অসহযোগ আন্দোলনের কারণ ও ফলাফল PDF

Ajit Rajbanshi
0

অহিংস অসহযোগ আন্দোলনের কারণ ও ফলাফল PDF

গান্ধীজীর নেতৃত্বে পরিচালিত প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন ছিল অহিংস অসহযোগ আন্দোলন। আজকের এই ব্লগ পোস্টে আমরা মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত অহিংস অসহযোগ আন্দোলন সম্পর্কে আলোচনা করবো। এই আন্দোলন কবে শুরু হয়েছিল? অহিংস অসহযোগ কথার অর্থ কী? অহিংস অসহযোগ আন্দোলনের কারণ কী ছিল এবং ফলাফলই বা গুরুত্ব কী ছিল?-সেই সমস্ত তথ্য আলোচনা করবো।। এবং সেই সঙ্গে অহিংস অসহযোগ আন্দোলনের সমস্ত খুটিনাটি তথ্যের PDF বা অসহযোগ আন্দোলনের কারণ, ফলাফল PDF শেয়ার করবো।।

পিডিএফ ফাইলটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। পিডিএফের জন্য আমাদের চ্যানেল জয়েন করুন।


অহিংস অসহযোগ কথার অর্থ কী?

অহিংস অসহযোগ কথার মধ্যে দুটো অর্থ লুকিয়ে রয়েছে। এখানে আমাদের প্রথমে রয়েছে অহিংস কথাটি। অহিংস শব্দের অর্থ হলো হিংসা না করা। অর্থাৎ গান্ধীজীর চিন্তাধারায় অহিংস কথার অর্থ হল সম্পূর্ণরূপে অন্যের প্রতি হিংসা ত্যাগ করা। দ্বিতীয়ত আমাদের যে কথাটি রয়েছে সেটা হচ্ছে অসহযোগ। অসহযোগ বলতে সাহায্য না করাকে বোঝায়।

গান্ধীজী চেয়েছিলেন যে, ভারতে যে ব্রিটিশ শাসন চলছে, এই শাসনের প্রতি ভারতীয়রা সম্পূর্ণ অসহযোগিতা করবে। এই অসহযোগিতা হবে এইভাবে-

১) সরকারি কাজকর্মে ভারতীয়রা কোনো সাহায্য করবে না বা সরকারি অফিসে তারা আর চাকরি করবে না।

২) ভারতীয়রা কোনো ধরনের বিদেশি পণ্য ব্যবহার করবে না।

৩) এদেশের ছেলেমেয়েরা ব্রিটিশদের যেকোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, তা হোক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়- থেকে বেরিয়ে আসবে এবং তারা আর বিদেশি শিক্ষা গ্রহণ করবে না।

ভারতীয়রা যদি এইভাবে ব্রিটিশদের শাসনের প্রতি অসহযোগিতা করতে থাকে, তাহলে ব্রিটিশরা ভারত ছাড়তে একদিন বাধ্য হবে। এটাই ছিল গান্ধীজীর ভাবনা।।


অহিংস অসহযোগ আন্দোলনের কারণ কী ছিল?

অহিংস অসহযোগ আন্দোলন শুরু করার পেছনে একাধিক ছিল। তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য কারণ হলো-

১) ভারতীয়দের স্বায়ত্তশাসন দেওয়ার কথা বলেও ভারতীয়দের স্বায়ত্তশাসন না দেওয়া।

২) প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেওয়া।

৩) ১৯১৯ খ্রিস্টাব্দের মন্টেগু চেমসফোর্ড আইনের ব্যর্থতা।

৪) ১৮১৯ খ্রিষ্টাব্দের দমনমূলক রাওলাট আইন।

৫) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড।

৬) তৎকালীন সময়ের শ্রমিক এবং কৃষক আন্দোলন।

১) ভারতীয়দের স্বায়ত্তশাসন দেওয়ার কথা বলেও ভারতীয়দের স্বায়ত্তশাসন না দেওয়া ;-

প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় সেনা এবং ভারতীয় অর্থ সম্পদ ব্যবহার করার বদলে ব্রিটিশ সরকার ভারতীয়দের এই প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলেই ব্রিটিশ সরকার ভারতীয়দের স্বায়ত্তশাসন দেবে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেও ব্রিটিশ সরকার ভারতীয়দের কোন সাহিত্য শাসন দেয় নি এর ফলে ১৯১৮ খ্রিস্টাব্দের পর থেকেই ভারতীয়দের মধ্যে ব্রিটিশদের প্রতি ক্ষোভ আরও বাড়তে থাকে।

) প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেওয়া ;-

প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। এর প্রভাব ভারতেও পড়েছিল। ফলে তৎকালীন সময় ভারতের বিভিন্ন দ্রব্যমূল্য অনেকটাই বেড়ে গিয়েছিল। ফলে সাধারণ মানুষের জীবন যাপন করাই তখন অতি কষ্টের হয়ে ওঠে। ভারতীয়রা এই কষ্টের জীবন থেকে বাইরে আসতে চেয়েছিল। আর ভারতীয়রা এটা জানতো যে- একমাত্র ব্রিটিশ শাসনের পতন ঘটলেই তাদের জীবনের শান্তি আসবে।।

) ১৯১৯ খ্রিস্টাব্দের মন্টেগু চেমসফোর্ড আইনের ব্যর্থতা ;

১৯১৯ খ্রিস্টাব্দে ভারতীয়দের খুশি করার জন্য একটি নতুন শাসন সংস্কার মূলক আইন পাস হয়েছিল। আইনের নাম ছিল মন্টেগু চেমসফোর্ড আইন। মন্টেগু চেমসফোর্ড আইনের দ্বারা ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং কেন্দ্রের দিক কক্ষ বিশিষ্ট আইনসভা ও প্রাদেশিক আইনসভা গঠন করা হলেও ভারতীয়দের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়নি। ফলে এই আইনের ব্যর্থতাও গান্ধীজীর মনে গভীর হতাশার সৃষ্টি হয়েছিল।।

