 খ্রিস্টাব্দে


(viii) কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে—

(a) পার্লামেন্টের কাছে (b) লোকসভার কাছে,(c) রাজ্যসভার কাছে, (d) সুপ্রিমকোর্টের কাছে

উওর ; (b) লোকসভার কাছে


(ix) কে পার্লামেন্টের উভয়কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন?

(a) উপরাষ্ট্রপতি, (b) রাষ্ট্রপতি,(c) স্পিকার

,(d) প্রধানমন্ত্রী

উওর ; ,(c) স্পিকার।


(x) ভারতের শাসনতন্ত্রের প্রধান কে?-

(a) প্রধানমন্ত্রী,(b) রাষ্ট্রপতি,(c) উপরাষ্ট্রপতি, (d) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি

উওর ; (a) প্রধানমন্ত্রী।

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সকল অধ্যায়ের ১০০% কমন যোগ্য সাজেশন + প্রশ্ন উওরের পিডিএফ নোট সামান্য দামে নিতে ৮৩৮৮৯৮৬৭২৭ নম্বরে আজই যোগাযোগ করো।

(xi) পার্লামেন্টে দৃষ্টি আকর্ষণ প্রস্তাবের সূচনা হয়—

(a) 1950 খ্রিস্টাব্দে,(b) খ্রিস্টাব্দে, (c) 1953 খ্রিস্টাব্দে, (d) 1954 খ্রিস্টাব্দে

উওর ; (d) 1954 খ্রিস্টাব্দে।


(xii) ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন?

(a) 10 বছরের জন্য,(b) 5 বছরের জন্য,(c) 6 বছরের জন্য, (d) 4 বছরের জন্য

উওর ; (b) 5 বছরের জন্য।


(xiii) হাইকোর্টের বিচারপতিরা কত বছরে অবসর গ্রহণ করেন?

(a) 60 বছরে (b) 62 বছরে (c) 65 বছরে,(d) 70 বছরে 

উওর ; (b) 62 বছরে।


(xiv) ভারতে লোকসভায় গৃহীত কোনো অর্থবিল রাজ্যসভাকে কত দিনের মধ্যে ফেরত পাঠাতে হয়?

(a) 10 দিনের মধ্যে (b) 12 দিনের মধ্যে (c) 14 দিনের মধ্যে (d) 16 দিনের মধ্যে

উওর ; (c) 14 দিনের মধ্যে।


(xv) ভারতে হাইকোর্ট কত ধারা অনুসারে লেখ জারি করতে পারে?

(a) 32 নং, (b) 226 নং,(c) 324 নং, (d) 214 নং ধারা

উওর ; (b) 226 নং


(xvi) রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত কোনটি?

(a) সুপ্রিমকোর্ট,(b) জেলা আদালত

(c) হাইকোর্ট, (d) অধস্তন আদালত 

উওর ; c) হাইকোর্ট।


(xvii) ব্রিটেনের রাজা বা রানি কোন ধরনের শাসকের উদাহরণ?

(a) প্রকৃত শাসক,(b) নির্বাচিত শাসক

(c) নামসর্বস্ব শাসক, (d) মনোনীত শাসক

উওর ; (c) নামসর্বস্ব শাসক।

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সকল অধ্যায়ের ১০০% কমন যোগ্য সাজেশন + প্রশ্ন উওরের পিডিএফ নোট সামান্য দামে নিতে ৮৩৮৮৯৮৬৭২৭ নম্বরে আজই যোগাযোগ করো

(xx) কোন্ দেশের আইনসভা সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসেবে কাজ করে?

(a) সুইটজারল্যান্ডের (b) ভারতের

(c) ব্রিটেনের,(d) ফ্রান্সের

উওর ; a) সুইটজারল্যান্ডের।


(xxi) পশ্চিমবঙ্গে কবে লোক আদালত গঠিত হয়?

(a) 1986 খ্রিস্টাব্দে,(b) 1987 খ্রিস্টাব্দে

(c) 2003 খ্রিস্টাব্দে, (d) 2005 খ্রিস্টাব্দে

উওর ; (a) 1986 খ্রিস্টাব্দে।


(xxii) জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক কে?

(a) সভাধিপতি,(b) BDO

(c) SDO, (d) জেলাশাসক

উওর ; (d) জেলাশাসক।


(xxiii) ভারতীয় সংবিধানের কত নং ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে?

(a) 36 নং ধারায় (b) 40 নং ধারায়,

(c) 42 নং ধারায়, (d) 44 নং ধারায়

উওর ; (b) 40 নং ধারায়,।


(xxiv) বর্তমানে পশ্চিমবঙ্গে কটি স্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা আছে? 

(a) এক স্তর (b) দ্বিস্তর, (c) ত্রীস্তর, (d) চতুর্থ স্তর

উওর ; (c) ত্রীস্তর।


(xxv)  কে 'চৌদ্দ দফা প্রস্তাব ঘোষণা করেন?

