সঠিক এবং সব ধরনের উওর সহ ২০১৭ উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র

Ajit Rajbanshi
0

 

hs-political-science-question-paper


আজকেই ব্লগ পোস্টে আমরা ২০১৭ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান তোমাদের সঙ্গে শেয়ার করবো। রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন থেকে অনেক প্রশ্নই কমন আসে সেই কারণে তোমাদের এটা ভালো হবে যে তোমরা ফাইনাল পরীক্ষার আগে 'WB 2017 HS Political Science Question Paper Solution' ভালো ভাবে দেখে যাও। আজকে আমরা 2017 উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রের MCQ, SAQ প্রশ্নের উওর দিয়েছি। বাকি 8 মার্কের প্রশ্নের উওর বা নোট চাইলে তোমরা আমাদের HS Political Science PDF Notes খুবই সামান্য দাম দিয়ে নিতে পারো। উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান PDF নোট নেওয়ার জন্য আজই যোগাযোগ করো '+918388986727' নম্বরে।


HS Political Science Question Paper MCQ Part-2017 || ২০১৭ উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রের MCQ

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1X24=24
(i) বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল-
উত্তরঃ 1955 সালে।
(ii) সার্ক কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ 1985 সালে।
** সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকায় এবং সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত এবং বর্তমানে সার্কের সদস্য সংখ্যা ৮.
(iii) 'শান্তির জন্য ঐক্য' প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়-
উত্তরঃ 1950 সালে।
(iv) নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে-
উত্তরঃ স্থায়ী সদস্যরা
** নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হলো পাঁচটি রাষ্ট্র। আমেরিকা, রাশিয়া,ইংল্যান্ড, ফ্রান্স এবং চীন।
(v) সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন-
উত্তর: লোকসভার স্পিকার।
** লোকসভার যৌথ অধিবেশনে স্পিকার যদি  অনুপস্থিত থাকেন তাহলে ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন। যদি ডেপুটি স্পিকারও অনুপস্থিত থাকেন তাহলে রাজ্যসভার যে ডেপুটি চেয়ারম্যান থাকেন, তিনি সভাপতিত্ব করেন।
(vi) কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যরা নিযুক্ত হন। -এর দ্বারা।
উত্তরঃ রাষ্ট্রপতি.
(vii) সুপ্রিমকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল-
উত্তরঃ 65 বছর।
** হাইকোর্টের বিচারপতিরা অবসর গ্রহণ করেন ৬২ বছর বয়সে।
(viii) ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়-
উত্তরঃ 1986 সালে.
(ix) পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় সালে-
উত্তরঃ এখনও প্রতিষ্ঠিত হয়নি।
(x) সুপ্রিমকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয়-
উত্তরঃ বয়সের কোনো শর্ত নেই।

** HS Political Science সকল অধ্যায়ের PDF Notes পেতে যোগাযোগ করো +918388986727 নম্বরে।


(xi) হলেন ব্লকের বিকাশমুলক কার্যের উদ্যোক্তা।
উত্তরঃ BDO
(xii) কলকাতা পৌরনিগম আইন প্রণীত হয়েছিল-
উত্তরঃ 1993 সালে
(xiii) ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম-
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
(xiv) ঠান্ডা লড়াইয়ের অবসান হয়-
উত্তরঃ 1991 সালে.
(xv) ভারতের পররাষ্ট্র নীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল-
উত্তরঃ পঞ্চশীল নীতির অনুসরণ
(xvi) 'THE MAKING OF FOREIGN POLICY' গ্রন্থটির লেখক হলেন-
উত্তরঃ যোসেফ ফ্রাঙ্কেল।
(xvii) সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল-
উত্তরঃ জাতিসংঘ
** জাতিসংঘ গঠিত হয়েছিল ১৯২০ সালের ১০ই জানুয়ারি।
(xviii) 1945 সালে টি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল।
উত্তরঃ 50.
(xix) অর্থবিল প্রথম উপস্থাপিত হয়-
উত্তরঃ লোকসভায়.
** অর্থবিল হল সরকারি বিল সেই কারণে একমাত্র মন্ত্রীরাই অর্থবিল পেশ করে থাকে এবং লোকসভাতেই পেশ হয়ে থাকে। অর্থবিল পেশের পূর্বে রাষ্ট্রপতির পূর্ব অনুমতি নিতে হয়।
(xx) পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য হল-
উত্তরঃ 294
** লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা হল ৪২ এবং রাজ্যসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা হলো ১৬.
(xxi) লোক আদালত প্রথম গঠিত হয়েছিল-
উত্তরঃ জুনাগড়ে (গুজরাট). (১৯৮৬তেত
(xxii) কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে, পর্যন্ত।
উত্তরঃ আন্দামান ও নিকোবর।
(xxiii) কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন-
উত্তরঃ মিউন্সিপাল কমিশনার।
(xxiv) তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73 তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে-
উত্তরঃ 1993 সালে।


2017 উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রের SAQ || WB HS Political Science Question Paper SAQ-2017

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1×16=16

(i) বরো কমিটি কী?

