সব ধরনের প্রশ্নের উওর সহ 2022 HS Political Science Question Paper

Ajit Rajbanshi
0

 

wb-hs-political-science-question-paper-2024

ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটের উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিগত বছরের প্রশ্নপত্রের সমাধান হিসেবে 2017,2019 এবং 2023 HS Political Science Question Paper With Answers পোস্ট করা হয়েছে। আজ আমরা আবারও WB HS Political Science PYQP Solution হিসাবে 2023 উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিকাল সাইন্স প্রশ্নপত্র সঠিক সমাধান সহকারে তোমাদের জন্য শেয়ার করছি।

** এখানে তোমরা শুধুমাত্র MCQ & SAQ প্রশ্নের উত্তর গুলো পাবে। কিন্তু তোমরা যদি বাকি ৮ মার্কের প্রশ্নের উত্তরও পেতে চাও তাহলে তোমরা আমাদের সম্পূর্ণ সিলেবাসের পিডিএফ নোট খুবই সামান্য দামে ৮৩৮৮৯৮৬৭২৭ নম্বরে যোগাযোগ করে নিতে পারো 


2022 HS Political Science Question Paper MCQ Solution || উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রের MCQ সমাধান 2022

(i) কত সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয়?

 উওরঃ 1973 সালে।

অথবা,

তপশিলি জাতি , তপশিলী উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যাবস্থা করা হয়েছে ? 

উওরঃ 1992 সালে 

(ii) প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ ? 

উওরঃ 5 বছর।

(iii) বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে? 

উওরঃ সুপ্রিমকোর্টের।

অথবা, 

ক্রেতা সুরক্ষা আইন তৈরী হয় ? 

উওরঃ 1986 সালে।

(iv) হাইকোর্টের বিচারপতিগণ কত বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারেন?  

উওরঃ 62 বছর

(v) ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছ ? 

উওরঃ লোকসভার।

(vi) রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল ? 

উওরঃ 250                              

অথবা,

রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল হল ? 

উওরঃ 6 বছর

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সকল অধ্যায়ের ১০০% কমন যোগ্য সাজেশন + প্রশ্ন উওরের পিডিএফ নোট সামান্য দামে নিতে ৮৩৮৮৯৮৬৭২৭ নম্বরে আজই যোগাযোগ করো।

(vii) ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ? 

উওরঃ ড: রাজেন্দ্রপ্রসাদ 

(viii) কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন ? 

উওরঃ প্রধানমন্ত্রী 

 (ix) ‘স্পিরিট অব দি লজ’ গ্রন্থ প্রকাশিত হয়? 

উওরঃ 1748 সালে 

অথবা, 

মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হল ? 

উওরঃ জনপ্রতিনিধি সভা

(x) দ্বিকক্ষবাদের সমর্থক হলেন ? 

উওরঃ জে . এস . মিল 

(xi) ‘জাতীয় মূল্যবোধের সমষ্টি হল জাতীয় স্বার্থ’ একথা বলেছেন ? 

উওরঃ হ্যান্স জে.মরগেনথাউ 

অথবা,

পলিটিক্স অ্যামং নেশনস’ বইটি কার লেখা? 

উওরঃ হ্যান্স জে . মর্গেনথাউ 

(xii) ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয়........সালে

উওরঃ 1648

(xiii) পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন ? 

উওরঃ সভাপতি 

(xiv)  ছোটো শহরগুলির স্বায়তশাসন পরিচালিত হয়

উওরঃ পৌরসভার ধারা 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সকল অধ্যায়ের ১০০% কমন যোগ্য সাজেশন + প্রশ্ন উওরের পিডিএফ নোট সামান্য দামে নিতে ৮৩৮৮৯৮৬৭২৭ নম্বরে আজই যোগাযোগ করো।

(xv) কতজন বিচারপতি কে নিয়ে ভারতের সুপ্রিমকোর্ট গঠিত ? 

উওরঃ 31 জন

** বতর্মানে 34 জন নিয়ে গঠিত হয়।

(xvi) লোক আদালত গঠিত হয় ? 

উওরঃ 1986 সালে

(xvii) পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন

উওরঃ স্পিকার 

(xviii) পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হল ? 

উওরঃ 294

(xix) রাজ্যসভায় সভাপতিত্ব করেন ? 

উওরঃ উপরাষ্ট্রপতি 

(xx) ভারতীয় সংবিধানে ‘স্বেচ্ছাধীন ক্ষমতা’ প্রদান করা হয়েছে ? 

উওরঃ রাজ্যপাল কে 

অথবা

রাষ্ট্রপতি পদপ্রাথীর নূন্যতম বয়স হতে পারে ? 

উওরঃ 35 বছর

(xxi) উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় ? 

উওরঃ গ্রেট ব্রিটেনে

(xxii) "পার্লামেন্ট একটি ক্রীড়নক মাত্র” – এই কথা কে বলেছেন ? 

