দশম শ্রেণীর বাংলা বা মাধ্যমিক বাংলা কবিতা মাইকেল মধুসূদন দত্ত রচিত 'অভিষেক' (WB Class 10 Bangla Abhishek Kobita) থেকে যেহুতু ফাইনাল এবং টেস্ট পরীক্ষায় প্রশ্ন থাকবে, সেই কারণে আজকের এই ব্লগ পোস্টে তোমাদের জন্য 'ক্লাস 10 বাংলা অভিষেক কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ 30টি MCQ & SAQ প্রশ্ন উওর' শেয়ার করবো।
ক্লাস 10 বাংলা অভিষেক কবিতার 20+ MCQ
১.১ "অহিষেক' কবিতাটি কবি মধুসূদন দত্তের যে কাব্য থেকে নেওয়া তা হল –
(ক) 'মেঘনাদবধ কাব্য'
(খ) বীরাঙ্গনা কাব্য
(গ) ব্রজাশনা কাব্য',
(খ) 'চতুর্দশপদী কবিতাবলী।
উওর : 'মেঘনাদবধ কাব্য'
১.২ 'হাসিবেন মেঘবাহন, রুঝিবেন দেব অগ্নি।'- মেঘবাহন কে? –
(ক) ব্রহ্মা
(খ) বিষ্ণু
(গ) মহেশ্বর
(ঘ) ইন্দ্ৰ
উওর : ইন্দ্ৰ
১.৩ হৈমবর্তীসূতা যাকে বধ করেছিলেন তিনি হলেন –
(ক) মহিষাসুর
(গ) তারকাসুর
(গ) বুত্রাসুর
(ঘ) ভস্মাসুর
উওর : তারকাসুর
১.৪ “সাজিলা রবীন্দ্রষর্ভ" – 'রবীন্দ্রষর্ভ' শব্দের অর্থ –
(ক) শ্রেষ্ঠ রাজা
(খ) শ্রেষ্ঠ দেবতা
(গ) শ্রেষ্ঠ রথি
(ঘ) শ্রেষ্ঠ অসুর
উওর : শ্রেষ্ঠ রথি
১.৫ "প্রণমিয়া ধাত্রীর চরণে " - এই ধাত্রী হলেন-
(ক) প্রভাষা
(খ) কঙ্কাবতী
(গ) সরমা
(ঘ) অঙ্গুয়াশিতা
উওর : প্রভাষা
১.৬ "রাক্ষস কুল শেখর তুমি, বৎস"- এখানে যার কথা বলা হয়েছে-
(ক) বীরবাহুর
(খ) বিভীষণের
(গ) ইন্দ্রজিৎ
(ঘ) কুম্ভকর্ণ
উওর : ইন্দ্রজিৎ।
১.৭ “নাদিলা কর্পূরদল" - "কর্বুর" শব্দের অর্থ কী? –
(ক) সৈন
(খ) রাক্ষস
(গ) বানর
(ঘ) যোদ্ধা
উওর : রাক্ষস
১.৮ 'রত্নাকর রত্নোত্তমা' কে?,
(ক) সীতা
(খ) সরমা
(গ) প্রমীলা
(ঘ) লক্ষ্মী
উওর : লক্ষ্মী
১.৯ "সাজিলা রবীন্দ্রষর্ভ_____ শূন্যস্থান পূরণ করো:
(ক) স্বর্ণ-আভরণে
(খ) বর্ম-আভরণে
(গ) বীর-আভরণে
(ঘ) লৌহ-আভরণে
উওর : বীর-আভরণে
১.১০ রোষে মহাবলী মেঘনাদ' – রোষে মেঘনাদ কী ছিঁড়ে ফেলল? –
(ক) হস্তবর্ম
(খ) কর্ণকুণ্ডল
(গ) কুসুমরাজি
(ঘ) কুসুমনাম।
উওর : কুসুমনাম
১.১১ বৃহপারুপী কিরীটি' কে? –
(ক) অর্জুন
(খ) ইন্দ্রজিৎ
(গ) রাবণ
(খ) কুম্ভকর্ণ
উওর : অর্জুন
১.১২ “উত্তরিলা বীরদর্পে অসুরারি-রিপু" – 'অসুরারি-রিপু'হ'ল–
(ক) ইন্দ্র
(খ) বীরবাহু
(গ) ইহুজিৎ
(ঘ) রাবণ
উওর : ইহুজিৎ
১.১৩- ইন্দ্রজিতের স্ত্রীর নাম –
(ক) ইন্দিরা
(খ) সরমা
(গ) নিকষা
(ঘ) প্রমীলা
উওর : প্রমীলা
১.১৪- নমি পুত্র পিতার চরণে' – এখানে পুত্র হল –
(ক) মেঘনাদ
(খ) বারব
(গ) কুম্ভকর্ণ
(ঘ) বিভীষন
উওর : মেঘনাদ
১.১৫- 'অভিষেক' শীর্ষক পাঠ্যাংশটি মেঘনাদবধ কাব্যের কোন সর্গ থেকে গৃহীত?
