একা বা একতা আন্দোলন কী? আন্দোলনের কারণ ও ফলাফল

Ajit Rajbanshi
0

 

একা বা একতা আন্দোলন কী? একা আন্দোলনের কারণ ও ফলাফল কী ছিল?

আজকের এই ব্লগ পোস্টে, মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় বা দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়- একা আন্দোলন বা একতা আন্দোলন কী বা কাকে বলে? একা আন্দোলনের কারণ ও ফলাফল নিয়ে আলোচনা নিয়ে আলোচনা করা হয়েছে।।


একা বা একতা আন্দোলন কী?

উওর ; ১৯২১ খ্রিষ্টাব্দে ভারতের যুক্তপ্রদেশে বা বতর্মান উত্তরপ্রদেশের হরদৌ, সীতাপুর, বারাচ, বা্রাবাকী জেলার কৃষকরা নানা কারণে স্থানীয় কৃষক নেতা মাদারীপাসীর নেতৃত্বে যে কৃষক আন্দোলন শুরু হয়, একা বা একতা আন্দোলন নামে পরিচিত। 

▪ ভারতে অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায় একা আন্দোলন বা একতা আন্দোলন হয়েছিল

** কৃষকরা ঐক্যবদ্ধভাবে বা একত্রিত হয়ে কিছু দাবীকে সামনে রেখে এই আন্দোলন শুরু করেছিলেন বলে এই আন্দোলনের নাম হয় একা বা একতা আন্দোলন।


একা বা একতা আন্দোলনের নেতা কে ছিলেন?

একা বা একতা আন্দোলনের প্রধান নেতা ছিলেন মাদারী পাসি। মাদারি পাসি ছাড়াও এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বাবা রামচন্দ্র যিনি প্রত্যক্ষভাবে একা আন্দোলনের সঙ্গে যুক্ত না থাকলেও পরোক্ষভাবে একা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 


একা আন্দোলনের প্রধান কারণ কী ছিল বা একা আন্দোলন কেন হয়েছিল?

(i) কৃষকদের নির্ধারিত করের ওপর আরও বাড়তি 50% কর ছাড়াও নানারকম উপকর আরোপ

(ii) কর আদায়ের ক্ষেত্রে কৃষকদের ওপর সীমাহীন অত্যাচার 

(iii) জমি ও খামারে বিনা মজুরিতে কৃষকদের বেগার শ্রম দানে বাধ্য করা ও কৃষকদের জমি থেকে উৎখাত করা

(iv) কংগ্রেস ও খিলাফত নেতাদের উদ্যোগ গ্রহণ ইত্যাদি ছিল ‘একা’ বা ‘একতা’ আন্দোলন গড়ে ওঠার প্রধান কারণ।

একা আন্দোলন বা একতা আন্দোলনের প্রধান দাবি গুলো ছিল- 

১) কৃষকরা সরকার নির্ধারিত খাজনা ছাড়া আর কোনো অতিরিক্ত খাজনা দেবে না।

২) বেগার শ্রম বন্ধ করতে হবে।

৩) তারা রশিস ছাড়া কোনো প্রকারের খাজনা দেবে না।

৪) তাদের জমি থেকে জমিদাররা উচ্ছেদ করলেও তারা জমির উপর নিজেদের অধিকার ছাড়বে না।

৫) কৃষকদের জন্য পঞ্চায়েতের ব্যবস্থা করতে হবে এবং তারা পঞ্চায়েতে সিদ্ধান্ত গ্রহণ করবে ইত্যাদি।


* দশম শ্রেণির বাংলা,ইতিহাস,ভূগোল,জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাসের প্রচুর সংখ্যক প্রশ্ন উত্তরের পিডিএফ নোট খুবই কম দামে পেতে চাও, তাহলে আজই +৯১৮৩৮৮৯৮৬৭২৭ এই নম্বরে কল করে যোগাযোগ করতে পারো


একা আন্দোলনের বা একতা আন্দোলনের ফলাফল বা গুরুত্ব -

একা আন্দোলনের বা একতা আন্দোলনের সেরকম ভাবেও কোনো ফলাফল দেখা যায়নি। কৃষকরা যেসমস্ত দাবি নিয়ে একতা আন্দোলন শুরু করেছিল, সেগুলো কোনটাই তারা আদায় করতে পারেনি। এর কারণ ছিল- একা আন্দোলন একটা হিংসাত্মক আন্দোলন ছিল। যার ফলে কংগ্রেস নেতারা একতা আন্দোলন থেকে বেরিয়ে এসেছিল। কংগ্রেস একতা আন্দোলনকে সমর্থন না করায় একতা আন্দোলন অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। যার ফলে সরকারের তীব্র দমনেতির সামনে পড়ে ১৯২২ খ্রিস্টাব্দের মার্চ মাস নাগাদ একতা আন্দোলন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়।


এটা দেখো👉 : মাধ্যমিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50+ MCQ প্রশ্ন উওর

** ক্লিক করো👉 : নব্যবঙ্গ গোষ্ঠীর সম্পূর্ণ ইতিহাস 

এটাও দেখো👉 : ২০২০ ইতিহাস প্রশ্নপত্রের সমাধান

** ক্লিক করো 👉 : ২০১৭ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র

*** এটাও পড়ে দেখো👉 : ২০১৭ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্রের সমাধান 


▪ জয়েন করুন আমাদের 👉 Telegram Channel 
▪ ফলো করুন👉 Facebook Page 

▪ ফলো করুন আমাদের👉 WhatsApp Channel

Post a Comment

0Comments

Post a Comment (0)