নবম শ্রেণির বাংলা : ধীবর-বৃত্তান্ত নাটাংশ্যের MCQ প্রশ্ন উওর 2024
আজকের এই ব্লগের মাধ্যমে আমরা নবম শ্রেণির বাংলা : কালিদাসের রচিত 'ধীবর-বৃত্তান্ত নাটাংশ্যের' অত্যন্ত গুরুত্বপূর্ণ 25 টি MCQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।। পরবর্তীকালে ক্লাস 9 বাংলা কালিদাসের রচিত ধীবর-বৃত্তান্ত নাটাংশ্যের বড় প্রশ্ন উওর গুলো শেয়ার করবো।।
1- ধীবর-বৃত্তান্ত নাটকের রচয়িতা হলেন-
• রবীন্দ্রনাথ ঠাকুর
• কালিদাস
• বানভট্ট
• ভবভূতি
• উওর : কালিদাস
2- ধীবর-বৃত্তান্ত নাটকটি সংকলিত হয়েছে-
• রঘুবংশম্ থেকে
• মৃচ্ছকটিক থেকে
• অভিজ্ঞান শকুন্তলম থেকে
• কুমারসম্ভবম থেকে
• উওর : অভিজ্ঞান শকুন্তলম থেকে
3- ধীবর-বৃত্তান্ত নাট্যাংশটি বাংলায় তরজমা করেছেন-
• অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত
• নবারুণ ভট্টাচার্য
• সত্যনারায়ণ চক্রবর্তী
• সত্যপ্রিয় রায়
• উওর : সত্যনারায়ণ চক্রবর্তী
4- বিবাহের পর দুষ্মন্ত যেখানে ফিরে গিয়েছিলেন-
• হস্তিনাপুরে
• স্বর্গে
• তপোবনে
• কশ্যপের আশ্রমে
• উওর : হস্তিনাপুরে
5- যিনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন,তিনি হলেন -
• ঋষি দুর্বাসা
• বিশ্বামিত্র
• দোনাচার্য
• কৃপাচার্য
• উওর : ঋষি দুর্বাসা
6- শকুন্তলা এবং দুষ্মন্তের বিয়ের সময় মহর্ষি কণ্ব যেখানে গিয়ে ছিলেন, তা হল-
• তপোবনে
• হস্তিনাপুরে
• তীর্থে
• শিষ্যের আশ্রমে
• উওর : তীর্থে
7- যেখানে শকুন্তলার আংটি খুলে পড়ে গিয়েছিল, তা হল -
• শচীতীর্থে
• তপোবনে
• জাহ্নবক তীরে
• বেনারসে
• উওর : শচীতীর্থে
8- শকুন্তলার আংটিটি খুঁজে পেয়েছিল একজন-
• এক ধীবর
• এক নাপিত
• এক কৃষক
• এক শিকারী
• উওর : এক ধীবর
9- ধীবর বৃত্তান্ত নাটকে মোট কয়টি চরিত্রের সংলাপ রয়েছে?
• একটি
• দুটি
• তিনটি
• চারটি
• উওর : চারটি
10- ধীবর যে আংটিটি খুঁজে পেয়েছিল তাতে, ছিল-
• রাজার ছবি
• রানীর নাম
• রাজার খোদাই করা নাম
• শকুন্তলার ছবি
• উওর : রাজার খোদাই করা নাম
11- 'আপনারা শান্ত হন' বক্তা হলেন-
• ধীবর
• সূচক
• জানুক
• রাজশ্যালক
• উওর : ধীবর
12- 'একে পূর্বাপর সব বলতে দাও।'- বক্তা কে?
