নবম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় 'শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায়ের ২৮টি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর নবম শ্রেণির অন্যান্য নোটস পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।
নবম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়ের MCQ প্রশ্ন উওর || শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ MCQ প্রশ্ন উওর
1- শিল্পবিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন—
• অগাস্ত ব্ল্যাঙ্কি
• কার্ল মার্কস
• জন মিল
• জন স্টুয়ার্ট মিল
• উওর : অগাস্ত ব্ল্যাঙ্কি
2- উড়ন্ত মাকু’ আবিষ্কার করেন—
• জেমস্ হারগ্রিভস্থ
• জন.কে
• আর্করাইট
• কুম্পটন
• উওর : জন.কে
3- ‘সেফটি ল্যাম্প' আবিষ্কার করেন-
• জেমস ওয়াট
• জন, কে
• জেমস্ হারগ্রিভস্
• হামফ্রি ডেভি
• উওর : হামফ্রি ডেভি
4- জার্মানির শিল্পবিপ্লবের সময়কাল ছিল-
• ১৭৬০-১৮০০ খ্রিস্টাব্দ
• ১৮৪০-১৮৭৩ খ্রিস্টাব্দ
• ১৮৫০-১৮৭৩ খ্রিস্টাব্দ
• ১৮৫০- ১৯০০ খ্রিস্টাব্দ
• উওর : ১৮৫০-১৮৭৩ খ্রিস্টাব্দ
5- রাশিয়ার শিল্পবিপ্লবের সময়কাল ছিল—
• ১৮৫০-১৮৭৩ খ্রিস্টাব্দ
• ১৮৬০-১৮৭৩ খ্রিস্টাব্দ
• ১৮৬০-১৮৮০ খ্রিস্টাব্দ
• ১৮৬০-১৯০৫ খ্রিস্টাব্দ
• উওর : ১৮৬০-১৯০৫ খ্রিস্টাব্দ
6- ফ্রান্সে রেলপথ নির্মাণের ক্ষেত্রে প্রথম যে সম্রাট বিশেষ ভূমিকা গ্রহণ করেন তা হল -
• নেপোলিয়ন বোনাপার্ট
• লুই ফিলিপ
• তৃতীয় নেপোলিয়ন
• অ্যাডলফ থিয়ার্স
• উওর : তৃতীয় নেপোলিয়ন
7- ফ্রান্সে 'ক্রেডিট ফাঁসিয়ার' নামক মূলধন ‘সরবরাহকারী ব্যাঙ্ক’-টি গঠন করেছিলেন—
• ষোড়শ লুই
• নেপোলিয়ন
• দশম চার্লস
• তৃতীয় নেপোলিয়ন
• উওর : তৃতীয় নেপোলিয়ন
8- যে দেশের শিল্পায়ন ছিল ধারাবাহিক-
• ফ্রান্স
• ইংল্যান্ড
• জার্মানি
• রাশিয়া
• উওর : ইংল্যান্ড
9- শিল্প সমাজের উল্লেখযোগ্য দিক হল—
• অভিজাত শ্রেণি
• বুদ্ধিজীবী শ্রেণি
• কৃষক শ্রেণি
• শ্রমিক শ্রেণি
• উওর : শ্রমিক শ্রেণি
10- এঁদের মধ্যে যিনি কাল্পনিক সমাজতন্ত্রী ছিলেন—
• শার্ল ফুরিয়েরথ
• কার্ল মার্কস
• ফ্রেডরিক এঙ্গেলস
• লিয়ন ট্রটস্কি
• উওর : শার্ল ফুরিয়েরথ
11- 'দুনিয়ার শ্রমিক এক হও'–এরূপ আহ্বান জানান-
• ফ্রেডারিক এঙ্গেলস
• কার্ল মার্কস
• সাঁ-সিমোঁ
• অগাস্ত ব্ল্যাঙ্কি
• উওর : কার্ল মার্কস
12- কমিউনিস্ট ম্যানিফেস্টো' প্রকাশিত হয়েছিল—
• ১৮৪০ খ্রিস্টাব্দে
• ১৮৪৭ খ্রিস্টাব্দে
• ১৮৪৮ খ্রিস্টাব্দে
• ১৮৫০ খ্রিস্টাব্দে
• উওর : ১৮৪৮ খ্রিস্টাব্দে
13- প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়েছিল-
• ১৮৪৮ খ্রিস্টাব্দে
• ১৮৭১ খ্রিস্টাব্দে
• ১৮৭২ খ্রিস্টাব্দে
• ১৮৭০ খ্রিস্টাব্দে
• উওর : ১৮৭২ খ্রিস্টাব্দে
14-জার্মানির জোল ভারোইন গড়ে উঠেছিল—
• ১৮৩৬ খ্রিস্টাব্দে
• ১৮৩৪ খ্রিস্টাব্দে
• ১৮৪০ খ্রিস্টাব্দে
• ১৮৪২ খ্রিস্টাব্দে
• উওর : ১৮৩৪ খ্রিস্টাব্দে
15- কানাডা অ্যাক্ট প্রবর্তিত হয়েছিল—
• ১৭৯১ খ্রিস্টাব্দে
• ১৭৯৫ খ্রিস্টাব্দে
• ১৮০৮ খ্রিস্টাব্দে
• ১৮৩০ খ্রিস্টাব্দে
• উওর : ১৭৯১ খ্রিস্টাব্দে
16- 'কঙ্গো-ফ্রি-স্টেট' গঠনের ক্ষেত্রে প্রধান উদ্যোগী দেশটি হল-
• পোর্তুগাল
• হল্যান্ড
• স্পেন
• ইংল্যান্ড
• উওর : স্পেন
17- উনিশ শতকে ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' নামে যে দেশটি পরিচিত ছিল-
• এশিয়া
• আফ্রিকা
• ইউরোপ
• আমেরিকা
• উওর : আফ্রিকা
18- কত খ্রিষ্টাব্দে রাশিয়ায় রেলপথ স্থাপিত হয়েছিল?
