আজকের এই ব্লগ পোস্টে WB HS History Previous Year Question Paper Solution হিসাবে 2023 HS History Question Paper With Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।
2023 উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্রের সমাধান হিসেবে এখানে শুধুমাত্র MCQ & SAQ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। বাকি ৮ মার্কের প্রশ্নের উত্তরও যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা +918388986727 নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের উচ্চমাধ্যমিক ইতিহাস সকল অধ্যায়ের পিডিএফ নোট খুবই অল্প দামে কিনে নিতে পারো।।
2023 উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্রের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর || 2023 HS History Question MCQ Solution
(i) ‘হাজার দুয়ারী জাদুঘর’ হল একটি-
উত্তরঃ ঐতিহাসিক জাদুঘর।
(ii) মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম-
উত্তরঃ‘সেদিনের কথা’।
(iii) উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন-
উত্তরঃ বার্থোলোমিউ ডিয়াজ।
(iv) ‘দ্য ওয়েলথ অব নেশনস্’ গ্রন্থের লেখক-
উত্তরঃ অ্যাডাম স্মিথ।
(v) ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন –
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস
(vi) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও
উত্তরঃ(d) (i) – (B), (ii) – (D), (iii) – (A), (iv) – (C)
(vii) 1843 সালে চীনে কোন্ চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ বোগের সন্ধি।
(viii) ‘গুলামগিরি’ গ্রন্থটির রচয়িতা হলেন-
উত্তরঃ জ্যোতিবা ফুলে।
(ix) আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন
উত্তরঃ থিওডোর বেক।
** HS History সকল অধ্যায়ের সাজেশন + প্রশ্ন উওরের পিডিএফ নোট খুবই কম দামে পেতে যোগাযোগ করো +8388986727 নম্বরে
(x) সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন –
উত্তরঃ কাং ইউ-ওয়ে।
(xi) রাওলাট কমিশনের অপর নাম হল –
উত্তরঃ সিডিশন কমিশন।
(xii) কত সালের 16 আগস্ট ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা’ ঘোষিত হয়?
উত্তরঃ 1932 সাল।
(xiii) ক্রীপস প্রস্তাবকে “একটি ফেলপড়া ব্যাঙ্কের আগামী তারিখের চেক” বলেছিলেন –
উত্তরঃ মহাত্মা গান্ধী।
(xiv) নেতাজী সুভাষচন্দ্র বসু ‘শহীদ’ ও ‘স্বরাজ’ নাম দেন কোন দুটি দ্বীপপুঞ্জের?
উত্তরঃ আন্দামান ও নিকোবর।
(xv) হিদেকি তোজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তরঃ জাপান।
(xvi) ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন--
উত্তরঃ মহম্মদ হাত্তা।
(xvii) স্তম্ভ-১-এর সাথে স্তম্ভ-২ মেলাও
উত্তরঃ (b) (i) – (B), (ii) – (C), (iii) – (D), (iv) – (A)
(xviii) COMECON গড়ে ওঠে –
উত্তরঃ পূর্ব ইউরোপে।
(xix) আরব লীগের অধীন ছিল না –
উত্তরঃ ইজরায়েল।
(xix) কুয়োমিনটাং দলের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ সানইয়াৎ সেন।
(xxi) বি-উপনিবেশিকরণ (Decolonisation) শব্দটি প্রথম ব্যবহার করেন-
উত্তরঃ মরিৎস জুলিয়াস বন।
(xxii) স্বাধীন ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়-
উত্তরঃ 1950 সালে।
(xxiii) বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন –
উত্তরঃ শেখ মুজিবর রহমান।
(xxiv) ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ মোরারজি দেশাই।
2023 উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্রের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর || HS History Question Paper 2023 SAQ Solution
(i) কোন দেশ ‘মশলা দ্বীপপুঞ্জ’ নামে বিখ্যাত ছিল?
উত্তরঃ পূর্ব ইন্দোনেশিয়ার মালুক দ্বীপপুঞ্জ বা মালাক্কাস দ্বীপপুঞ্জ মসলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত
(ii) ‘নতুন বিশ্ব’ বলতে কী বোঝায়?
উত্তরঃ সপ্তদশ শতকের দিকে বিভিন্ন ইউরোপীয় উপনিবেশ প্রতিষ্ঠার শক্তিগুলো আমেরিকা মহাদেশে নিজেদের উপনিবেশন স্থাপন করেছিল। আমেরিগো ভেসপুঁচি লরেঞ্জো দ্য মেডিচিকে লেখা এক চিঠিতে কলম্বাস আবিষ্কৃত সেই আমেরিকা মহাদেশকে নতুন বিশ্ব বলে উল্লেখ করেছিলেন।
অথবা, ‘কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা’ – এই ধারণাটি কে প্রচার করেন?