• সূচক
• প্রথম রক্ষী
• ধীবর
• রাজশ্যালক
• উওর : রাজশ্যালক
13- ধীবরকে যে অভিযোগে ধরে আনা হয়েছিল,তা হল
• আংটি চুরির অপরাধে
• সোনার হার চুরির অপরাধে
• মৎস্য শিকারের অপরাধ
• হরিণ শিকারের অপরাধে
• উওর : আংটি চুরির অপরাধে
14- ধীবর যেখানে আংটিটি পেয়েছিল,তাহল-
• রুই মাছের পেটে
• জালের মধ্যে
• জলের তলায়
• একটি সোনার দোকানে
• উওর : রুই মাছের পেটে
15- 'তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি' এই উক্তিটির বক্তা হলেন-
• সূচক
• প্রথম রক্ষী
• ধীবর
• রাজশ্যালক
• উওর : রাজশ্যালক
16- যার জীবিকাকে বেশ পবিত্র বলা হয়েছে,সে হলো-
• সূচক
• প্রথম রক্ষী
• ধীবর
• রাজশ্যালক
• উওর : ধীবর
17- 'আমি খন্ড খন্ড করে কাটলাম'-যা কাটা হয়েছিল, তা হল-
• রুই মাছ
• কাতল মাছ
• ভেটকি মাছ
• ইলিশ মাছ
• উওর : রুই মাছ
18- যার গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল, সে হল-
• সূচক
• প্রথম রক্ষী
• ধীবর
• ধীবরের স্ত্রী
• উওর : ধীবর
19- 'এই অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে' - এমন মন্তব্যের কারন কি?
• ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল
• ধীবরের গা থেকে কাঁচা মাছের গন্ধ আসছিল
• ধীবরের গায়ে গো-সাপের ছাল লেগেছিল
• ধীবরের গায়ে রক্তের দাগ লেগেছিল
• উওর : ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল
20- 'তা গাঁথতে আমার হাত দুটো নিশপিশ করছে।'—উক্তিটির বস্তুা হল-
• জানুক
• শ্যালক
• সূচক
• ধীবর
• উওর : সূচক
21- আজ আমার সংসার চলবে কীভাবে?’ —উক্তিটির বক্তা—
• ধীবর
• শ্যালক
• সূচক
• জানুক
• উওর : ধীবর
22- ‘প্রভু, অনুগৃহীত হলাম।'—অনুগৃহীত হওয়ার কারণ—
• রাজা মৃত্যুদণ্ড দেননি
• রাজা তাকে ক্ষমা করেছেন
• রাজা তাকে মুক্তি দিয়েছেন
• রাজা তাকে মুক্তির সঙ্গে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ খুশি হয়ে দিয়েছেন
• উওর : রাজা তাকে মুক্তির সঙ্গে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ খুশি হয়ে দিয়েছেন
23- 'তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না'—উদ্ধৃতাংশে 'তিনি' হলেন-
• মহর্ষি দুর্বাসা
• মহর্ষি কণ্ব
• মহর্ষি বিশ্বামিত্র
• মহারাজ দুষ্মন্ত
• উওর : মহারাজ দুষ্মন্ত
24- 'এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন –বক্তা হলেন-
• জানুক
• সূচক
• ধীবর
• শ্যালক
• উওর : ধীবর
25- আপনি মহারাজের একটা সেবা করলেন'—এমন মন্তব্যের কারণ—
• রাজশ্যালক মহারাজের প্রিয় আংটিটি ফেরত দিয়েছেন
• রাজশ্যালকের দেওয়া আংটি মহারাজকে প্রিয়জনের স্মৃতি পুনরুদ্ধারে সাহায্য করেছে
• মণিমাণিকাখচিত আংটিটি মহারাজের কাছে মূল্যবান ছিল
• ওপরের কোনোটিই নয়
• উওর : রাজশ্যালকের দেওয়া আংটি মহারাজকে প্রিয়জনের স্মৃতি পুনরুদ্ধারে সাহায্য করেছে।
এটাও পড়ো👉 : নিরুদ্দেশ গল্পের 30টি MCQ
আরও পড়ো👉 : কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার প্রশ্ন উওর
** আরও পড়ো👉 : নেপোলিয়নের রাশিয়া অভিযানের কারণ ও ফলাফল
** এটাও পড়ো👉 : রেসর্জিমিন্টো কী?
আশাকরি, নবম শ্রেণির বাংলা কালিদাসের রচিত ধীবর-বৃত্তান্ত নাটকের যে MCQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।
Tags : ধীবর-বৃত্তান্ত নাটাংশ্যের MCQ প্রশ্ন উত্তর 2024| নবম শ্রেণির বাংলা ধীবর-বৃত্তান্ত MCQ প্রশ্ন উত্তর 2024 | ক্লাস 9 বাংলা ধীবর-বৃত্তান্ত নাটাংশ্যের MCQ | wbbse class 9 Bengali question answer 2024 | Class 9 Bangla Dhibor Brittanto Nattangsher Questions Answers 2024