৪) ১৯১৯ খ্রিষ্টাব্দের দমনমূলক রাওলাট আইন ;

ভারতীয়দের ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে দূরে রাখার জন্য এবং ভারতীয়দের সম্পূর্ণরূপে দমিয়ে রাখার জন্য স্যার সিডনি রাওলাটরের সভাপতিত্বে পাঁচজন সদস্য বিশেষ্য একটি কমিশন গঠন করা হয়। সেই সিডনি কমিশনের রিপোর্টের ভিত্তিতে ১৯১৯ খ্রিস্টাব্দে ভারতীয় আইনসভায় দমনমূলক রাওলাট আইন পাস হয়েছিল যা রাওলাট আইন নামে পরিচিত। অহসযোগ আন্দোলনের পেছনে একটা বড়ো কারণ ছিল সেই রাওলাট আইন।

৫) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ;

১৯১৯ খ্রিস্টাব্দের ১৩ এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের মাঠে দমনমূলক রাওলাট আইনের প্রতিবাদে একটি প্রতিবাদী সভা আহ্বান করা হয়। সেই সভায়  কয়েক হাজার সাধারণ মানুষ যোগ দেয়।। সভা চলাকালীন হটাৎ করেই সেখানে মাইকেল 'ও' ডায়ার হাজির হয়। মাইকেল 'ও' ডায়ার সেখানে কোনো শতর্কবার্তা না দিয়েই সাধারণ মানুষের উপর গুলি চালানোর নির্দেশ দেয়। ফলে সেখানে কয়েক হাজার মানুষ প্রাণ হারায়। এই ঘটনা ইতিহাসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন এবং মহাত্মা গান্ধী কাইজার-ই হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন।।

এই কিছু প্রধান কারণ এবং তৎকালীন সময়ে ভারতের বাড়তে থাকা অনেক শ্রমিক শ্রেণির অসন্তোষ এবং কৃষক আন্দোলনের চাপে পড়েই গান্ধীজি ১৯২০ খ্রিষ্টাব্দে অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেন।। এবং মহাত্মা গান্ধিই ছিলেন অহিংস অসহযোগ আন্দোলনের জনক।।


অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ-

অসহযোগ আন্দোলনের লক্ষ্য ছিল পূর্ণ স্বরাজ আদায় করা। কিন্তু পূর্ণ স্বরাজ আদায় করার আগেই উত্তরপ্রদেশের গুরুকপুর জেলায় এমন একটি ঘটনা ঘটে, যার জন্য মহাত্মা গান্ধী আইনস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন।

চৌরিচৌরা ঘটনা কী?

১৯২২ খ্রিস্টাব্দের ৫ ই ফেব্রুয়ারি উত্তর প্রদেশের গোরখপুর জেলার চৌরিচৌরা নামক স্থানের স্থানীয় জনগণের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। ফলে স্থানীয় জনগণ রেগে গিয়ে পুলিশ স্টেশনের আগুন লাগিয়ে দেয়। সেই পুলিশ স্টেশনে বাইশজন পুলিশ কর্মী ভেতরেই আটকে পড়েছিল। ফলে ২২জন পুলিশ পুলিশ সেখানেই আগুনে পুড়ে মারা যান। এই ঘটনায় চৌরিচৌরা ঘটনা নামে পরিচিত।। মহাত্মা গান্ধী চৌরিচৌরার ঘটনার কারণেই ১৯২২ খ্রিষ্টাব্দের ৫ই ফেব্রুয়ারি অহিংস অসহযোগ আন্দোলন ত্যাগ করেছিলেন।।

 Click Here 👉 : মাধ্যমিক ইতিহাস মকটেস্ট


অহিংস অসহযোগ আন্দোলনের ফলাফল বা গুরুত্ব কী ছিল?

অসহযোগ আন্দোলন ব্যর্থ হলে এই আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ ফলাফল ছিল। যেমন-

১) অসহযোগ আন্দোলনের ফলে ভারতের ভারতীয় পণ্যের ব্যবহার বৃদ্ধি পেয়েছিল। বিশেষ করে ভারতীয় বস্ত্র শিল্পের বিকাশ ঘটেছিল।

২) অসহযোগ আন্দোলনের ফলে ভারতে দেশীয় শিক্ষা প্রসার করেছিল। এই সময় দেশীয় স্কুল, কলেজ বা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠে।

৩) অহিংস অসহযোগ আন্দোলনের ফলেই ভারতে জাতিভেদ প্রভাব বিশেষ করে অস্পৃশ্যতা দূর হয়েছিল এবং সবচেয়ে বড় কথা এই সভায় হিন্দু মুসলিমদের মধ্যে যে সাম্প্রদায়িকতা সেটা অনেকটাই কমে গিয়েছিল।।

৪) গান্ধীজীর অসহযোগ আন্দোলনের ফরে সারা ভারতে কংগ্রেসের শক্তি বিশেষ করে মহাত্মা গান্ধীর শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছিল।।


এটাও দেখো : মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল
এটাও পড়তে পারো : আত্মজীবনী ও স্মৃতিকথার উপর সেরা নোট
আরও পড়ো👉 : পাবনা কৃষক বিদ্রোহের কারণ ও ফলাফল
চাইলে এটাও দেখো👉 : তেভাগা আন্দোলনের কারণ ও ফলাফল

আরও দেখো👉 : চম্পারণ সত্যাগ্রহের ইতিহাস

Post a Comment

0Comments

Post a Comment (0)