উত্তরঃ কবি রুডইয়ার্ড কিপলিং মনে করতেন কৃষ্ণাঙ্গদের শিক্ষিত করে তোলা এবং উন্নত করে তোলার দায়িত্ব হল শ্বেতাঙ্গ মানুষের। সেই দায়িত্বকেই কবি রুই ইয়ার্ড কিপলিং শ্বেতাঙ্গদের বোঝা বলে মনে করতেন।
(iii) কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন?
উত্তরঃ ম্যাথু পেরি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন।
অথবা, লগ্নি পুঁজি কী?
উত্তরঃ শিল্প বা বাণিজ্য থেকে যে পরিমাণ অর্থ লাভ হয় সেই লাভ হওয়া অর্থই যখন আবার অতিরিক্ত লাভের উদ্দেশ্যে শিল্প বা বাণিজ্যে বিনিয়োগ করা হয়? তখন সেটাকে বলা হয় লগ্নি পুঁজি।
** HS History Suggestion + PDF Notes খুবই সামান্য দামে নিতে চাইলে আজই +918388986727 নম্বরে যোগাযোগ করো।
(iv) দস্তক কী?
উত্তরঃ সহজ ভাষায় দস্তক বলতে বোঝায় বিশেষ অনুমতি বা ছাড়পত্র। ১৯১৭ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বাংলায় বিনামূল্যে বাণিজ্য করার অনুমতি পায়। একেই মনে হয় ফারুকশিয়ারের ফরমান বা দস্তক।
(v) চীনে মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেছিলেন?
উত্তর:- মার্কিন পররাষ্ট্র সচিব জন হে।
অথবা, কাওতাও প্রথা কী?
উত্তরঃ কাওতাও প্রথা চীনের সঙ্গে সম্পর্কযুক্ত। কোনো বিদেশী বণিক বা বাণিজ্য সংস্থা যদি চিনে বাণিজ্য করতে আসতো, তাহলে সর্বপ্রথম তাদের চীনের সম্রাটের সামনে নতজানু হয়ে বসে তার বসতা স্বীকার করতে হতো। এটাই কাওতাও প্রথা নামে পরিচিত।।
(vi) ‘নব্যবঙ্গ’ নামে কারা পরিচিত?
উত্তরঃ নব্য বঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী ছিল উনিশ শতকের বাংলার এক সমাজ সংস্কারক গোষ্ঠী। তৎকালীন সময়ের হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং তার কয়েকজন অনুগামী ছাত্র যেমন-প্যারীচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী,রসিক কৃষ্ণ মল্লিক প্রমূখকে নিয়ে যে সমাজ সংস্কারক গোষ্ঠী তৈরি হয়েছিল তাকেই বলা হতো নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী। এথেনিয়াম ছিল নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপত্র এবং এই গোষ্ঠীর হাত ধরেই ১৮২৮ খ্রিস্টাব্দে ডিরোজিও প্রতিষ্ঠা করেছিলেন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন।।
(vii) ‘দিকু’ কাদের বলা হত?
উওরঃ ব্রিটিশ শাসনকালে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় যেমন সাঁওতাল, হো, মুন্ডা, ওরাও, চূয়ার, কোল সমাজে মহাজন, সুদখোর, ব্যবসায়ীদের দিকু বলা হতো। দিকু শব্দের অর্থ হলো বহিরাগত।
অথবা, কে ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ নামে পরিচিত?
উত্তর:- বীরসালিঙ্গম পানতুলু বাংলার বিদ্যাসাগরের সমাজ সংস্কারের কর্মের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়ে তিনি ও দক্ষিণ ভারতের বিভিন্ন সমাজ সংস্কারক কার্য শুরু করেছিলেন এজন্য বিরিশালী নাম পানতুলুকে ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ বলা হয়।
(viii) জাপান কবে চীনের কাছে ‘একুশ দফা দাবি পেশ করেছিল?
উত্তর:- জাপান ১৯১৫ খ্রিস্টাব্দের ১৮ জানুয়ারি চিনের কাছে একুশ দফা দাবি পেশ করেছিল।
(ix) ‘মাহাদ মার্চ’ কী ?
উত্তর:- ভারতের পিছিয়ে পড়া শ্রেণীর নেতা ডঃ বি আর আম্বেদকর ১৯২৭ খ্রিস্টাব্দের ২০ মার্চ সমাজের পিছিয়ে পড়া শ্রেণির মানুষের নিয়ে, বা অস্পৃশ্যদের নিয়ে যে পদযাত্রা শুরু করেছিলেন, সেটাই মাহাদ মার্চ নামে পরিচিত।
অথবা, মীরাট ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত ছিলেন ?
