WBBSE Class 9 Bangla ; প্রেমেন্দ্র মিত্রের রচিত নিরুদ্দেশ গল্পের (Niruddesh Golpo) সবচেয়ে গুরুত্বপূর্ণ 30টি MCQ প্রশ্ন উওর আজকের এই পোস্টে শেয়ার করা হবে।
নবম শ্রেণির বাংলা নিরুদ্দেশ গল্পের MCQ প্রশ্ন উওর
1-'নিরুদ্দেশ' গল্পটির লেখক হলেন—
• নারায়ণ গঙ্গোপাধ্যায়
• তারকনাথ গঙ্গোপাধ্যায়
• প্রেমেন্দ্র মিত্র
• সুনীল গঙ্গোপাধ্যায়
• উওর- প্রেমেন্দ্র মিত্র
2- দিনটা ছিল—
• ভারী ঠান্ডা
• ভারী গরম
• ভারী রৌদ্রকরোজ্জ্বল
• ভারী বিশ্রী
• উওর- ভারী বিশ্রী
3- 'নিরুদ্দেশ' গল্পে বলা হয়েছে—
• শীত ঋতুর কথা
• বসন্ত ঋতুর কথা
• বর্ষা ঋতুর কথা
• শরৎ ঋতুর কথা
• উওর- শীত ঋতুর কথা
4- শোভনের পূর্বপুরুষেরা ছিলেন—
• জমিদার
• স্বাধীনতা সংগ্রামী
• কৃষিজীবী
• কোনোটিই
• উওর- জমিদার
5- আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে।'—আকাশের রূপ—
• রৌদ্রোজ্জ্বল
• মেঘাচ্ছন্ন
• মেঘে ঢাকা
• জ্যোৎস্নালোকিত
• উওর- মেঘাচ্ছন্ন
6- লেখকের কাছে শীতের দিনে সবচেয়ে অস্বস্তিকর হল—
• প্রচণ্ড রোদ
• দুর্ঘটনা
• বাদলা
• বরফ পড়া
• উওর- বাদলা
7- লেখকের বাড়িতে হঠাৎ দুপুরে এসে উপস্থিত হয়েছিল—
• মহেশ
• সোমেশ
• সুরেশ
• রমেশ
• উওর- সোমেশ
8- 'নিরুদ্দেশ' গল্পে কথক হল –
• রমেশ
• সুরেশ
• বীরেশ
• সোমেশ
• উওর- সোমেশ
9- একটা আশ্চর্য ব্যাপার দেখেছ?'—আশ্চর্য ব্যাপারটি হল-
• খবরের কাগজে একসঙ্গে সাত-সাতটা নিরুদ্দেশ-এর বিজ্ঞাপন
• খবরের কাগজের বেশিরভাগ পাতা বিজ্ঞাপনে ভর্তি
• খবরের কাগজে সেদিন কোনো নিরুদ্দেশের বিজ্ঞাপন ছিল না • কোনোটিই নয়
• উওর- খবরের কাগজে একসঙ্গে সাত-সাতটা নিরুদ্দেশ-এর বিজ্ঞাপন
10- ‘সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করিল না।'— যেটি দেখে সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করল না, সেটি হল—
• থিয়েটার
• সিনেমা
• মেঘলা আকাশ
• নিরুদ্দেশের বিজ্ঞাপন
• উওর- নিরুদ্দেশের বিজ্ঞাপন
11- 'সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করিল না।" —সোমেশের এই কৌতূহল প্রকাশ না করার কারণ-
• নিরুদ্দেশের বিজ্ঞাপন অতি স্বাভাবিক ঘটনা
• তিনি জানেন এই বিজ্ঞাপনের পিছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে
• তিনি নিরুদ্দেশের বিজ্ঞাপনটি ইতিমধ্যে দেখেছে
• কোনোটিই নয়
