2025 HS History MCQ Questions Answers ; এই ব্লগ পোস্টে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক ইতিহাস পরিক্ষার্থীদের জন্য উচ্চমাধ্যমিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 52 টি MCQ প্রশ্ন উওর সঙ্গে শেয়ার করবো।।
উচ্চমাধ্যমিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50+ MCQ প্রশ্ন উত্তর || HS History 51+ MCQ Questions Answers 2025
1) জেমস মিল রচিত গ্রন্থটি হল—
(a) ইতিহাস মালা, (b) অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, (c) হিস্ট্রি অফ হিন্দুস্থান, (d) হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া
উওর ; (d) হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া
2) ছেড়ে আসা গ্রাম কোন ধরনের রচনা?
(a) লোককথা,(b) কিংবদন্তি,(c) পৌরাণিক কাহিনি
,(d) স্মৃতিকথা
উওর ; ,(d) স্মৃতিকথা
3) কত খ্রিষ্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়?—
(a) 1813 খ্রিস্টাব্দে,(b) 1815 খ্রিস্টাব্দে,(c) 1828 খ্রিস্টাব্দে, (d) 1830 খ্রিস্টাব্দে
উওর ; ,(b) 1815 খ্রিস্টাব্দে।
4) কে বাংলায় দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন?
(a) ওয়ারেন হেস্টিংস, (b) লর্ড ক্লাইভ,
,(c) লর্ড বেন্টিংক,(d) লর্ড কর্নওয়ালিশ
উওর ; (a) ওয়ারেন হেস্টিংস।
5) 'এক জাতি, এক ধর্ম এবং এক ঈশ্বর' কে এই আদর্শটি প্রচার করেন—
(a) ডিরোজিয়া, (b) শ্রীনারায়ণ গুরু, (c) জ্যোতিবা ফুলে, (d) শ্রী শ্রীরামকৃষ্ণদেব
উওর ; , (b) শ্রীনারায়ণ গুরু,।
6) কো-হং ছিল একটি—
(a) সামরিক সংগঠন,(b) শিল্প সংগঠন, (c) শ্রমিক সংগঠনণ (d) বণিক সংগঠন
উওর ; (d) বণিক সংগঠন।
7) কাকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়?
(a) লর্ড ওয়ারেন হেস্টিংসকে, (b) লর্ড ক্যানিংকে,
(c) লর্ড কর্নওয়ালিশকে, (d) লর্ড বেন্টিংককে
উওর.; c) লর্ড কর্নওয়ালিশকে।
8) ভারতে কে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন?
(a) লর্ড ওয়ারেন হেস্টিংস (b) রবার্ট ক্লাইভ
(c) লর্ড কর্নওয়ালিশ, (d) টমাস মনরো
উওর ; (c) লর্ড কর্নওয়ালিশ।
9) ক্যান্টন বাণিজ্য কোন দেশের সঙ্গে সম্পর্কিত?
(a) জাপান, (b) চিন
(c) আফ্রিকা, (d) ভারত
উওর ; (b) চিন।
10) কে শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন—
(a) স্বামী দয়ানন্দ সরস্বতী, (b) জ্যোতিবা ফুলে
(c) বীরসালিকাম পানতুল, (b) নারায়ণ গুরু
উওর ; (a) স্বামী দয়ানন্দ সরস্বতী।
11) প্রথম বাংলা সংবাদপত্র কোনটি?
(a) বন্দেমাতরম, (b) সমাচার দর্পণ
(c) দিগদর্শন, (d) বঙ্গদর্শন
উওর ; (c) দিগদর্শন,।
12) রাওলাট কমিশনের অপর নাম কী?
(a) ক্লিপস কমিশন, (b) সিডিশন
কমিশন, (c) হুইটলি কমিশন, (d) সাইমন কমিশন
উওর ; (b) সিডিশন কমিশন।
14) কত খ্রিষ্টাব্দে সাইমন কমিশন ভারতে এসেছিল?
(a) 1927 খ্রিস্টাব্দে, (b) 1928 খ্রিস্টাব্দে,
(c) 1920 খ্রিস্টাব্দে, (d) 1929 খ্রিস্টাব্দে
উওর ; (b) 1928 খ্রিস্টাব্দে,
15) নবান্ন নাটকটি কে রচনা করেছিলেন?
(a) বিজন সরকার, (b) ভবানী ভট্টাচার্য
(c) দিজেন্দ্রলাল রায়, (b) দিনবন্ধু মিত্র
উওর ; (b) 1928 খ্রিস্টাব্দে।
16) স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন—
(a) জওহরলাল নেহরু,(b) ড. রাজেন্দ্র প্রসাদ
(c) আবুল কালাম আজাদ,(d) ডঃ রাধাকৃয়ন
উওর ; (a) জওহরলাল নেহরু,।
17) কে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন?