উত্তর:- মীরাট ষড়যন্ত্র মামলায় তিনজন ব্রিটিশ নেতা ফিলিপ স্প্র্যাট, লেস্টার হাচিনসন এবং বেঞ্জামিন এবং ভারতের প্রথম সারির কমিউনিস্ট নেতা মুজাফফর আহমেদ ও পি. সি. যোশী, এস.এস.ডাঙ্গে সহ মোট ৩৩ জন নেতাকে নিয়ে মিরাট ষড়যন্ত্র মামলা করা হয়েছিল।
** উচ্চমাধ্যমিক ইতিহাসের সাজেশন এবং সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বা পিডিএফ নোটস খুবই সামান্য দামে নিতে চাইলে আজই +918388986727 নম্বরে যোগাযোগ করো।
(x) ‘টিসকো’ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- টিসকো(TISCO) অর্থাৎ টাটা আয়রন এন্ড স্টিল কঅম্পানি ১৯০৭ খ্রিস্টাব্দে জামসেদজি টাটার উদ্দোগে প্রতিষ্ঠিত হয়।
(xi) ‘সি.আর.ফর্মুলা’ কী ?
উত্তরঃ একদিকে ভারতকে স্বাধীন করা এবং অন্যদিকে মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নার পৃথক পাকিস্তানি গঠনের তীব্র দাবি- উভয়ের জন্য তৎকালীন সময়ের পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ভারতকে বিভাজন না করেই মোহাম্মদ আলী জিন্নের দাবিকে মেনে বেশ কিছু শর্তসহ চক্রবর্তী রাজা গোপালাচারী তার একটি প্রস্তাব পেশ করেন যা সি.আর ফর্মুলা নামে পরিচিত।।
(xii) কে ‘ইন্দো-চায়না কমিউনিস্ট পার্টি’ প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ হো-চি-মিন।
(xiii) বার্লিন অবরোধ কী?
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যেটা প্রথম সমস্যা হয়েছিল সেটা হয়েছিল বার্লিনকে নিয়ে। বার্লিন সীমানা নিয়ে সোভিয়েত ইউনিয়ন এবং মিত্রপক্ষের অন্যান্য রাষ্ট্রের মধ্যে কিছুটা সমস্যা দেখা যায়। এই পরিস্থিতিতে সোভিয়েত ইউনিয়ন নিজস্ব স্বার্থ বজায় রাখার উদ্দেশ্যে বার্লিনে প্রবেশের মূল পথ ১৯৪৮ খ্রিস্টাব্দের ২৪শে জুন বন্ধ করে দিয়েছিল। এটাই বার্লিন অবরোধ নামে পরিচিত।।
(xiv) বুলগানিন কে ছিলেন.
উত্তরঃ নিকোলাই বুলগামী ছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রী।
(xv) ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’ কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ ১৯৫২ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের খড়্গপুরে সর্বপ্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) প্রতিষ্ঠিত হয়েছিল। এটা প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আব্দুল কালাম আজাদের উদ্যোগে।
(xvi) আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে?
উত্তর:- ১৯৬২ সালের ১৮ মার্চ।
** পরীক্ষায় আসার মতো প্রশ্নের সাজেশন এবং উচ্চমাধ্যমিক ইতিহাসের সব অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উওর, পিডিএফ নোট সামান্য দামে নিতে চাইলে আজই +918388986727 নম্বরে যোগাযোগ করো।
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্রের 8 মার্কের বড়ো প্রশ্ন উওর
(i) পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায় ? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী
অথবা, ‘মিথ’ বলতে কী বোঝো ? মিথ ও কিংবদন্তীর মধ্যে পার্থক্য নির্দেশ করো।
(ii) পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো।
(iii) নানকিং ও তিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো।
(iv) একজন সমাজসংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো।
(v) মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের ( 1919) সমালোচনামূলক বিশ্লেষণ করো।
অথবা, বাংলায় 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল ? এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কী ছিল?
(vi) ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু’র অবদান পর্যালোচনা করো।
(vii) সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো।
(viii) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল?
উচ্চমাধ্যমিক ইতিহাস পরীক্ষায় আসা এই ৮ মার্কের বড়ও প্রশ্নের উত্তরও যদি তোমরা পেতে চাও?তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে সম্পূর্ণ ডিজিটাল পিডিএফ নিতে পারো।