• উওর-তিনি জানেন এই বিজ্ঞাপনের পিছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে
12- 'বাইরের অসাড়তা যেন আমাদের মনের উপরও চাপিয়া ধরিয়াছে।'—এরূপ হওয়ার কারণ-
• শীতের তীব্রতা
• বাইরে তুষারপাতের ফলে স্তব্ধ জনজীবন
• শীতের মেঘাচ্ছন্ন নিশ্চল স্তব্ধতা মনে প্রভাব বিস্তার করেছে
• কথকের কর্মনাশা অবস্থা
• উওর- শীতের মেঘাচ্ছন্ন নিশ্চল স্তব্ধতা মনে প্রভাব বিস্তার করেছে
'13-'লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেড়াপিড়িতে টাকা কটা বার করে দিয়েছেন।'—মা, ছেলেকে এই টাকা দিয়েছিলেন, কারণ—
• ছেলেটি কোনো বন্ধুকে সাহায্য করবে
• ছেলেটি থিয়েটার দেখবে
• ছেলেটি ভালো খাবার খাবে
• ছেলেটি সিনেমা দেখবে
• উওর- ছেলেটি থিয়েটার দেখবে
14-'তিনি জেনে শুনে মিথ্যে আর বলতে পারেন না চুপ করে থাকেন।'—এখানে 'তিনি' হলেন-
• বক্তা
• সোমেশ
• জনৈক মা
• শোভনের মা
• উওর- জনৈক মা
15- 'পয়সাগুলো আমার খোলামকুচি কিনা, তাই নবাবপুত্তুর যা খুশি তাই করছেন।'—এখানে যা খুশি তাই' বলতে বোঝানো হয়েছে—
• বেড়াতে যাওয়া• বই কেনা
• বন্ধুকে সাহায্য করা
• থিয়েটার দেখে রাত করে বাড়ি ফেরা
• উওর- থিয়েটার দেখে রাত করে বাড়ি ফেরা
16- দুর করে দেবো, এবার দুর করে দেবো।'-বাবা ছেলেকে দুর করে দেবেন কারণ-
• ছেলেটি রাত করে বাড়ি ফেরে
• ছেলেটি নানাভাবে টাকার অপচয় করে
• ছেলেটি গতবার পরীক্ষায় পাস করেনি
• সবকটি
• উওর- ছেলেটি রাত করে বাড়ি ফেরে
17- হয়তো ব্যাপারটা শেষ হতে পারত।'—কীভাবে শেষ হতে পারত?
• মৌখিক আস্ফালনে
• কথাবলায়
• দণ্ড দেখিয়ে
• অশ্রুসিক্ত স্বরে
• উওর- মৌখিক আস্ফালনে
18- ‘শেষ পর্যন্ত বাবা বলেন'—শেষপর্যন্ত বাবা যা বলেন, তা হল—
• ‘এত রাত্রেও বাবুর আসবার সময় হল না'
• 'কোথায় গেলেন বাবু! তোমার গুণধর পুত্রটি'
• 'দূর করে দেবো, এবার দূর করে দেবো'
• 'এমন ছেলের আমার দরকার নেই—বেরিয়ে যা'
• উওর- 'এমন ছেলের আমার দরকার নেই—বেরিয়ে যা'
19 'অভিমানী ছেলে আর কিছু না হোক, পিতৃদেবের এ আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়।—ছেলেটি পিতৃদেবের যে-আদেশ পালন করতে উদ্যত হয়, তা হল-
• রাত করে বাড়ি না-ফেরা
• পড়াশোনায় মন দেওয়া
• বাড়িতে আর না-থেকে সেই মুহূর্তেই বেরিয়ে যাওয়া
• সিনেমা না-দেখা
• উওর-বাড়িতে আর না-থেকে সেই মুহূর্তেই বেরিয়ে যাওয়া
20- ‘পরের দিন ভয়ানক কাণ্ড'— কাণ্ডটি কী?
