২০১৯ উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রের সঠিক সমাধান

Ajit Rajbanshi
0

 

hs-political-science-question-paper-with-solution


WB HS Political Science Previous Year Question Paper হিসাবে আজ আমরা ২০১৯ উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান তোমাদের সঙ্গে শেয়ার করবো। উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় বিগত বছরের প্রশ্নপত্র থেকে অনেক প্রশ্নই কমন আসে। তাই পরীক্ষার আগে তোমাদের অল্প বিগত বছরের প্রশ্নপত্র ঘাটাঘাটি করা উচিত। যাইহোক, নিচে 2019 HS Political Science Question Paper Solution হিসাবে MCQ, SAQ প্রশ্নের উওর দেওয়া হলো। বাকি 8 মার্কের প্রশ্নের উওর বা নোট চাইলে তোমরা আমাদের HS Political Science PDF Notes খুবই সামান্য দাম দিয়ে নিতে পারো। উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান PDF নোট নেওয়ার জন্য আজই যোগাযোগ করো '+918388986727' নম্বরে।


2019 উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রের MCQ সমাধান 

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও। 

(i) কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হল-

উত্তর-144

(ii) পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়-

উত্তর- 1978 সালে

(iii) পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয়-

উত্তরঃ 1987 সালে

(iv) ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়-

উওরঃ 1986 সালে।

(v) ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যেকোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী' কে বলেছেন?

উওরঃ এ কে আয়ার।

(vi) পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন-

উওরঃ স্পিকার।

(vii) ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন-

উওরঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ।

(viii) আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল-

উওরঃ 9 বছর।

(ix) সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়-

উত্তরঃ 1945 সালে।

(x) 1991 সালে ভারতে প্রধানমন্ত্রীত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে-

উওরঃ নরসিমা রাও

** তোমরা যদি উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান  সম্পূর্ণ সিলেবাসের পিডিএফ নোট পেতে চাও, তাহলে আজই +918388986727 নম্বরে যোগাযোগ করতে পারো। দাম কিন্তু খুবই সামান্য।

(xi) ঠান্ডা লড়াইয়ের অবসান হয়েছিল-

উওরঃ 1991 সালে।

(xii) ঠান্ডা যুদ্ধকে 'গরম শাস্তি' বলে বর্ণনা করেছেন-

উওরঃ বার্নেট।

(xiii) ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়-

উওরঃ পৌরসভার দ্বারা।

(xiv) পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন-

উওরঃ সভাপতি।

(xv) কোন ধারাবলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে?

উওরঃ 226 নং ধারা।

(xvi) সুপ্রিমকোর্টের কী কী এলাকা আছে?

উত্তরঃ মূল, আপিল, নির্দেশ, লেখ জারি ও পরামর্শদান এলাকা।

(xvii) হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল-

উওরঃ 62 বছর।

(xviii) অর্থবিল প্রথম উপস্থাপিত হয়-

উওরঃ লোকসভায়।

(xix) রাজ্যসভায় সভাপতিত্ব করেন-

উওরঃ উপরাষ্ট্রপতি।

[xx] নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল-

উওরঃ 2 বছর।

(xxi) 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব' সাধারণ সভায় গৃহীত হয়-

উওরঃ 1950 সালে।

(xxii) ভারত-চীন সীমানা বিরোধ হয়-

উওরঃ 1962 সালে।

(xxiii) 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল-

উত্তরঃ 2005 সালে।

(xxiv) ন্যাটো (NATO) গঠিত হয়-

উওরঃ এপ্রিল, 1949


উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান-SAQ-2019

(1) জেলা পরিষদের আয়ের দুটি উৎস লেখ।

উত্তরঃ কর সংগ্রহ করা এবং রাজ্য সরকারের প্রদত্ত অনুদা হলো জেলা পরিষদের আয়ের দুটি প্রধান উৎস।

অথবা, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে?

উওরঃ মহিলাদের জন্য পঞ্চায়েত ব্যবস্থায় ১/৩ আসন সংরক্ষিত থাকে।

(ii)1992 সালের কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সাথে জড়িত?

উত্তর- 73 তম সংবিধান সংশোধনী আইন।

অথবা, সপারিষদ মেয়রের মোট সদস্যসংখ্যা কত?

উত্তর- একজন মেয়ের, একজন ডেপুটি।এয়র এবং বাকি দশ জন কাউন্সিলর- এই নিয়ে সপারিষদ মেয়রের মোট সদস্যসংখ্যা হয় বারো।

(iii) লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর- ভারতের সর্বপ্রথম লোক আদালত গঠিত হয়েছিল ১৯৮২ সালের মার্চ মাসে, গুজরাটে।

(iv) বিচারবিভাগীয় অতিসক্রিয়তা বলতে কী বোঝো?

উত্তরঃ আইন বিভাগ এবং শাসন বিভাগের উপর বিচার বিভাগের প্রভাব বিস্তার করাই হলো বিচার বিভাগীয় অতিসক্রিয়তা। আইন বিভাগ যে আইন প্রণয়ন করেছে তা সঠিক পদ্ধতিতে প্রণীত হয়েছে কিনা এবং সেই আইন নাগরিকদের কোন অধিকার লঙ্ঘন করছে কিনা, তা খতিয়ে দেখাই হলো বিচার বিভাগীয় অতিক্রতা।

অথবা

'পরমাদেশ' কথার অর্থ কী?