উওরঃ মুসোলিনি 

(xxiii) ‘হিন্দ স্বরাজ’ বইটির লেখক ? 

উওরঃ এম . কে . গান্ধী 

(xxiv) বৈপরীত্যর ঐক্য ও সংঘাতের তত্ত্বটির সঙ্গে সম্পর্কিত ? 

উওরঃ মার্কসবাদ 



2022 HS Political Science Question Paper-SAQ Solution

 (i) গ্রাম সংসদ কী?

 উওরঃ পঞ্চায়েত আইন অনুসারে একটি গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা প্রতিদিন নির্বাচনক্ষেত্র বা প্রতিটি ভোটারকে নিয়ে গঠিত একটি সংস্থা হল গ্রাম সংসদ।

অথবা,

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কী?

উওরঃ গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর রয়েছে। যথা সর্বনিম্ন স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত। মধ্যস্তরে বা ব্লক স্তরে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো জেলাস্তরের জেলা পরিষদ।।

(ii) পৌরসভার যে কোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো।

উওরঃ পৌরসভার দুটি বাধ্যতার কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো পানীয় জল সংগ্রহ করা এবং দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ দলিল দস্তাবের সংরক্ষণ করা।

(iii) বন্দি প্রতক্ষীকরণ কী?

উওরঃ মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে পাঁচ ধরনের লেখ জারি করতে পারে তার মধ্যে প্রথম লেখ হলো বন্দী প্রত্যক্ষীকরণ।। এই লেখ জারজ করার মাধ্যমে আদালত গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে স্ব-শরীরে আদালতে হাজির করার নির্দেশ দিয়ে থাকে।

WBCHSE Class 12 Political Science- সকল অধ্যায়ের ১০০% কমন যোগ্য পিডিএফ নোট সামান্য দামে নিতে ৮৩৮৮৯৮৬৭২৭ নম্বরে আজই যোগাযোগ করো

(iv) ভারতীয় বিচারব্যাবস্থার  যে কোনো একটি বৈশিষ্ট্যর উল্লেখ করো।

উওরঃ ভারতীয় বিচারব্যবস্থার এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো- বিচারের দীর্ঘমেয়াদ। ভারতে এমন অনেক মামলা রয়েছে যেগুলো বছরের পর বছর শুধুমাত্র ঝুলেই রয়েছে। যার বিচার আজও হয়নি।

অথবা,

ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে?

উওরঃ সংবিধানের ২১৪(১) নং ধারায় প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে হাইকোর্ট থাকার কথা উল্লেখ করা হয়েছে।

(v) লোকসভার গঠন কী?

উওরঃ ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা গঠিত হয় প্রতি ৫ বছর অন্তর যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সর্বোচ্চ ৫৫২ জন জনপ্রতিনিধিদের নিয়ে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা গঠিত হতে পারে।। তবে বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা ৫৪৫ জন যারা পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

অথবা প্রশ্নঃ 

জিরো আওয়ার কাকে বলে?

উওরঃ ভারতীয় পার্লামেন্টের অধিবেশন শুরু হয় সকাল 11 টার দিকে সকাল 11 টা থেকে বারোটা পর্যন্ত চলে প্রশ্ন করব এবং প্রশ্নপত্র শেষ হওয়ার পর দুপুর ১২ টা থেকে একটা পর্যন্ত সময়কাল সেটাই হচ্ছে পার্লামেন্টের জিরো আওয়ার। জিরো আওয়ারে পার্লামেন্টের সদস্যরা নিজ এলাকার স্বার্থ সংশ্লিষ্ট নয় অথচ গুরুত্বপূর্ণ এমন যেকোনো বিষয় আলোচনার জন্য তুলতে পারেন।

(vi) রাজ্যসভার সদস্য হতে গেলে নূন্যতম বয়স কত হতে হয়? 

উওরঃ রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় ৩০ বছর।

(vii) ভারতীয় সংবিধানের 356 ধারায় কী বলা হয়েছে? 

উওরঃ সংবিধানের ৩৫৬ নম্বর ধারায় রাজ্য শাসনতান্ত্রিক অচল অবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা জারির বিষয়টি উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতি রাজ্যপাল বা অন্য কোন সূত্র থেকে যদি জানতে পারেন যে কোন রাজ্যে সংবিধান অনুযায়ী বা আইন অনুযায়ী আর শাসন কার্য পরিচালনা হচ্ছে না তখন তিনি সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা রাজ্যে শাসনতান্ত্রিক অচল ব্যবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা জারি করতে পারেন।

অথবা, ভারতের অ্যাটনি জেনারেল কে নিযুক্ত করেন?

উওরঃ ভারতের অ্যাটর্নি জেনারেল কে ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করেন।

(viii) কেন্দ্রীয় মন্ত্রিসভার যে কোনো একটি কার্য চিহ্নিত করো।

উওরঃ কিন্তু সবার একটি উল্লেখযোগ্য কাজ হল সরকারি নীতি নির্ধারণ এবং সেগুলো বাস্তবে কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

(ix) দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও.

