ভারতীয় পার্লামেন্টে জিরো আওয়ার বলতে কী বোঝায়??

Ajit Rajbanshi
0


indian-parliament


ভারতীয় পার্লামেন্টে জিরো আওয়ার বলতে কী বোঝায়?

ভারতীয় পার্লামেন্টে অধিবেশন শুরু হয় সকাল 11 টার দিকে। এবার সকাল 11 টা থেকে দুপুর বারোটা পর্যন্ত পার্লামেন্টে প্রশ্ন পর্ব বা Question Hour. চলে।। প্রশ্ন পর্বে পার্লামেন্টের সদস্যরা মন্ত্রীদের কে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে থাকেন এবং মন্ত্রীরা প্রশ্ন অনুযায়ী উত্তর দিয়ে থাকেন। এবার পার্লামেন্টে Question Hour শেষে দুপুর 12 থেকে 1টা পর্যন্ত যে সময়কাল সেই সময়কালটা হলো জিরো আওয়ার। 

▪ জিরো আওয়ারে কী হয়??

পার্লামেন্টে প্রশ্ন পর্বে প্রশ্ন করার জন্য পার্লামেন্টের সদস্যদের ১০ দিন আগে লোকসভার স্পিকারকে বা চেয়ারম্যানকে সেই বিষয়টা জানাতে হয়। কিন্তু জিরো আওয়ারে পার্লামেন্টের যেকোনো সদস্য যে কোন বিষয়ে প্রশ্ন তুলতে পারেন। তবে এক্ষেত্রে প্রশ্ন করার জন্য সেই সদস্যকে সকল দশটার মধ্যে সেই প্রশ্ন করার বিষয়টা স্পিকার কে বা চেয়ারম্যানকে জানাতে হবে। জিরো আওয়ারের সময় সদস্যরা তাদের নিজ নিজ এলাকার স্বার্থ –সংশ্লিষ্ট নয়,কিন্তু গুরুত্বপূর্ণ এমন দেশী ও আন্তঃজাতিক বিষয়ে কথা বলেন । জিরো আওয়ারে(zero hour)কথা বলতে হলে এই দিন সকাল সোয়া দশটার আগে লিখিত নোঠিশ দিতে হয় । সকল নোটিশ পাওয়ার পর একটি তালিকা তৈরি করে স্পিকার বা সভাপতিকে দেখানো হয় । স্পিকার যে সব নোটিশ গ্রহনযোগ্য মনে করেন সেগুলোর আরেকটি তালিকা তৈরি করা হয় । সাধারণত ১৫ জন সদস্য একদিনে কথা বলতে পারেন । জিরো আওয়ার(zero hour) ভারতীয় সংসদে একটি কার্য়কর উপায় হিসেবে জনপ্রিতা পেয়েছে। 

▪ জিরো আওয়ারের গুরুত্ব কী? 

▪ ভারতে Zero Hour শুরু হয়েছিল 1962 সালে। ভারতীয় সংসদে একসময় প্রশ্নউত্তর পর্ব শেষ হওয়ার পরও কিছু সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে উঠে দাড়াতেন। স্পিকারের অনুমতি কখনও পেতেন কখনও পেতেন না। এই অবস্থাটিকে প্রাতিষ্ঠানিকতার মধ্য নিয়ে আসার চিন্তা করা হয়।


এটা পড়ো👉 : ভারতের প্রধানমন্ত্রীর উপর সবচেয়ে সুন্দর নোট

** আরও পড়ে দেখুন ; লোকসভার স্পিকারের উপর A1 নোট

** আরও জানো ; মূখ্যমন্ত্রীর যোগ্যতা, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে A1 নোট

**** একটা সুন্দর নোট দেখে নাও : রাষ্ট্রপতির যোগ্যতা, নির্বাচন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে  


▪ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন👉 Telegram Channel 
▪ ফেসবুক পেজ ফলো করুন👉 Facebook Page 

▪ ফলো করুন আমাদের👉 WhatsApp Channel


Post a Comment

0Comments

Post a Comment (0)