2024-25 সালে পশ্চিমবঙ্গে কিভাবে একজন পুলিশ হওয়া যায়? কিভাবেই বা পুলিশের চাকরি পাওয়া যায়?

Ajit Rajbanshi
0

 

how-you-can-become-police-officer-in-west-bengal

আমাদের রাজ্যের বেশিরভাগ ছাত্র-ছাত্রীর পারিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের পরেই চাকরির পরীক্ষার জন্য পড়া শুরু করে দেয়। মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য সবচেয়ে ভালো একটি চাকরি হলো পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ। এবার মাধ্যমিক পাস বা উচ্চমাধ্যমিক পাশের পর কি করে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের চাকরি পাওয়া যায় বা কি করে পুলিশ হওয়া যায় সেটা নিয়েই আজকের এই প্রতিবেদন।


আজকের এই প্রতিবেদনে থাকবে-

১) পশ্চিমবঙ্গে কিভাবে একজন পুলিশ হওয়া যায়? কিভাবেই বা পুলিশের চাকরি পাওয়া যায়? 

২) পুলিশ হওয়ার জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, 

৩) পুলিশ হওয়ার জন্য উচ্চতা বা হাইট, ওজন কত হতে হয়?

৪) সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত বছর বয়সে পুলিশের চাকরির পরীক্ষা দেওয়া যায়?

৫) কত মিনিটে কতটা দৌড় করতে হয়,

৬) পশ্চিমবঙ্গে পুলিশের বেতন কত?

৭) কী কী সমস্যা থাকলে পুলিশের চাকরি পাওয়া যায় না?

৮) পুলিশ হতে গেলে কত টাকা লাগে?


পশ্চিমবঙ্গে কিভাবে একজন পুলিশ হওয়া যায় বা কিভাবে পুলিশের চাকরি পাওয়া যায়?

পুলিশের চাকরি পেতে হলে মূলত তিনটি ধাপ পেরোতে হয়। পুলিশে চাকরির জন্য- প্রথমে একটি Preliminary Test দিতে হবে। এতে পাস করলে ছেলেদের এবং মেয়েদের মেডিক্যাল টেস্ট হবে যেখানে, ছেলেদের ১৬০০ মিটার পথ ৬ মিনিট ৩০ সেকেন্ড সময়ে এবং মেয়েদের ৪ মিনিটে ৮০০ মিটার পথ দৌড় করতে হবে। এতে পাস করলে আবারও একটি Mains Exam দিতে হবে। এতে পাস করার পর চূড়ান্ত ধাপে সাক্ষাৎকার বা ইন্টারভিউ দিতে হবে।
আর যদি আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর হতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে
একটি লিখিত পরীক্ষার পর মেডিক্যাল টেস্টের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ৩ মিনিটে ৮০০ মিটার দৌড়
এবং মেয়েদের ২ মিনিটে ৪০০ মিটার দৌড় শেষ করতে হবে। এরপর আবারও একটি Mains এবং সবশেষে ইন্টারভিউ দিতে হবে।
এতে পাস করলেই আপনি পুলিশে চাকরি পাবেন।।



1.পুলিশ হতে গেলে কী শিক্ষাগত যোগ্যতা লাগে?

পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশে যদি আপনি কনস্টেবল হিসেবে চাকরি করতে চান তাহলে আপনাকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস করতে হবে। আর যদি আপনি সাব ইন্সপেক্টর (S.I) হতে চান তাহলে সে ক্ষেত্রে আপনাকে অন্ততপক্ষে স্নাতক অর্থাৎ গ্রাজুয়েট হতে হবে।


2. সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত বছর বয়সে পরীক্ষা দেওয়া যায়?