(a) অজয় মুখোপাধ্যায় (b) সতীশচন্দ্র সামন্ত
(c) মাতঙ্গিনি হাজরা, (d) ফজলুল হক
উওর ; (b) সতীশচন্দ্র সামন্ত।
18) যে-জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল—
(a) টাইটানিক, (b) তলোয়ার,(c) কোমাগাতামারু
(d) র্যাভেন
উওর ; (b) তলোয়ার।
19) ঠান্ডা লড়াই কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন?
(a) ডেভিড টমসন (b) ওয়াল্টার লিফম্যান, (c) রুজভেল্ড, (d) উইনস্টন চার্চিল
উওর ; টমসন (b) ওয়াল্টার লিফম্যান।
20) কত খ্রিস্টাব্দে সুয়েজ শঙ্কট দেখা দিয়েছিল?
(a) 1954 খ্রিস্টাব্দে, (b) 1956 খ্রিস্টাব্দে,
(c) 1962 খ্রিস্টাব্দে, (d) 1971 খ্রিস্টাব্দে
উওর ; (b) 1956 খ্রিস্টাবে
21) কাকে আধুনিক ইতিহাসচর্চার জনক বলা হয়?
(a) হেরোডোটাস,(b) থুকিডিডিস, (c) পেরিক্লিস
,(d) ইবন খালদুন
উওর ; ,(d) ইবন খালদুন।
22) কে ইতিহাসমালা রচনা করেন?
(a) মার্শম্যান, (b) উইলিয়াম কেরি,(c) বিদ্যাসাগর,(d) উইলিয়াম বেন্টিংক
উওর ; b) উইলিয়াম কেরি।
23) কত খ্রিষ্টাব্দে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়?
(a) 1752 খ্রিস্টাব্দে,(b) 1753 খ্রিস্টাব্দে,
(c) 1754 খ্রিস্টাব্দে, (d) 1755 খ্রিস্টাব্দে
উওর ; ,(b) 1753 খ্রিস্টাব্দে,।
24) 'হাজারদুয়ারি জাদুঘর' কোন ধরনের জাদুঘর?
(a) প্রত্নতাত্ত্বিক জাদুঘর, (b) ঐতিহাসিক জাদুঘর (c) শিল্প জাদুঘর,(d) বিশ্বকোশ জাদুঘর
উওর ; (b) ঐতিহাসিক জাদুঘর।
25) 'বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে' গানটি লেখেন—
(a) রবীন্দ্রনাথ ঠাকুর,(b) নজরুল ইসলাম, (c) যদুনাথ সরকার, (d) সুকান্ত ভট্টাচার্য
উওর ; d) সুকান্ত ভট্টাচার্য।
26 ) 'এশিয়াবাসীদের জন্য এশিয়া' কোন দেশ এই স্লোগানটি তুলেছিল?-
(a) ভারত, (b) জাপান,(c) পাকিস্তান, (d) চিন
উওর ; (b) জাপান,।
27) কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
(a) লর্ড ডালহৌসি,(b) লর্ড কার্জন
(c) লর্ড ওয়েলেসলি, (d) লর্ড উইলিয়াম বেন্টিং
উওর ; (c) লর্ড ওয়েলেসলি।
28) কাকে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয়?
(a) রাজা রামমোহন রায়,(b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(c) হেনরি লুই ডিরোজিও, (d) স্বামী বিবেকানন্দ
উওর ; (a) রাজা রামমোহন রায়।
29) চীনের চার মে (May Fourth) আন্দোলনের নিরিখে 'জিউ গুয়ো' স্লোগানের অর্থ কী?
(a) বিদেশিরা দূর হটো, (b) দেশকে রক্ষা করো
(c) বৌদ্ধিক সংস্কার চাই, (d) চিন কেবল চিনাদের জন্য
উওর ; (b) দেশকে রক্ষা করো।
30) কে রাজামুদ্রি সমাজসংস্কার সমিতি প্রতিষ্ঠা করেন?
(a) মহাদেব গোবিন্দ রানাডে, (b) রামকৃষ্ণ ভাণ্ডারকর,(c) বীরসালিঙ্গম পান্তুলুল, (d) জ্যোতিবা ফুলে
উওর ; (c) বীরসালিঙ্গম পান্তুলুল।
31) গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত ছিল?
(a) বর্গাদার,(b) কুনবি, (c) হরিজন (d) পতিদার
উওর ; ,(b) কুনবি।
32)কে চুঁইয়ে পড়া নীতির প্রবক্তা ছিলেন?
(a) মেকলে,(b) হান্টার,(c) চার্লস উড,
(d) উইলিয়াম বেন্টিং
উওর ; a) মেকলে।
33) কাকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়—
(a) লর্ড ডালহৌসিকে,(b) লর্ড কর্নওয়ালিশকে
(c) উইলিয়াম বেন্টিংককে, (d) লর্ড কার্জনকে
উওর ; b) লর্ড কর্নওয়ালিশকে।
35) মুসলিম লিগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয়?