• ছেলে অসুস্থ
• মা অসুস্থ
• মা রাত থেকে দাঁতে কুটি কাটেননি
• ছেলে নিরুদ্দেশ
• উওর- মা রাত থেকে দাঁতে কুটি কাটেননি
21- 'অমন ছেলে যাওয়াই ভালো।'—এখানে বক্তা হলেন—
• জনৈক গৃহিণী
• রাস্তার একটি ছেলে
• জনৈক বাবা
• শোভনের বাবা
• উওর - জনৈক বাবা
22- 'আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি।'—উদ্ধৃত উক্তিটির বস্তুা হলেন-
• খবরের কাগজের অফিসের লোক
• সোমেশের বাবা
• লেখক
• খাজাঞ্জিমশাই
• উওর- খবরের কাগজের অফিসের লোক
23- 'বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায়ভাবে চারিদিকে তাকান।'-বাবা অসহায়ভাবে চারিদিকে তাকান, কারণ-
• খেতে বসে ছেলের কথা মনে পড়ে গেছে বলে
• মা শয্যা থেকে আর উঠবেন না পণ করেছেন বলে
• খবরের কাগজের অফিসে কোথায়, কী করতে হয় তিনি জানেন না বলে
• বাড়িতে ভয়ানকভাবে চুরি হয়ে গেছে বলে
• উওর- খবরের কাগজের অফিসে কোথায়, কী করতে হয় তিনি জানেন না বলে
24- আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন। বাবা ঘরে ফিরে দেখেন—
• ছেলে ফিরে এসেছে
• ছেলে অনুতপ্ত
• ছেলে ঘরে এসে হাজির
• ছেলে বিপদগ্রস্ত '
• উওর- ছেলে ঘরে এসে হাজির
25- আঃ আর বকাবকি কেন?'—কথাটি হল-
• জনৈক বাবার
• জনৈক মায়ের
• গল্পকথকের
• সোমেসের
• উওর- জনৈক বাবার
26- 'এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজিডি থাকে।'—বস্তুা হলেন—
• লেখক
• শোভন
• সোমেশ
• নায়েমশাই
• উওর- সোমেশ
27- 'মনে হইতেছে আমরা যেন—কী মনে হচ্ছে?
• পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি
• সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি
• ট্র্যাজেডির শিকার
• সম্পূর্ণ একটি কাহিনি শুনছি
• উওর- সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি
28- সমস্ত পৃথিবী মনে হইতেছে আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি।'—এরূপ মনে হওয়ার কারণ—
• জলমগ্ন প্রকৃতি
• কাচের জানলার বাইরে বৃষ্টির প্রাবল্য তাঁদের বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন করেছে
• চারদিকে রাত্রির অন্ধকার
• বৃষ্টির কারণে তারা ঘরে আটকা পড়েছে
• উওর- কাচের জানলার বাইরে বৃষ্টির প্রাবল্য তাঁদের বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন করেছে
29- পুরানো খবরের কাগজের ফাইল যদি উলটে দেখো',-পুরোনো খবরের কাগজের ফাইল উলটে দেখলে যা দেখা যাবে, তা হল-
• সেখানে কোনো নিরুদ্দেশের খবর থাকত না
• লেখকের একটি বিশেষ লেখা ছাপা হয়েছিল
• একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের-পর-দিন ধারাবাহিকভাবে একটি নিরুদ্দেশের বিজ্ঞাপন বেরিয়েছে
• কোনো চাকরির বিজ্ঞাপন থাকত না
• উওর- একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের-পর-দিন ধারাবাহিকভাবে একটি নিরুদ্দেশের বিজ্ঞাপন বেরিয়েছে
30- 'সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস।'—এই বিজ্ঞাপনে যার কথা বলা হয়েছে, তিনি হলেন—
• শোভন
• নায়েবমশাই
• খাজাঞ্জি মশাই
• সোমেশ
• উওর- শোভন
এটাও দেখুন👉 : ধীবর বৃওান্ত নাটাংশ্যের প্রশ্ন উওর
আরও পড়ো👉 : কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার প্রশ্ন উওর
** আরও পড়ো👉 : নেপোলিয়নের রাশিয়া অভিযানের কারণ ও ফলাফল
** এটাও পড়ো👉 : রেসর্জিমিন্টো কী?
Tags : ক্লাস 9 বাংলা নিরুদ্দেশ গল্পের গুরুত্বপূর্ণ 30টি MCQ প্রশ্ন উওর | নবম শ্রেণির বাংলা নিরুদ্দেশ গল্পের ছোটো প্রশ্ন উওর | WB Class 9 Bangla Niruddesh Golper MCQ | Niruddesh Golper Questions Answers