গত এক পোস্টে আমরা মাধ্যমিক ২০১৭ ভূগোল প্রশ্নপত্রের সমাধান শেয়ার করেছিলাম। আজ আবারও Madhyamik Bhugol Previous Year Question Paper হিসাবে 2020 Madhyamik Geography Question Paper With Solution- পোস্ট করবো।
** তোমরা যদি দশম শ্রেণির বা মাধ্যমিক ভূগোল পিডিএফ নোট খুবই স্বল্পমূল্যে নিতে চাও তাহলে আজই যোগাযোগ করো +918388986727 নম্বরে।
2020 Madhyamik Geography Question Paper-MCQ || মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্রের MCQ সমাধান 2020
১.১ যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে-
(ক) আবহবিকার
(খ) পর্যায়ন প্রক্রিয়া
(গ) অন্তর্জাত প্রক্রিয়া
(ঘ) পুঞ্জক্ষয় প্রক্রিয়া
উওরঃ পুঞ্জক্ষয় প্রক্রিয়া
১.২ মরু সমপ্রায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়-
(ক) ইয়াদাও
(খ) জুইগেন
(গ) বালিয়াড়ি
(ঘ) ইনসেলবার্জ
উওরঃ ইনসেলবার্জ
১.৩ অশ্ব অক্ষাংশ অবস্থিত-
(ক) নিরক্ষীয় নিম্নচাপ বলয়
(খ) উপক্রান্তীয় উচ্চচাপ বলয়
(গ) মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়
(ঘ) মেরু উচ্চচাপ বলয়।
উওরঃ উপক্রান্তীয় উচ্চচাপ বলয়
১.৪ দিনরাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায়-
(ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
(খ) উষ্ম মরু জলবায়ু অঞ্চলে
(গ) ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে
(ঘ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে
উওরঃ উষ্ম মরু জলবায়ু অঞ্চলে
১.৫ সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে-
(ক) বায়ুপ্রবাহ
(খ) পৃথিবীর পরিক্রমণ
(গ) মগ্নচড়া
(ঘ) সব কটিই প্রযোজ্য
উওরঃ সব কটিই প্রযোজ্য
** মাধ্যমিক বাংলা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান- এই পাঁচটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের ডিজিটাল পিডিএফ নোট, খুবই সামান্য দামে নেওয়ার জন্য আজই যোগাযোগ করো +918388986727 নম্বরে।
১.৬ কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায়-
(ক) দু-ঘণ্টার বেশি
(খ) ছয় ঘণ্টার বেশি
(গ) চার ঘণ্টার বেশি
(ঘ) আট ঘণ্টার বেশি
উওরঃ ছয় ঘণ্টার বেশি
১.৭ যানবাহনের কার্বনকণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়-
(ক) পরিস্রাবক ঘূর্ণায়ণ
(খ) তাড়িতিক অধঃক্ষেপক
(গ) স্ক্রাবার
(ঘ) আস্তরণযুক্ত অ্যালুমিনা
উওরঃ স্ক্রাবার
১.৮ ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হ'ল-
(ক) নিরক্ষরেখা
(খ) মকরক্রান্তিরেখা
(গ) মূল মধ্যরেখা
(ঘ) কর্কটক্রান্তিরেখা
উওরঃ কর্কটক্রান্তিরেখা
১.৯ গোদাবরী ও কুয়া নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হ'ল-
(ক) কোলেবু
(খ) পুলিকট
(গ) চিল্কা
(ঘ) ভেম্বনাদ
উওরঃ কোলেবু
১.১০ ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হ'ল-
(ক) কূপ ও নলকূপ
(খ) জলাশয়
(গ) খাল
(ঘ) ফোয়ারা
উওরঃ কূপ ও নলকূপ
১.১১ ভারতে পশ্চিমীঝঞ্ঝা দেখা যায়-
(ক) গ্রীষ্মকালে
(খ) শরৎকালে
(গ) বর্ষাকালে
(ঘ) শীতকালে
উওরঃ শীতকালে
১.১২ সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়-
(ক) ইক্ষু চাষে
(খ) চা চাষে
(গ) পাট চাষে
(ঘ) কফি চাষে
উওরঃ কফি চাষে
** Madhyamik Geography Full Syllabus-এর PDF Notes, খুবই সামান্য দামে পেতে যোগাযোগ করো +918388986727 নম্বরে।
১.১৩ পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত-
(ক) জুনপুটে
(খ) কোলকাতায়
(গ) শঙ্করপুরে
(ঘ) হলদিয়ায়
উওরঃ হলদিয়ায়
১.১৪ ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হ'ল-
(ক) বাদামি
(খ) কালো
(গ) লাল
(ঘ) নীল
উওরঃ বাদামি
২০২০ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্রের SAQ প্রশ্নোত্তর
২.১.১ ভাগিরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হ'ল দেবপ্রয়াগ।
উওরঃ শুদ্ধ
২.১.২ মিস্ট্রাল একটি উষ্ম স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয়।
উওরঃ অশুদ্ধ
২.১.৩. এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়।
উওরঃ অশুদ্ধ
২.১.৪ সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে।
উওরঃ শুদ্ধ
২.১.৫ পুনর্নবীকরণের ফলে পুরানো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়।
উওরঃ শুদ্ধ
২.১.৬ শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেট বলে।
উওরঃ অশুদ্ধ
২.১.৭ উপগ্রহ চিত্র ব্যাখার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক।