(a) কার্ল মার্কস, (b) লেলিন, (c) উইড্রো উইলসন, (d) উইন্সটন চার্চিল

উওর ; (c) উইড্রো উইলসন।


(xxvi) National Interest গ্রন্থটির লেখক কে?

(a) ম্যাকফারসন, (b) জোসেফ ফ্রাংকেল, (c) মার্টন ক্যাপলান, (d) ই.এইচ.কার 

উওর ; (b) জোসেফ ফ্রাংকেল।


(xxvii) গান্ধিজির পঞ্চায়েতের ভিত্তি কী?— 

(a) ক্ষমতার কেন্দ্রীকরণ,(b) মহিলাদের ক্ষমতায়ান (c) ক্ষমতার বিকেন্দ্রীকরণ, (d) কোনোটিই নয় 

উওর ; (c) ক্ষমতার বিকেন্দ্রীকরণ।


(xxviii) রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে, বা কে রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করেন?-

(a) প্রধানমন্ত্রী, (b) উপরাষ্ট্রপতি,(c) লোকসভার স্পিকার, (d) মুখ্যমন্ত্রী

উওর ; a) প্রধানমন্ত্রী।


(xxix) মুখ্যমন্ত্রী কার কাছে দায়বদ্ধ থাকেন?

(a) বিধানসভার কাছে, (b) প্রধানমন্ত্রীর কাছে, 

(c) রাষ্ট্রপতির কাছে (d) রাজ্যপালের কাছে

উওর ; (a) বিধানসভার কাছে।


(xxx) অর্থবিল কোথাউ উত্থাপিত হয়?

(a) লোকসভায়, (b) বিধানপরিষদে

(c) রাজ্যসভায়, (d) বিধানসভায়

উওর ; (a) লোকসভায়।

2025 HS Political Science Suggestion + PDF Notes খুবই সামান্য দামে নিতে +918388986727 নম্বরে যোগাযোগ করো

(xxxi) রাজ্যসভার সদস্যদের কার্যকলাপের সময়সীমা কত বছর?

(a) 4 বছর,(b) 5 বছর (c) 6 বছর,(d) 10 বছর

উওর ; (c) 6 বছর।


(xxxii) জেলা ক্রেতা-আদালত পরিসেবামূল্য এবং ক্ষতিপূরণ-মূল্য বাবদ সব মিলিয়ে ক্ষতিপূরণ দাবি করা যায়-

(a) 20 লক্ষ টাকা, (b) 25 লক্ষ টাকা, (c) 10 লক্ষ টাকা, (d) 15 লক্ষ টাকা

উওর ; (a) 20 লক্ষ টাকা।


(xxxiii) ভারতে কাকে সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা বলা হয়?

(a) পার্লামেন্টকে, (b) সুপ্রিমকোর্টকে,

(c) লোক আদালতকে,(d) হাইকোর্টকে

উওর ; (b) সুপ্রিমকোর্টকে। 


(xxxiv) ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন?

(a) এক ধরনের (b) দুই ধরনের,(c) তিন ধরনের, (d) চার ধরনের

উওর ; ,(c) তিন ধরনের।


(xxxv) ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন?

(a) রাষ্ট্রপতি,(b) প্রধানমন্ত্রী

(c) উপরাষ্ট্রপতি,(d) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি

উওর ; (a) রাষ্ট্রপতি।


(xxxvi) 'জিরো আওয়ার'-এর সময়সীমা কত?

(a) আধ-ঘন্টা, (b) এক ঘন্টা, (c) দুই ঘন্টা, (d) 2-½ ঘন্টা

উওর ; (b) এক ঘন্টা।


(xxxvii) ভারতে 'কেন্দ্রীয় মন্ত্রীসভা' কার কাছে দায়িত্বশীল থাকে? 

(a) সংসদের কাছে,(b) রাজ্যসভার কাছে,(c) সুপ্রিমকোর্টের কাছে, (d) লোকসভার কাছে

উওর ; (d) লোকসভার কাছে।


(xxxviiii) Spirit of the Laws গ্রন্থটি কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?

(a) 1748 খ্রিস্টাব্দে,(b) 1749 খ্রিস্টাব্দে,(c) 1750 খ্রিস্টাব্দে, (d) 1751 খ্রিস্টাব্দে

উওর ; (a) 1748 খ্রিস্টাব্দে।


(xxxix) "দ্বিতীয় কক্ষ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা”—এটি কে বলেছেন?

(a) লর্ড কার্জন, (b) লর্ড অ্যাকটন,(c) অ্যারিস্টটল

(d) অধ্যাপক গেটেল

উওর ; (b) লর্ড অ্যাকটন।

** দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের ১০০% কমনযোগ্য সাজেশন এবং সম্পূর্ণ সিলেবাসের পিডিএফ নোট খুবই সামান্য দামে পেতে আজই +918388986727 নম্বরে যোগাযোগ করো

(XL) একক পরিচালকের একটি উদাহরণ হল—

(a) মার্কিন রাষ্ট্রপতি,(b) সুইটজারল্যান্ডের সরকার

(c) ভারতের রাষ্ট্রপতি,(d) ব্রিটেনের রাজা বা রানি

উওর ; a) মার্কিন রাষ্ট্রপতি।


(XLi) আমলাতন্ত্র হল কোন ধরনের শাসকের উদাহরণ?