উত্তর- পরমাদেশ কথার ইংরেজি প্রতিশব্দ হলো Mandamus. ম্যান্ডেমাস কথার অর্থ হল We order বা আমরা আদেশ করছি। সুপ্রিমকোর্ট বা হাইকোর্ট এই লেখ জারির মাধ্যমে কোনো উচ্চপদস্থ সরকারি, বেসরকারি কর্মচারী, প্রতিষ্ঠান, সংস্থাকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালনের আদেশ দেয়।

(vi) "সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়?

উওরঃ ভারতের প্রধানমন্ত্রীকে।

অথবা, রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রী কে?

উত্তর- রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন রাজ্যে বিধানসভার নেতা বা নেত্রী।

** তোমরা যদি উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান  সম্পূর্ণ সিলেবাসের পিডিএফ নোট পেতে চাও, তাহলে আজই +918388986727 নম্বরে যোগাযোগ করতে পারো। দাম কিন্তু খুবই সামান্য।

(vii) ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন?

উত্তরঃ সংবিধানের 61নং ধারায় উল্লেখিত মহাবিচার বা ইম্পিচমেন্ট পদ্ধতিতে।।

(viii) সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যেকোনো একটি নীতি উল্লেখ করো।

উওরঃ ছোটো বড়ো সকল রাষ্ট্রের সমান গুরুত্ব।

অথবা, 

বছরের কোন দিনটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয়?

উত্তরঃ ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় বলে,২৪শে অক্টোবর দিনটিকে  সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয়।।

** তোমরা যদি 2017 উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 8 মার্কের বড়ো প্রশ্নের উওর সহ, HS Political Science সম্পূর্ণ সিলেবাসের সকল অধ্যায়ের বড় প্রশ্ন উত্তরের সুন্দর পিডিএফ নোট পেতে চাও, তাহলে আজই +918388986727 নম্বরে যোগাযোগ করতে পারো। দাম কিন্তু খুবই সামান্য।

অথবা, 

সম্মিলিত জাতিপুঞ্জের 193 তম সদস্য রাষ্ট্রের নাম কী?

উত্তরঃ South Sudan হলো জাতিপুঞ্জের 193 তম সদস্য রাষ্ট্র।

(ix) আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?

উত্তরঃ নেদারল্যান্ডের হেগ শহরে।

(x) নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম উল্লেখ করো।

উওরঃ রাশিয়া এবং ইংল্যান্ড।

অথবা, জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত?

উত্তরঃ ৫৪।

(xi) সার্কের সদস্য রাষ্ট্রগুলির নাম লেখ।

উত্তরঃ ভারত,পাকিস্তান,বাংলাদেশ, নেপাল, ভূটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।

অথবা, 

SAPTA এর পূর্ণরূপ কী?

উওরঃ South Asian Prefferencial Treade Agreement.

(xii) কোন বছর বন্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়?

উওরঃ ১৯৫৫ খ্রিস্টাব্দে।

(xiii) 'পেরেসেস্ট্রাইকা' কী?

উত্তরঃ রাশিয়ার রাষ্ট্রপ্রধান মিখাইল গোর্ভাচেভ রাশিয়ার অর্থনৈতিক এবং সামাজিক সংস্কার এবং পুনর্গঠনের জন্য পেরেসেস্ট্রাইকা নীতি ঘোষণা করেছিলেন।

(xv) দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী?

উত্তরঃ দাঁতাত উত্তেজনার প্রশমন করে বা কমায় অন্যদিকে ঠান্ডা লড়াই উত্তেজনা বৃদ্ধি করে।

(xvi) কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়?

উত্তর- পটসডাম সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়।

অথবা, ট্রুম্যান নীতি কী?

উত্তরঃ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান সাম্যবাদের প্রসার রোধের জন্য এবং পুঁজিবাদী রাষ্ট্রগুলির মধ্যে নিজেদের প্রভাব বৃদ্ধি করার জন্য যে নীতি ঘোষণা করেছিলেন, তাই ট্রুম্যান নীতি নামে পরিচিত।।


2019 HS Political Science Question Paper- 8 মার্কের প্রশ্ন

1) আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। 

অথবা, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো।

2) গান্ধীজীর সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো।

3) এককক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 

অথবা, ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি বলতে কী বোঝো? 'কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি সম্ভব নয়, কাম্যও নয়া- মন্তব্যটির যথার্থতা বিচার করো। 

4) ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।

অথবা, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাগুলি ব্যাখ্যা করো।

5) ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো।


** তোমরা যদি উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান  সম্পূর্ণ সিলেবাসের পিডিএফ নোট পেতে চাও, তাহলে আজই +918388986727 নম্বরে যোগাযোগ করতে পারো। দাম কিন্তু খুবই সামান্য।


** চাইলে এটাও পড়তে পারো👉 ; ভারতীয় পার্লামেন্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে সেরা নোট

** আরও পড়ে দেখুন ; লোকসভার স্পিকারের উপর A1 নোট

** আরও জানো ; মূখ্যমন্ত্রীর যোগ্যতা, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে A1 নোট

**** একটা সুন্দর নোট দেখে নাও : রাষ্ট্রপতির যোগ্যতা, নির্বাচন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে  

▪ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন👉 Telegram Channel 
▪ ফেসবুক পেজ থেকে ম্যাসেজ করুন👉 Facebook Page 

▪ ফলো করুন আমাদের👉 WhatsApp Channel

Post a Comment

0Comments

Post a Comment (0)