উওরঃ শুদ্ধ
উওরঃ নগ্নীভবন
২.২.২ মরুঅঞ্চলে বায়ুর____ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়।
উওরঃ অপসারণ বা ক্ষয়।
২.২.৩ বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে, বায়ুর গতিবেগ___ পায়।
উওরঃ বৃদ্ধি।
২.২.৪ সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে___ স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
উওরঃ আন্ত
২.২.৫ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হ'ল NH___।
উওরঃ 44 বা 7
২.২.৬ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা____ তে অবস্থিত।
উওরঃ বেঙ্গালুরুতে
২.২.৭ বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ___বর্জ্য।
উওরঃ E- Waste
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও
২.৩.১ পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী?
উওরঃ আলাস্কার হুবার্ড
২.৩.২ ভূপৃষ্ঠের কোন্ অঞ্চলের উপর বায়ুমণ্ডলে প্রথম ওজোন গহবর আবিষ্কৃত হয়েছে?
উওরঃ আর্ন্টারটিকা।
২.৩.৩ পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কী?
উওরঃ ভোরঘাট।
২.৩.৪ কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে?
উওরঃ কয়াল বলা হয়।
২.৩.৫ ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো।
উওরঃ যোগ বা গেরসোপ্পা।
২.৩.৬ ভারতের কোন্ শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়।
উওরঃ কলকাতা।
২.৩.৭ ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি।
উওরঃ উওরপ্রদেশ।
২.৩.৮ উপগ্রহ চিত্র কোন্ রূপে প্রকাশ করা হয়?
উওরঃ FCC রুপে।
** মাধ্যমিক বাংলা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান- এই পাঁচটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের ডিজিটাল পিডিএফ নোট, খুবই সামান্য দামে নেওয়ার জন্য আজই যোগাযোগ করো +918388986727 নম্বরে।
মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2020 : 2 মার্কের প্রশ্ন
৩.১ প্রপাতকূপ কাকে বলে?
অথবা
'লোয়েশে'র সংজ্ঞা দাও।।
৩.২ আপেক্ষিক আর্দ্রতা কী?
অথবা
পেরিগি জোয়ার বলতে কি বোঝো?
৩.৩ বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে?
অথবা
পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও।
৩.৪ ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো।
অথবা
দুন বলতে কি বোঝো?
৩.৫ অনুসারী শিল্প কাকে বলে?
অথবা
ভারতের প্রধান আভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্রদুটির নাম লেখো।
৩.৬ সেন্সর বলতে কি বোঝো?
অথবা
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো।
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও
৪.১ নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো।
অথবা
জেট বায়ুপ্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমিবায়ুর সম্পর্ক উল্লেখ করো।
৪.২ প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণিবিভাগ করো।
অথবা
বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো।
৪.৩ ভারতের সড়কপথ ও রেলপথের প্রতিটির তিনটি করে সুবিধাগুলি আলোচনা করো।
অথবা
পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো। সবুজ বিপ্লবের সুফল গুলি
৪.৪ ভুবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ ছকের মাধ্যমে করো।
অথবা
জিওষ্টেশনারী ও সানসিনক্রোনাশ উপগ্রহের মধ্যে পার্থক্য করো।
** 5 মার্কের প্রশ্ন
৫.১.১ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও।
৫.১.২ বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্যাটোস্ফিয়ার স্তরগুলি আলোচনা করো। ওনং ছিন
৫.১.৩ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো।
৫.১.৪ পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো।
৫.২ নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
৫.২.১ ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো।
৫.২.২ ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো।
৫.২.৩ পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো।
৫.২.৪ ভারতের নগরায়ণের প্রধান সমস্যাগুলি আলোচনা করো।
** ক্লিক করো এখানে👉 : মাধ্যমিক ২০২০ ইতিহাস প্রশ্নপত্র
** ক্লিক করো 👉 : ২০১৭ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র
*** এটাও পড়ে দেখো👉 : ২০১৭ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্রের সমাধান