আজকের বিষয়ঃ
• ইলবার্ট বিল কি?
• ইলবার্ট বিল বিতর্ক
• ইলবার্ট বিলের প্রতিক্রিয়া
• ইলবার্ট বিলের গুরুত্ব
• ইলবার্ট বিরুদ্ধে ইউরোপীয়দের আন্দোলন
• ইলবার্ট বিলের সমর্থনে ভারতসভার আন্দোলন
ইলবার্ট বিল কী? || ইলবার্ট বিল প্রতিক্রিয়া,বিতর্ক ও আন্দোলন
ভূমিকাঃ ১৮৮৩ খ্রিস্টাব্দের আগে ভারতীয় বিচারব্যবস্থায় আদালতে কোন ইউরোপীয় বিচারপতি কোন ভারতীয় অভিযুক্তের বিচার করতে পারলেও কোন ভারতীয় বিচারপতি কোন ইউরোপের বিচার করতে পারতেন না। বিচার ব্যবস্থায় এই বৈষম্য দূর করার জন্য যে বিল পাস হয়েছিল তাই ইলবার্ট বিল নামে পরিচিত।
বিচার ব্যবস্থায় ইলবার্ট বিল কী?
১৮৮৩ খ্রিস্টাব্দের আগে ভারতের আগে পর্যন্ত ভারতে যে ফৌজদারী আইন ছিল সেই ফৌজদারি আইনের মাধ্যমে আদালতে এক অদ্ভুত নিয়ম চালু ছিল এই নিয়ম ছিল ভারতীয় বিচারপতিদের ক্ষেত্রে নিয়মটা ছিল এমন যে -আদালতে কোনো অভিযুক্ত ইউরোপীয়কে কখনোই কোনো ভারতীয় বিচারপতি আইন অনুযায়ী তার শাস্তি বিধান করতে পারতেন না। ভারতীয় বিচারব্যবস্থায় এরূপ বৈষম্য থাকার কারণে ভারতের বড়লাট লর্ড রিপন তার আইন সচিব Courtney Ilbert কে একটি খরসা তৈরি করতে বলেন। ১৮৮৩ খ্রিস্টাব্দে ইলবার্টের তৈরি সেই বিল বা খরসাই তার নাম অনুসারে ইলবার্ট বিল নামে পরিচিত।
Click Here 👉 : আনন্দ মঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবোধ বিকাশে সহায়তা করেছিল
ইলবার্ট বিলের উদ্দেশ্যঃ
লর্ড রিপন ইলবার্ট বিল প্রবর্তন করেছিলেন মূলত ভারতীয় বিচারব্যবস্থায় এই বর্ণ বৈষম্য দূর করার জন্য।
ইলবার্ট বিলের গুরুত্বঃ-
ভারতীয় বিচারপতিদের জন্য ইলবার্ট বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ ইলবার্ট বিল এর মাধ্যমে ভারতীয় বিচারপতিরা আদালতে তাদের যোগ্য সম্মান পেয়েছিলেন। কারণ এর মাধ্যমে তাদের অধিকারকে আর খর্ব করার চেষ্টা করা হয়নি। ইলবার্ট বিলের মাধ্যমে ভারতীয় বিচারপতিদের আদালতে তাদের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছিল। যার মাধ্যমে তারা আদালতে যেকোনো অপরাধীর বিচার করতে পারতেন।।
ভারতে ইলবার্ট বিলের প্রতিক্রিয়াঃ
১৮৮৩ খ্রিস্টাব্দের লর্ড রিপনের ইলবার্ট বিল ভারতের দুই ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। একদিকে ভারতে বসবাসকারী ইউরোপীয়দের মধ্যে ইলবার্ট বিল তীব্র ক্ষোভের সঞ্চার করেছিল। অপরদিকে ভারতীয় বিচারপতি এবং ভারতীয়দের ক্ষেত্রে ইলবার্ট বিল একটি আনন্দের বিষয় ছিল।
ইলবার্ট বিল আন্দোলনঃ
ইলবার্ট বিলের মাধ্যমে আদালতে ভারতীয় বিচারপতিদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হলে ভারতে বসবাসকারী ইউরোপীয় এর তীব্র বিরোধিতা করতে শুরু করে। ইউরোপীয়রা সরকারের কাছে এই বিলের সংশোধন বা বাতিল করার আবেদন জানায়।
ইলবার্ট বিলের সমর্থনে ভারত সভার আন্দোলনঃ
দেশজুড়ে যখন ইলবার বিলের বিরুদ্ধে ইউরোপীয়রা আন্দোলন শুরু করেছিল,ঠিক সেই সময়ে ইলবার্ট বিলের সমর্থনে ১৮৭৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ভারত সভার কয়েকজন বিশিষ্ট নেতা,যেমন -আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ সেন প্রমুখ ইলবার্ট বিলের সমর্থনে তীব্র আন্দোলন শুরু করে। শেষ পর্যন্ত সরকার ইউরোপীয়দের চাপে পড়ে এবং ইলবার্ট বিলের সমর্থনে ভারত সভার আন্দোলনের চাপে পড়ে উইলবার্ট বিল বাতিল না করে কিছু মাত্র সংশোধন। এবং এভাবে ইলবার্ট বিলের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল তা থেমে যায়।।
SAQ Related To Ilbert Bill
1. ইউবার্ট বিল কবে পাস হয়?
উওরঃ ১৮৮৩ খ্রিষ্টাব্দে।
2. কার আমলে ইলবার্ট বিল পাস হয়েছিল?
উওরঃ বড়লাট লর্ড রিপনের আমলে।
3. কোর্টনি ইলবার্ট কে ছিলেন?
উওরঃ বড়লাট লর্ড রিপনের আইন সচিব
আরও পড়ো👉 : ইতিহাসের ধারণা অধ্যায়ের 30+ MCQ
এটাও পড়ো👉 : উডের ডেসপ্যাচ সম্পর্কে সেরা নোট
এটাও দেখো👉 : মাধ্যমিক ইতিহাস মকটেস্ট
** এটাও পড়তে পারো : ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা
এটা দেখো👉 : মাধ্যমিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50+ MCQ প্রশ্ন উওর
** ক্লিক করো👉 : নব্যবঙ্গ গোষ্ঠীর সম্পূর্ণ ইতিহাস
এটাও দেখো : মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল
এটাও পড়তে পারো : আত্মজীবনী ও স্মৃতিকথার উপর সেরা নোট
আরও পড়ো👉 : পাবনা কৃষক বিদ্রোহের কারণ ও ফলাফল
চাইলে এটাও দেখো👉 : তেভাগা আন্দোলনের কারণ ও ফলাফল
আরও দেখো👉 : চম্পারণ সত্যাগ্রহের ইতিহাস
Related Keyword : সংবদ্ধতার গোড়ার কথা অধ্যায়ের প্রশ্ন উওর 2025| মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর 2025 | দশম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর 2025