(a) ঢাকা, (b) করাছি, (c) লাহোর, (d) লখনউ
উওর ; (c) লাহোর
36) কোন প্রেসিডেন্সিতে রায়তওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল?
(a) বাংলা, (b) মাদ্রাজ, (c) বোম্বাই, (d) বিহার
উওর ; (b) মাদ্রাজ।
37) কত খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন পাস হয়?
(a) 1773 খ্রিস্টাব্দে,(b) 1793 খ্রিস্টাব্দে,(c) 1813 খ্রিস্টাব্দে, (d) 1823 খ্রিস্টাব্দে
উওর ; (a) 1773 খ্রিস্টাব্দে
38) কত খ্রিষ্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
(a) 1815 খ্রিস্টাব্দে,(b) 1816 খ্রিস্টাব্দে
(a) 1817 খ্রিস্টাব্দে,(b) 1800 খ্রিস্টাব্দে
উওর ; (a) 1817 খ্রিস্টাব্দে।
39) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন-
(a) উড্রো উইলসন, (b) হ্যারি ট্রুম্যান
(a) রুজভেল্ট (b) জর্জ মার্সাল
উওর ; (a) রুজভেল্ট।
40) কে ক্রিপস প্রস্তাবকে দুর্ভাগ্যজনক বলেছিলেন?
(a) সুভাষচন্দ্র বসু, (b) জওহরলাল নেহরু,(c) গান্ধিজি,(d) ড. রাজেন্দ্র প্রসাদ
উওর ; ,(c) গান্ধিজি।
41) সিমলা দৌত্যে পেশ করা স্মারকলিপি রচনা করেছিলেন-
(a) লর্ড ওয়াভেল,(b) আর্চবোল্ড
(c) নবাব সলিমউল্লাহ,(d) মোহম্মদ আলি জিন্নাহ
উওর ; ,(d) মোহম্মদ আলি জিন্নাহ।
42) ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে প্রথম ভারতীয় সদস্য ছিলেন—
(a) সুরেন্দ্রনাথ ব্যানার্জি, (b) সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ,
(c) সত্যেন্দ্রনাথ ঠাকুর (d) গুরুদাস ব্যানার্জি
উওর ; (b) সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ,।
43) কোন দেশ ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে--
(a) ওলন্দাজ,(b) পোর্তুগাল
(c) ইংরেজ, (d) আমেরিকানরা
উওর ; ,(b) পোর্তুগাল।
44) সার্কের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা কত?
(a) সাত,(b) আট
(c) নয়, (d) দশ
উওর ; ,(b) আট.
45) ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
(a) হাত্তা,(b) ডঃ সুকর্ণ
(c) সুহার্তো, (d) হাব্বিবি
উওর ; ,(b) ডঃ সুকর্ণ।
46) কে ফালতন বক্তৃতা দিয়েছিলেন?
(a) উড্রো উইলসন, (b) হ্যারি ট্রুম্যান
(c) উইনস্টন চার্চিল (b) জর্জ মার্সাল
উওর ; (c) উইনস্টন চার্চিল।
47) কোন দেশে 'মাই লাই' ঘটনাটি ঘটেছিল?
(a) চিন, (b) মিশর
(c) ভিয়েতনাম (d) ইন্দোনেশিয়া
উওর ; (c) ভিয়েতনাম
48) কত খ্রিস্টাব্দে পঞ্চশীল নীতি গৃহীত হয়?
(a) 1947 খ্রিস্টাব্দে,(b) 1954 খ্রিস্টাব্দে
(a) 1952 খ্রিস্টাব্দে,(b) 1956 খ্রিস্টাব্দে
উওর ; ,(b) 1954 খ্রিস্টাব্দে।
49) সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(a) কাঠমান্ডু,(b) ঢাকা
(a) দিল্লি,(b) কাবুল
উওর ; (a) কাঠমান্ডু,।
50) কত খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়?
(a) 1947 খ্রিস্টাব্দে,(b) 1971 খ্রিস্টাব্দে
(a) 1952 খ্রিস্টাব্দে,(b) 1956 খ্রিস্টাব্দে
উওর ; ,(b) 1971 খ্রিস্টাব্দে।
51) কোন দেশ মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল?
(a) আমেরিকা, (b) রাশিয়া, (c) চীন, (d) জাপান
উওর ; (a) আমেরিকা।
52) কত খ্রিস্টাব্দে ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে?
(a) 1945 খ্রিস্টাব্দে,(b) 1956 খ্রিস্টাব্দে
(a) 1962 খ্রিস্টাব্দে,(b) 1991 খ্রিস্টাব্দে
উওর ; (b) 1991 খ্রিস্টাব্দে।
Tags ; উচ্চমাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন উত্তর 2025 | HS History MCQ Questions Answers | দ্বাদশ শ্রেণির ইতিহাস MCQ প্রশ্ন উওর 2024 | উচ্চমাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন উওর ও সাজেশন 2024