ক্লাস 4 বাংলা : বনভোজন কবিতার প্রশ্ন উওর 2024

Ajit Rajbanshi
0

 wb-class-4-bangla-bonovojon-kobitar-question-answer


ক্লাস 4 বাংলা বা চতুর্থ শ্রেণির বাংলা পাঠ্য কবিতা-গোলাম মোস্তাফার লেখা 'বনভোজন কবিতার প্রশ্ন উওর' যারা খুজছেন, তাদের জন্য আজকের এই ব্লগ পোস্ট। আজকের এই পোস্টে ক্লাস 4 বাংলা বনভোজন কবিতার সকল প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে। আশাকরি এই সকল প্রশ্ন উওর আপনাদের ভালো লাগবে।


ক্নাস 4 বাংলা- বনভোজন কবিতার প্রশ্ন উওর || WB Class 4 Bonovojon Kobitar Question Answer 

৩. একটি বাক্যে উত্তর দাও:

৩.১ কবিতাটিতে কারা খেলতে এসেছিল?

উওর ; নূরু, পুষি, আয়ষা এবং শফি খেলতে এসেছিল।

৩.২ 'বাগিচা' শব্দের অর্থ কী?

উওর : 'বাগিচা' শব্দের অর্থ হলো বাগান। 

৩.৩ রান্নার জন্য তারা কী কী সঙ্গে এনেছিল?

উওর : নূরু, পুষি, আয়ষা এবং শফি রান্নার জন্য আমের গুটি, নারিকেলের মালার হাড়ি, রঙিন খড়ি এবং ছুরি এনেছিল।

৩.৪ কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল ?

উওর : গোলাম মোস্তফার বনভোজন কবিতায় নূরু গিন্নি সেজেছিল।

৩.৫ মিছিমিছি কী কী খাবার রাঁধা হয়েছিল?

উওর : গোলাম মোস্তফার বনভোজন কবিতায় ধুলো- বালির কোর্মা, পোলাও এবং কাঁদার পিঠে রাঁধা হয়েছিল।

৩.৬ কবিতায় ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল?

উওর : বনভোজন কবিতায় নূরু, পুষি, আয়ষা এবং শফির খেলার মাঝে কবিতার লেখক বা কথক চলে এসেছিলেন।

৪. যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো:

৪.১ কবিতাটিতে (৪/৩/৫) টি মেয়ের কথা বলা হয়েছে।

উওর : কবিতাটিতে ৪টি মেয়ের কথা বলা হয়েছে।

৪.২ বিনা (আগুন / জল / কাদা) দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা।

উওর : বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা।

৪.৩ (আম /জাম / চা) বাগিচার তলায় যেন তারা হেসেছে।

উওর : আম বাগিচার তলায় যেন তারা হেসেছে।

৫. শব্দঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও

৫.১.বোশেখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম।

৫.২ নারিকেলের মালার হাড়ি কেউ এনেছে দুটি।

৫.৩ কেউ এনেছে ছোট্ট বঁটি, কেউ এনেছে ছুরি

৫.৪ বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে।

৫.৫ এমন সময় হঠাৎ আমি পড়েছি যেই এসে।

৬. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো

ক স্তম্ভখ স্তম্ভ
 নুনবাগান
ধোয়া   বড়ো
বিপুল                                    লবন
আগুননিদ্রা
ঘুমধুম
বাগিচাঅগ্নি

উওর
ক স্তম্ভখ স্তম্ভ
 নুন.           লবন
ধোয়া                                     ধুম
বিপুলবড়ো
আগুনঅগ্নি
ঘুমনিদ্রা
বাগিচাবাগান 


. নীচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো:

১) স্+অ+ব্ + আ + ই = সবাই

২) র্+আ+ধ+উ+ন্+ই= রাধুনি

৩) ব্+আ+গ্‌+ই+চ্ + আ = বাগিচা

৪) ব্ + য্ + অ্ + স্ + ত = ব্যস্ত

৮. এলোমেলো সাজিয়ে শব্দ তৈরি করো:

১) লে রি না কে, = নারিকেল

২) ন ভো ন ব জ, = বনভোজন

৩) র কা অ ণে, = অকারণে 

৪) নয়ো জ আ, = আয়োজন 

৫) ণ ম নি ন্ত্র = নিমন্ত্রণ

৯. বর্ণ বিশ্লেষণ করো : 

