Top 5 Government Jobs In West Bengal For Madhyamik Pass Girls / Female Candidates ; আমাদের রাজ্যে 2024 সালে মাধ্যমিক পাশে মেয়েদের জন্য কী কী সরকারি চাকরি রয়েছে বা মাধ্যমিক পাশে মেয়েরা কোন কোন চাকরি পেতে পারে- এই প্রশ্নটা একজনের নয় এটা অনেকের মনের প্রশ্ন। তাই সবার প্রশ্নের উওর দিতেই আজকের এই ব্লগ পোস্ট। এই পোস্টে আমরা এমন কিছু চাকরির ব্যাপারে তথ্য শেয়ার করবো, যেগুলো মেয়েরা শুধুমাত্র মাধ্যমিক পাশেই পেতে পারে।।
মাধ্যমিক পাশে মেয়েদের আশাকর্মীর চাকরি
মাধ্যমিক পাশে মেয়েদের জন্য আমাদের রাজ্যের যে চাকরিটা সবচেয়ে বেশি রয়েছে তা হলো আশা কর্মী পদের চাকরি। আমাদের রাজ্যের বেশিরভাগ কম শিক্ষিত মহিলা যে সরকারি পদে চাকরি করেন তা হল আশা কর্মী। তবে এক্ষেত্রে শুধুমাত্র বিবাহিত মহিলারাই কিন্তু আশা কর্মী হিসেবে কাজ করতে পারেন। যদি আপনি আশা কর্মী পদে চাকরি পান তখন আপনার মাসিক বেতন হবে ৬ থেকে ৯ হাজার টাকার মধ্যে। তো যদি আপনি বিবাহিত হয়ে থাকেন,আপনার বয়স যদি ২১ থেকে ৪০ এর মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি সুযোগ পেলে এই পদের জন্য আবেদন করতে পারেন।।
অষ্টম শ্রেণি পাশে অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি
কম শিক্ষাগত যোগ্যতায় আমাদের রাজ্যের মেয়েদের জন্য অপর যে চাকরির রয়েছে তা হল অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker)-র চাকরি। অঙ্গনওয়াড়ি কর্মী হতে গেলে অন্ততপক্ষে অষ্টম শ্রেণী পাস করতে হয়। সঙ্গে আবেদন করার জন্য বয়স হতে হয় ১৮ থেকে ৪৫। ICDS- কর্মী হওয়ার ক্ষেত্রে বিবাহিত এবং অবিবাহিত উভয় ধরনের মেয়েরই আবেদন করতে পারবেন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মাঝে মাঝে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।। নিজের জেলার ওয়েবসাইট ফলো করার চেষ্টা করবেন। কারণ যখন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তখন সেটা যদি আপনি জেনে আবেদন করেন, তাহলে হতেই পারে আপনি খুব সহজে চাকরিটা পেয়ে গেলেন।।
মাধ্যমিক পাশে গ্রামীন ডাক সেবকের চাকরি
শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় মেয়েদের জন্য সবচেয়ে ভালো যে চাকরিটি রয়েছে- তা হলো গ্রামীণ ডাক সেবকের চাকরি। ভারতীয় ডাক বিভাগ থেকে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হয়। গ্রামীণ ডাক সেবক পদে চাকরি করার জন্য ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারে। গ্রামীণ ডাক সেবক পদে চাকরি পাওয়ার জন্য আপনাকে কোনো পরীক্ষা দিতে হবে না। মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হয়। GDS-পদে আবেদন করার জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হয় ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হয় ৪০ বছর। যারা গ্রামীণ ডাক সেবক পদে চাকরি পায়, তাদের সর্বনিম্ন মাসিক বেতন হয় ১২ হাজার টাকা এবং সর্বোচ্চ হতে পারে ২৫ হাজার টাকা।।
মাধ্যমিক পাশে Food Sub Inspector-এর চাকরি
WB Food Sub Inspector- মাধ্যমিক পাশে মেয়েদের জন্য এটাও একটা ভালো চাকরি। শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই আপনি ফুড সাব ইন্সপেক্টর হতে পারবেন। ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে যে পরীক্ষা হয়, সেটাও অনেকটাই সোজা হয়। কারণ এই পরীক্ষায় শুধুমাত্র গণিতের দিক থেকে পাটিগণিত থাকে এবং জেনারেল স্টাডিস থেকে যেসমস্ত প্রশ্ন হয়, সেগুলোও অন্যান্য পরীক্ষার তুলনায় অনেকটাই সোজা হয়ে থাকে। তাই যদি আপনি মাধ্যমিক পাশ হয়ে থাকেন এবং আপনার বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হয়ে থাকে. তাহলে আপনি অবশ্যই পশ্চিমবঙ্গের ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারেন। যদি আপনি চাকরি পেয়ে যান তখন আপনার সর্বনিম্ন এবং সর্বোচ্চ মাসিক বেতন হতে পারে যথাক্রমে ৫ থেকে ২৫ হাজার টাকা।
মাধ্যমিক পাশে লেডি কনস্টেবলের চাকরি
পশ্চিমবঙ্গ পুলিশে লেডি কনস্টেবল হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ। আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ হতে হবে ২৭ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন ক্যাটেগরির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। এই বয়সে যারা আবেদন করেন, তাদের মোট তিনটি ধাপে পরিক্ষার পর নিয়োগ করা হয়। ইন্টারভিউ-এ পাশ করার পর যারা লেডি কনস্টেবল পদে নিযুক্ত হন,তাদের সর্বনিম্ন মাসিক বেতন হয় ২২ হাজার টাকা এবং সর্বোচ্চ মাসিক যতনায় হারানো হাজার টাকা।। এতো কম যোগ্যতায় এতো ভালো বেতনের থাকায় প্রতিবছরই আমাদের রাজ্যের অসংখ্য মেয়েরা লেডি কনস্টেবল হওয়ার জন্য পরীক্ষা দিয়ে থাকেন।। তবে এই চাকরিগুলো ছাড়াও কিন্তু আরও অনেক চাকরি রয়েছে যেগুলো শুধুমাত্র মাধ্যমিক পাশেই পাওয়া যায়।
এটাও পড়ো👉 : পশ্চিমবঙ্গে কিভাবে একজন পুলিশ অফিসার হবে?
আশাকরবো আজকের এই পোস্ট থেকে আপনি জানতে পেরেছেন যে,আমাদের রাজ্যে মাধ্যমিক পাশে মেয়েদের জন্য কোন কোন চাকরি রয়েছে বা মাধ্যমিক পাশে মেয়েরা কোন কোন চাকরি পেতে পারে।