(ক) প্রথম সর্গ
(খ) নবম সর্গ
(গ) চতুর্থ সর্গ
(ঘ) সপ্তম সর্গ।
উওর : প্রথম সর্গ
১.১৬ "কনক-আসন ত্যজি বীরেন্দ্রবেশরী" “বীরেন্দ্রবেশরী' কাকে বলা হয়েছে? –
(ক) রারণ
(খ) রাঘব
(গ) ইন্দ্রজিৎ
(ঘ) কুম্ভকর্ণ
উওর : ইন্দ্রজিৎ
১.১৭ "হেথা আমি বামাদল মাঝে"-"বামা' শব্দের অর্থ –
(ক) বান্ধবী
(খ) নারী
(গ) রাক্ষসী
(ঘ) দেবী।
উওর : নারী
১.১৮ "নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর, বীরমণি" "বীরমণি' হলেন –
(ক) রাবণ
(খ) বিভীষণ
(গ) ইন্দ্রজিৎ
(ঘ) ধীরবাহু।
উওর : ইন্দ্রজিৎ
১.১৯- ‘ত্যজ কিঙ্করীরে আজি?'—কিঙ্করী' শব্দের অর্থ-
(ক) কিন্নরী
(খ) ললনা
(গ) সেবিকা
(ঘ) কিঙ্কিণি
উওর : সেবিকা
১.২০- শিক্মিনী আকর্ষি রোধে,'—'শিঙ্কিনী' শব্দের অর্থ হল
(ক) অসি
(খ) দুন্দুভি
(গ) ধনুকের ছিলা
(ঘ) তৃণ
উওর : ধনুকের ছিলা
১.২১- উড়িছে কৌশিক ধ্বজ:— 'ধ্বজ' শব্দের অর্থ -
(ক) দামামা
(খ) পতাকা
(গ) কনক
(ঘ) আসন
উওর : পতাকা
মাধ্যমিক বাংলা : অভিষেক কবিতার SAQ প্রশ্ন উত্তর 2025
1- মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গটির নাম লেখ।
উওর : মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গের নাম হলো অভিষেক।
2- " জিজ্ঞাসিলে মহাবাহু বিস্ময় মানিয়া " মহাবাহু কে? তার বিস্ময়ের কারণ কী?
উওর : এখানে মহাবাহু হলেন রাবণ পুত্র মেঘনাথ। ইন্দ্রজিতের বিস্ময়ের কারণ হলো - তিনি রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে কেটে ফেলেছিলেন। কিন্তু তা সত্ত্বেও রামের হাতে কীকরে বীরবাহুর মৃত্যু হয়, সেটা ভেবেই তিনি বিস্মিত।
3- " হা ধিক মোরে!" - বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছেন?
উওর : ইন্দ্রজিতের মত একজন বীর যোদ্ধার পক্ষে কখনো সেই অবস্থায় বামাদের মাঝে থাকা উচিত নয়, যে অবস্থায় তার প্রিয় ভাই শত্রুর হাতে নিহত এবং পিতা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরুপ অবস্থায় থাকার জন্য বক্তা নিজেকে ধিক্কার দিয়েছেন।
4- বীরবাহুর মৃত্যুসংবাদ কে,কাকে দিয়েছিলেন?
উওর : বীরবাহুর মৃত্যুসংবাদ লঙ্কার কূললক্ষ্মী ধাত্রী প্রভাষার ছদ্মবেশে মেঘনাথ বা ইন্দ্রজিৎকে দিয়েছিলেন।
5- " ঘুচাবো এ অপবাদ, বধি রিপুকুলে " - এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে?
উওর : রামচন্দ্রের হাত প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু হওয়া এবং পিতা রাবণের যুদ্ধ যাওয়ার সময় তার বামাদের মাঝে থাকার ঘটনাকেই তিনি অপবাদ বলে মনে করেন।
6- ত্যজ কিঙ্করীরে আজি? - কে নিজেকে কিঙ্করীরে বলেছেন?
উওর : ইন্দ্রজিত যখন রামের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকেন, তখন তাঁর স্ত্রী প্রমিলা,স্বামীর সেবা থেকে বঞ্চিত হওয়ায় নিজেকে কিঙ্করী অর্থাৎ সেবিকা বলেছেন।।
7- বৃহন্নলারূপী কিরীটি কে?
উওর : বৃহন্নলারূপী কিরীটি হলো পান্ডবপুত্র অর্জুন।
8- " দেহ আজ্ঞা মোরে " - ইন্দ্রজিত তার পিতা রাবণের কাছে কিসের আজ্ঞা চেয়েছেন??
উওর : অভিষেক কবিতার শেষের অংশে ইন্দ্রজিত তার পিতা রাবণের কাছে রামের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার অনুমতি বা আজ্ঞা চেয়েছেন।।
9- " হাসিবে মেঘবাহন "- মেঘবাহন কে??
উওর : এখানে মেঘবাহন বলতে দেবরাজ ইন্দ্র কে বোঝানো হয়েছে।
10- " যাও তুমি ত্বরা করি " কে, কাকে ত্বরা করি যাত্রা করতে বলেছে?
উওর : অভিষেক কবিতা অনুসারে ঢাকা দেবী লক্ষী ইন্দ্রজিৎকে ত্বরা করি অর্থাৎ শীঘ্র লঙ্কা যাত্রা করতে বলেছেন।
এটাও দেখো : মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল
এটাও পড়তে পারো : আত্মজীবনী ও স্মৃতিকথার উপর সেরা নোট
আরও পড়ো👉 : পাবনা কৃষক বিদ্রোহের কারণ ও ফলাফল
চাইলে এটাও দেখো👉 : তেভাগা আন্দোলনের কারণ ও ফলাফল
আরও দেখো👉 : চম্পারণ সত্যাগ্রহের ইতিহাস