উওরঃ এক কক্ষ বিশিষ্ট আইনসভা থাকলে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই স্বৈরাচারী বা অনিয়ন্ত্রিত হতে পারে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকলে আইনসভা স্বৈরাচারী হতে পারেনা।

অথবা,ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে একটি যুক্তি দাও 

উওরঃ প্রতিটি বিভাগ একে-অপরের প্রভাবমুক্ত থাকায় স্বাধীন এবং নির্ভিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন।।

HS Political Science Suggestion + PDF Notes সামান্য দামে নিতে ৮৩৮৮৯৮৬৭২৭ নম্বরে আজই যোগাযোগ করো

(x) ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কী? 

উওরঃ ব্রিটেনের আইনসভার দুটি কক্ষ রয়েছে। ব্রিটেনের আইনসভার নিম্নকক্ষের নাম House Of  Commons এবং উচ্চকক্ষের নাম House Of Lords.

প্রশ্নঃ বিচারবিভাগের স্বাধীনতা রক্ষার যে কোনো দুটি পদ্ধতি উল্লেখ করো। 

উওরঃ বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা সবচেয়ে বড় উপায় হল সংবিধানে আইন বিভাগ এবং শাসন বিভাগ থেকে সম্পূর্ণরূপে স্বতন্ত্র বা স্বাধীন রাখা। 

(xi) নামসর্বস্ব শাসক ও প্রকৃত শাসকের মধ্যে পার্থক্য কী?

উওরঃ নাম সর্বস্ব শাসক এবং প্রকৃত শাসকের মধ্যে প্রধান পার্থক্য এটাই যে- নাম সর্বস্ব শাসক বেশিরভাগ ক্ষেত্রেই প্রকৃত শাসকের পরামর্শ মেনে কাজ করেন কিন্তু প্রকৃত শাসকের ক্ষেত্রে এমন কোন বিষয় থাকে না।

(xii) আমলাতন্ত্রের যে কোনো দুটি কার্যাবলী চিহ্নিত করো

উওরঃ প্রথমত- আইন বিভাগ প্রণীত আইন বাস্তবে প্রয়োগ করা এবং দ্বিতীয়ত আমলারা সরকারী নীতি ও কার্যসূচী বাস্তবায়ন করে। 

(xiii) রাষ্ট্রকে ‘আত্মাহীন যন্ত্র’ বলে কে ব্যাখ্যা করেছেন?

উওরঃ মহাত্মা গান্ধী তার হিন্দ স্বরাজ গ্রন্থে রাষ্ট্রকে আত্মাহীন যন্ত্র বলে ব্যাখ্যা করেছেন।

(xiv) উদারনীতিবাদের জনক হিসেবে কাকে অভিহিত করা হয়?

উওরঃ জন লককেই উদারনীতিবাদের জনক হিসেবে কাকে অভিহিত করা হয়।

প্রশ্নঃ উৎপাদন শক্তির দুটির উদাহরণ দাও.

উওরঃ শ্রমিক এবং যন্ত্র।

(xv) “ Twenty Years Crisis ” গ্রন্থটি কে লিখেছেন

উএরঃ টুয়েন্টি ইয়ার্স ক্রাইসিস গ্রন্থটি লিখেছেন E.H. Carr

প্রশ্নঃ ক্ষমতার যে কোনো দুটি উপাদান চিহ্নিত করো।

উওরঃ ক্ষমতা দুটি গুরুত্বপূর্ণ উপাদান হল ভৌগোলিক অবস্থান,জনগণ এবং সাময়িক বাহিনী।

(xvi) প্রাথমিক প্রকৃতির জাতীয় স্বার্থ কাকে বলে? 

উওরঃ রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব এবং নিরাপত্তা রক্ষাই হলো 



২০২২ উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রের 8 মার্কের প্রশ্নপত্র

( i ) আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো।

অথবা,

বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো।

(ii) মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো 

অথবা, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর একটি টিকা লেখো। 

(iii) ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষন করো।

ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 

(iv)  লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো।

ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। 

(v) ভারতের কোন রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 

অথবা,

ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলীর উপর একটি টিকা লেখো। 

** তোমরা যদি উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান  সম্পূর্ণ সিলেবাসের পিডিএফ নোট পেতে চাও, তাহলে আজই +918388986727 নম্বরে যোগাযোগ করতে পারো। দাম কিন্তু খুবই সামান্য।

 

এখানে ক্লিক করো👉 : 2023 উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র

 এটাও দেখো👉 : 2019 উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র

গুরুত্বপূর্ণ এই পোস্টটাও দেখো👉 : 2017 উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র


▪ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন👉 Telegram Channel 
▪ ফেসবুক পেজ থেকে ম্যাসেজ করুন👉 Facebook Page 

▪ ফলো করুন আমাদের👉 WhatsApp Channel

Post a Comment

0Comments

Post a Comment (0)