• ১৮৩২ খ্রিস্টাব্দে
• ১৮৩৪ খ্রিস্টাব্দে
• ১৮৩৮ খ্রিস্টাব্দে
• ১৮৩০ খ্রিস্টাব্দে
• উওর : ১৮৩৮ খ্রিস্টাব্দে
19-সুয়েজ খালের খনন কার্য শুরু হয়—
• ১৮৫০ খ্রিস্টাব্দে
• ১৮৫৬ খ্রিস্টাব্দে
• ১৮৫৯ খ্রিস্টাব্দে
• ১৮৬০ খ্রিস্টাব্দে
• উওর : ১৮৫৯ খ্রিস্টাব্দে
20- যে দেশটি ‘ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন' নামে পরিচিত, সেটি হলো—
• ভারত
• কানাডা
• চিন
• নাটাল
• উওর : ভারত
21- চিন সম্পর্কে ‘মুক্তদ্বার নীতি’ ঘোষণা করেছিল—
• জার্মানি
• মার্কিন যুক্তরাষ্ট্র
• ইংল্যান্ড
• ফ্রান্স
• উওর : মার্কিন যুক্তরাষ্ট্র
22- ‘ওয়েল্ট পলিটিক’ নীতি গ্রহণ করেছিল—
• অটোভন বিসমার্ক
• কাইজার দ্বিতীয় উইলিয়াম
• ক্লিমেশোঁ
• ফ্রেডারিক হিবার্ট
• উওর : কাইজার দ্বিতীয় উইলিয়াম
23- কত খ্রিষ্টাব্দে “ত্রিশক্তি চুক্তি’ গড়ে উঠেছিল—
• ১৮৮০ খ্রিস্টাব্দে
• ১৮৮১ খ্রিস্টাব্দে
• ১৮৮২ খ্রিস্টাব্দে
• ১৮৯০ খ্রিস্টাব্দে
• উওর : ১৮৮২ খ্রিস্টাব্দে
24- কত খ্রিষ্টাব্দে দ্বিতীয় বল্কান যুদ্ধ হয়েছিল?
• ১৯০৭ খ্রিস্টাব্দে
• ১৯১৩ খ্রিস্টাব্দে
• ১৯১৪ খ্রিস্টাব্দে
• ১৯১২ খ্রিস্টাব্দে
• উওর : ১৯১২ খ্রিস্টাব্দে
25- প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল—
• ফ্রান্স-জার্মানি সংঘাত
• ইংল্যান্ড- জার্মান
• অস্ট্রিয়া-ফ্রান্স সংঘাত
• সেরাজেভো হত্যাকাণ্ড
• উওর : সেরাজেভো হত্যাকাণ্ড
26- শ্লাভজাতিকে আততায়ীয় জাতি বলে অভিহিত করেছিল—
• ফ্রান্সের সরকার
• জার্মানির সরকার
• অস্ট্রিয়ার সরকার
• ইংল্যান্ডের সরকার
• উওর : অস্ট্রিয়ার সরকার
27- 'ব্যাক হাউন্ড' বা ইউনিয়ন অব ডেথ' ছিল—
• একটি রাজনৈতিক সংস্থা
• একটি অর্থনৈতিক সংস্থা
• একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান
• একটি সন্ত্রাসবাদী দল
• উওর : একটি সন্ত্রাসবাদী দল
28- প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল-
• ১৯১৪ খ্রিস্টাব্দে
• ১৯১৬ খ্রিস্টাব্দে
• ১৯১৭ খ্রিস্টাব্দে
• ১৯১৫ খ্রিস্টাব্দে
• উওর : ১৯১৪ খ্রিস্টাব্দে
এটাও পড়ো👉 : ক্লাস 9 ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্ন উওর
এখানে ক্লিক করো👉 ; ক্লাস 9 বাংলা MCQ প্রশ্ন উওর
এটাও পড়ো👉 : নিরুদ্দেশ গল্পের 30টি MCQ
আরও পড়ো👉 : কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার প্রশ্ন উওর
** আরও পড়ো👉 : নেপোলিয়নের রাশিয়া অভিযানের কারণ ও ফলাফল
** এটাও পড়ো👉 : রেসর্জিমিন্টো কী?
Keywords Related To This Article ;
নবম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায়ের ছোট প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস চতুর্থ অধ্যায়ের ছোটো প্রশ্ন উওর | wb class 9 history mcq questions answers 2025