উত্তরঃ পৌরসভা এলাকায় ৫ থেকে ১০ টি ওয়ার্ড নিয়েছে কমিটি গঠিত হয় তাকে বলা হয় বরো কমিটি।

(ii) পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কী?
উত্তরঃ গ্রাম পঞ্চায়েত ব্যবসায় তিনটি স্তর রয়েছে। যথা প্রথম স্তর হল গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় স্তর হল পঞ্চায়েত সমিতি এবং সর্বোচ্চ বা তৃতীয় লস্তরের নাম হল জেলা পরিষদ।

(iii) বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কী বোঝো?

উত্তরঃ বিচার বিভাগীয় প্রতি সক্রিয়তা বলতে আমরা শাসন বা বলতে হলে বিশেষভাবে আইন বিভাগের উপর বিচার বিভাগের উপর যে নজরদারি সেটা বলতে পারি। আইন বিভাগ আইন প্রণয়নের ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুসরণ করেছে কিনা বা সেই আইনের সঙ্গে সংবিধানের কোন বিরোধ রয়েছে কিনা তা যাচাই করার যে ক্ষমতা সেটাই হলো বিচার বিভাগীয় অতি সক্রিয়তা।

(iv) সুপ্রিমকোর্টের এক্তিয়ার বা এলাকাগুলি কী কী?
উত্তরঃ সুপ্রিম কোর্টের মূল চারটি এলাকা রয়েছে।
যথা প্রথমত মূল এলাকা, দ্বিতীয়ত আপিল এলাকা তৃতীয়তঃ নির্দেশ দান নলেখো জারির এলাকা এবং চতুর্থ পরামর্শদান এলাকা।
অথবা,


উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সম্পূর্ণ সিলেবাসের সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের পিডিএফ নোট পেতে চাইলে আজই যোগাযোগ করো '+918388986727' নম্বরে.
প্রশ্নঃ গণ-আদালতের কার্যাবলি কী?