১) গিন্নি, = গ+ই+ন+ন+ই

২) আঁচল, = আ+চ+ল

৩) নিমন্ত্রণ, = ন+ই+ম+অ+ন+ত+র+ন

৪) কোর্মা,= ক+ও+র+ম+আ 

৬) রঙিন= র+ঙ+ই+ন

১০. কবিতাটিতে অন্তমিল আছে, এমন পাঁচজোড়া শব্দ লেখো যেমন ধুম / ঘুম। 

উওর ; ১) পেয়ে-মেয়ে, ২) গুটি-দুটি, ৩) হাত-ভাত, ৪) নুন-খুন, ৫) পিঠে-মিঠে।

১১. কবিতায় ধুলো-বালি দিয়ে কোর্মা-পোলাও ও কাদা দিয়ে পিঠে তৈরির কথা বলা হয়েছে। মিছিমিছি রান্নাবাটি খেলায় আর কী কী রান্না ধুলো-বালি, কাদা দিয়ে তৈরি করতে পারো লিখে জানাও।

উওর : মিছিমিছি রান্নাবাটি খেলায় ধুলো-বালি দিয়ে কোর্মা-পোলাও ও কাদার পিঠে ছাড়াও, কাদার কেক, পায়েস, কাদার মিস্ট, ধুলো বালির মিশ্রিত জল দিয়ে কোনো একটা সরবত ইত্যাদি বানানো যাবে।

১২. বাক্যরচনা করো; বনভোজন, মিছিমিছি,বাগিচা, আঁচল, ছুরি, নিমন্ত্রণ

উওর : 

১) বনভোজন : ছোটো বড়ো সবার কাছেই বনভোজন একটা আনন্দদায়ক ব্যাপার।

২) মিছিমিছি : ছোটবেলা অনেকেই মিছিমিছি খেলা করতে ভালোবাসে।

৩) বাগিচা : বাগিচায় অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যায়। 

৪) আঁচল : প্রতিটি মায়ের আঁচল-ই হয় স্নেহভরা। 

৫) ছুরি : অসাবধানতাবশত ছুরি লেগে গেলে বিপদ হতে পারে। 

৬) নিমন্ত্রণ : সকলেই নিমন্ত্রণ পেতে ভালোবাসেন।

১৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

১৩.১ নূরু, শফিরা দুপুরবেলা ঘুমোয়নি কেন?

উওর : গোলাম মোস্তফার বনভোজন কবিতায় যে চারজন মেয়ের কথা বলা হয়েছে অর্থাৎ নূরু, পুষি, আয়ষা এবং শফির মা বাবা দুপুরবেলায় ঘুমিয়ে ছিলেন। তারা এই সুবিধা পেয়েই আম বাগানে মিছিমিছি রান্নাবাড়ি খেলতে পারতো। তারা এটা জেনেই দুপুরবেলা ঘুমোয়নি।।

১৩.২ কবি এসে পড়ায় সবাই পালিয়ে গিয়েছিল কেন?

উওর : নূরু, পুষি, আয়ষা এবং শফি আম বাগানে মিছিমিছি রান্নাবাটি খেলছিল। তারা ধুলো-বালি দিয়ে কোর্মা-পোলাও ও কাদা দিয়ে পিঠে তৈরি করে। সঙ্গে নূরু আবার গিন্নি সেজে সকলকে খাওয়াতে বসায়। কিন্তু এসবের মাঝেই কবিতার কথক এসে পড়ায়, বাচ্চারা হয়তো লজ্জা পেয়ে বা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়।।

১৪. গদ্যরূপ লেখো: 

১) বোশেখ = বৈশাখ, ২) চৈত = চৈত্র,৩) হলদি= হলুদ, ৪) মিঠে = মিস্টি।

১৫. একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো : 

১) ইচ্ছা= সখ, ২) বাগান= বাগিচা, ৩)চড়ুইভাতি=বনভোজন,৪) নিদ্রা=ঘুম।

১৬. বিপরীতার্থক শব্দ লেখো: 

১) আজি=কাল, ২)ছোটো=বড়ো, ৩)হেসে=কেঁদে, ৪)শুরু=শেষ, ৫) তলায়=উপরে।


Post a Comment

0Comments

Post a Comment (0)