(a) অস্থায়ী,(b) স্থায়ী

(c) (a) ও (b) উভয়, (d) কোনোটিই নয়

উওর ; ,(b) স্থায়ী।


(XLii) ভারতে জনস্বার্থ বিষয়ক মামলার প্রথম প্রয়োগ কর্তা—

(a) পি. এন. ভগবতী,(b) প্রি- রামস্বামী, (c) বার্কার,(d) ডাইসি,

উওর ; (a) পি. এন. ভগবতী।


(XLiii) কে সুপ্রিমকোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন?

(a) রাষ্ট্রপতি,(b) প্রধানমন্ত্রী,

(c) পার্লামেন্ট, (d) উপরাষ্ট্রপতি

উওর ; (a) রাষ্ট্রপতি।


(XLiV) পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ—

(a) 3 বছর, (b) 4 বছর, (c) 5 বছর,

(d) 6 বছর

উওর ; , (c) 5 বছর।

2025 HS Political Science Suggestion + PDF Notes খুবই সামান্য দামে নিতে +918388986727 নম্বরে যোগাযোগ করো

(XLV) কত খ্রিষ্টাব্দে বলবস্তু রাই কমিটি গঠিত হয়?

(a) 1954 খ্রিস্টাব্দে,(b) 1955 খ্রিস্টাব্দে, (c) 1956 খ্রিস্টাব্দে,(d) 1957 খ্রিস্টাব্দে 

উওর ; c) 1956 খ্রিস্টাব্দে।


(XLVi) পশ্চিমবঙ্গে কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে?

(a) 20 জন,(b) 22 জন,(c) 30 জন, (d) 25 জন

উওর ; ,(c) 30 জন।


(XLVii) পশ্চিমবঙ্গের যে জেলাতে কোনো জেলা পরিষদ নেই,?

(a) কলকাতা, (b) জলপাইগুড়ি, (c) কোচবিহার, (d) পুরুলিয়া

উওর ; (a) কলকাতা।


(XLViii) কমিউনিস্ট মেনিফেস্টো গ্রন্থটির লেখক কে?

(a) অ্যাডাম স্মিথ,(b) ডেভিড রিকার্ডো

(c) টমাস হবস, (d) কার্ল মার্কস

উওর ; , (d) কার্ল মার্কস।


(XLiX) ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? 

(a) ড. জাকির হোসেন, (b) ড. রাজেন্দ্রপ্রসাদ 

(c) ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণান, (d) বল্লব ভাই প্যাটেল।

উওর ; (c) ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণান।


(L) কিভাবে ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়?

(a) বিচারপতির দ্বারা, (b) ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা, (c) লোকসভার সদস্য দ্বারা, (d) প্রধানমন্ত্রীর দ্বারা, 

উওর ; (b) ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা,।


(Li) হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন?

(a) রাষ্ট্রপতি, (b) রাজ্যপাল

(c) প্রধানমন্ত্রী, (d) মুখ্যমন্ত্রী

উওর ; (a) রাষ্ট্রপতি


(Lii) সুপ্রিমকোর্টের কোন এলাকা রয়েছে?

(a) মূল এলাকা, (b) পরামর্শদান এলাকা

(c) মূল, আপিল,(d) মূল, আপিল এবং পরামর্শদান এলাকা 

উওর ; (d) মূল, আপিল এবং পরামর্শদান এলাকা।


(Liii) সুপ্রিমকোর্টের বিচারপতিদের অবসরের সময়সীমা কত?

(a) 60 বছর,(b) 62 বছর, (c) 63 বছর, (d) 65 বছর

উওর ; (d) 65 বছর।

(Liv) ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? 

(a) 15 জন সদস্য, (b) 10 জন সদস্য, (c) 12 জন সদস্য,(d) 20 জন সদস্য

উওর ; c) 12 জন সদস্য।

** দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের ১০০% কমনযোগ্য সাজেশন এবং সম্পূর্ণ সিলেবাসের পিডিএফ নোট খুবই সামান্য দামে পেতে আজই +918388986727 নম্বরে যোগাযোগ করো



2025 সালের উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের MCQ প্রশ্ন উত্তর ও MCQ সাজেশন সংক্রান্ত এই ব্লগ পোস্টটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।।

Tags ; উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান MCQ প্রশ্ন উওর 2025 | HS Political Science MCQ Suggestion 2025 | HS Political Science MCQ Questions Answers | দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান MCQ প্রশ্ন উওর | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের MCQ প্রশ্ন উত্তর ও সাজেশন 2025

Post a Comment

0Comments

Post a Comment (0)