উত্তরঃ গণ আদালত বা লোক আদালতের মুখ্য কার্যাবলী গুলো হল-প্রথমত ভারতীয় বিচারব্যবস্থার ওপর থেকে চাপ কমানো এবং দ্বিতীয়ত সাধারণ জনগণকে দ্রুত এবং বিনামূল্যে ন্যায় বিচার পাইয়ে দেওয়া।।
(v) রাজ্যপালের 'স্বেচ্ছাধীন ক্ষমতা' বলতে কী বোঝো?
উত্তরঃ রাজ্যপালের 'স্বেচ্ছাধীন ক্ষমতা' বলতে তার এমন এক ক্ষমতাকে বোঝায় যে ক্ষমতা প্রয়োগ করার ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বের অধীনে থাকা মন্ত্রী পরিষদের সঙ্গে পরামর্শ করতে বাধ্য নন এবং রাজ্যপালের যেই ক্ষমতার বৈধতা নিয়েও আদালতে প্রশ্ন তোলা যায় না।
সংবিধানের ২১৩ নম্বর ধারায় রাজ্যপালের সে স্বেচ্ছাধীন ক্ষমতায় উল্লেখ রয়েছে।
উদাহরণ হিসাবে : কোনো রাজ্যের রাজ্যপালের যদি মনে হয় সংশ্লিষ্ট রাজ্যে আর সংবিধান অনুযায়ী বা আইন অনুযায়ী শাসন কার্য পরিচালনা হচ্ছে না, তখন তিনি নিজের এই স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে সেই রাজ্যের মন্ত্রিপরিষদের সঙ্গে পরামর্শ না করেই তার নিজস্ব বিচার বুদ্ধির ভিত্তিতে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পেশ করে সেই রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা জারির কথা জানাতে পারেন।
(vi) ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
উত্তরঃ ভারতের রাষ্ট্রপতি মূলত নির্বাচিত হন-
১) ভারতের কেন্দ্রীয় পার্লামেন্টের উভয় কক্ষ লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্য ;
২) ভারতের অঙ্গরাজ্যসমূহের নির্বাচিত সদস্য এবং ৩) দিল্লি এবং পন্ডিচেরির বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচনী সংস্থা বা ইলেকট্রোল কলেজের মাধ্যমে সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে।
** ভারতের রাষ্ট্রপতি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন।
(vii) আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
উত্তরঃ নেদারল্যান্ডের হেগ শহরে।
অথবা,
সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়?
উত্তরঃ ১৯৪৫ সালে ২৪ শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছিল বলে ২৪শে অক্টোবর দিনটিকেই জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয়।
(viii) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
উত্তরঃ 54 জন।
(ix) সাধারণ সভায় প্রতিটি সদস্যরাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
উত্তরঃ সাধারণ সভায় প্রতিটি সদস্যরাষ্ট্র 5 জন প্রতিনিধি পাঠাতে পারে।
** উল্লেখ্য যে সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র পাঁচজন প্রতিনিধি পাঠাতে পারলেও প্রতিটি রাষ্ট্র একটিমাত্র ভোট দিতে পারে।
(x) সম্মিলিত জাতিপুঞ্জের কোন্ দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে?
উত্তরঃ নিরাপত্তাপরিষদ ও সাধারণসভা।
অথবা,
সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী?
উত্তরঃ আন্তোনিও গুটেরেস।
(xi) পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে?
উত্তরঃ রাজনৈতিক মত আদর্শের ভিত্তিতে স্বার্থ অনুযায়ী আন্তর্জাতিক ব্যবস্থার পুনঃ গঠন করাই হলো পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য।
(xii) গুজরাল নীতি কার সৃষ্টি?
উত্তরঃ ইন্দর কুমার গুজরাল।
অথবা,
ভারতের কোন্ প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সাথে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন 1987 সালে?
উত্তরঃ রাজীব গান্ধী।
(xiii) SAPTA-র পুরো কথাটি কী?
উত্তরঃ
S = South,A= Asian,F = Free,T= Treade,
A= Area.
অথবা,
(xiv) মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তরঃ মার্শাল পরিকল্পনার মূল লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নরা বিশেষ করে সাম্যবাদের প্রসার বোধ করে পুঁজিবাদী রাষ্ট্রগুলোর মধ্যে শক্তি বৃদ্ধি করা।
প্রশ্নঃ দাঁতাত বলতে কী বোঝো?
উত্তরঃ 
দাঁতাত বলতে বোঝায় পারস্পরিক দ্বন্দ্ব বা প্রতিদ্বন্দ্বিতা ভুলে গিয়ে পুরোনো বন্ধুত্বের পূনঃ প্রতিষ্ঠা।
(xv) পটসডাম সম্মেলনে যোগদানকারী যে-কোনো দুজন নেতার নাম লেখো।
উত্তরঃ জোসেফ স্ট্যালিন ও হেনরি এস, টুম্যান।
অথবা,
বহুমেরুতা বলতে কী বোঝো?
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক ক্ষেত্র দুই দিকে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে ছিল সাম্যবাদী রাষ্ট্র সময়ের মধ্যে প্রধান সোভিয়েত ইউনিয়ন এবং অন্যদিকে ছিল পুঁজিবাদী রাষ্ট্রের প্রধান দিক নির্দেশক আমেরিকা। এভাবে সমগ্র একদিকে সাম্যবাদ এবং অন্যদিকে পুঁজিবাদের দিকে ভাগ হয়ে পড়ে।
(xvi) NAM-এর পুরো কথাটি কী?
উত্তরঃ Non Aligned Movement
অথবা,
NATO-এর পুরো কথাটি কী?
উত্তরঃ North Atlantic Treaty Organization.


উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রের ৮ মার্কের প্রশ্ন উত্তর 2017

** উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পিডিএফ নিতে চাইলে আজই +918388986727 নম্বরে যোগাযোগ করতে পারো। দাম কিন্তু খুবই সামান্য।

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ৪×5=40

(i) আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো।
অথবা,
বিশ্বায়নের সংজ্ঞা লেখো। বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো।
(ii) উদারনীতিবাদ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
(iii) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষের যুক্তিগুলি আলোচনা করো।
অথবা,
রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলি আলোচনা করো। ৪
(iv) ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো।
(v) ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক করো।
অথবা,
পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকার পর্যালোচনা করো।


** তোমরা যদি 2017 উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 8 মার্কের বড়ো প্রশ্নের উওর সহ, HS Political Science সম্পূর্ণ সিলেবাসের সকল অধ্যায়ের বড় প্রশ্ন উত্তরের সুন্দর পিডিএফ নোট পেতে চাও, তাহলে আজই +918388986727 নম্বরে যোগাযোগ করতে পারো। দাম কিন্তু খুবই সামান্য।


** চাইলে এটাও পড়তে পারো👉 ; ভারতীয় পার্লামেন্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে সেরা নোট

** আরও পড়ে দেখুন ; লোকসভার স্পিকারের উপর A1 নোট

** আরও জানো ; মূখ্যমন্ত্রীর যোগ্যতা, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে A1 নোট

**** একটা সুন্দর নোট দেখে নাও : রাষ্ট্রপতির যোগ্যতা, নির্বাচন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে  

▪ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন👉 Telegram Channel 
▪ ফেসবুক পেজ থেকে ম্যাসেজ করুন👉 Facebook Page 

▪ ফলো করুন আমাদের👉 WhatsApp Channel

Post a Comment

0Comments

Post a Comment (0)