West Bengal Police বা Kolkata Police- এর কনস্টেবল পদের পরীক্ষা দিতে গেলে আপনার সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছর। অন্যদিকে যদি আপনি ইন্সপেক্টর পদের জন্য পরীক্ষা দিতে চান তখন সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন বয়স হতে হবে ২০ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছর  তবে এই নির্দিষ্ট বয়সসীমা ছাড়াও সরকারী নিয়ম অনুযায়ী SC/ST/OBC প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।


3. পুলিশের চাকরির জন্য ছেলেদের এবং মেয়েদের শারীরিক যোগ্যতা ;

কলকাতা পুলিশ হক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কনস্টেবল হোক বা সাব ইন্সপেক্টর উভয় পদের জন্যই অর্থাৎ পুলিশের চাকরির জন্য ছেলেদের শারীরিক উচ্চতা লাগবে ১৬৭ সেন্টিমিটার বা ৫.৬ ফুট।
অন্যদিকে পুলিশের চাকরির জন্য মেয়েদের উচ্চতা লাগে ১৬০ সেমি বা ৫.৩ ফুট। তবে গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং তফসিলি উপজাতির ছেলে এবং মেয়েদের উচ্চতা 152 সেমি হলেও চলবে।
▪ Chest / বুক ;
পুলিশের চাকরির ক্ষেত্রে সাধারণ ছেলেদের বুক (Chest) ন্যূনতম ৫ সেমি ফোলানো সহ ৭৯ সেমি হতে হয়। তবে গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং তফসিলি উপজাতি প্রার্থীদের ৭৬ হলেও চলবে।


4. পুলিশের চাকরি ক্ষেত্রে ওজন কত থাকতে হয়?

ছেলেদের বা মেয়েদের পুলিশের চাকরির ক্ষেত্রে বলা হয়েছে, পুলিশ হতে গেলে মেয়েদের নূন্যতম ওজন হতে হবে ৪৫ কেজি এবং ছেলেদের নূন্যতম ওজন হতে হবে ৫৩, ৫৭ কেজি।


5. কী কী সমস্যা থাকলে পুলিশের চাকরি হয়না?

এমন বেশ কিছু সমস্যা বা কারণ রয়েছে যার জন্য অনেকেরই পুলিশের চাকরি হয় না। নিম্নলিখিত সমস্যাগুলো যদি আপনার ক্ষেত্রে থেকে থাকে তাহলে আপনার পুলিশের চাকরি হবে না। যেমন-
১) বর্ণান্ধতা হওয়া চলবে না;
২) আপনার স্বাভাবিক শ্রবণ ক্ষমতা থাকতে হবে।
৩) আপনার যেকোন দীর্ঘস্থায়ী রোগ,শারীরিক বিকৃতি যেমন বিকলাঙ্গ হওয়া চলবেনা।
৪) আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি আপনাকে মানসিকভাবেও সুস্থ থাকতে হবেম অর্থাৎ মানুষিক বিকারগ্রস্ত,মানসিক রোগী- এমন ব্যক্তিরাও পুলিশের চাকরি পাবেন না।


6. পশ্চিমবঙ্গে একজন কনস্টেবল এবং একজন সাব ইন্সপেক্টরের বেতন কত?

পশ্চিমবঙ্গে একজন কনস্টেবলের স্বাভাবিক বেতন হয়ে থাকে ২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকার মধ্যে। তবে বেতন ছাড়াও বিভিন্ন রকমের ভাতা এবং সুযোগ সুবিধা মিলিয়ে পশ্চিমবঙ্গে একজন পুলিশ কনস্টেবল মোটামুটি ৩০ থেকে ৩২ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন।
থাকেন। 
অন্যদিকে পশ্চিমবঙ্গে একজন স্যার ইন্সপেক্টর এর বেতন হলো ৩২ হাজার ১০০ টাকা থেকে ৪২ হাজার ৯০০ টাকা। তবে বেতনের পাশাপাশি মহার্ঘ ভাতা ঘর ভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা মিলিয়ে পশ্চিমবঙ্গে একজন সাব-ইন্সপেক্টর ৩৫ থেকে ৪০ হাজার টাকা বেতন পেয়ে থাকেন।


7.পুলিশ হতে গেলে কী নিয়ে পড়তে হবে?

যেহেতু আপনি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতেও আবেদন করতে পারেন, তাই পুলিশ হতে গেলে যে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে পড়তে হবে এমন কোনো বিষয় নেই। আপনি Science, Arts, Commerce- যেকোনো বিষয় নিয়ে পড়ে পুলিশ হতে পারেন।


8. পুলিশ হতে গেলে কত টাকা লাগে? 

যদি শুরু থেকে শেষ পযর্ন্ত বইপত্র এবং কোচিং বা টিউশনের খরচ ধরা হয়, তাহলে একজনের পুলিশ হতে গেলে মিনিমাম বছরে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হতে পারে। এটা শুধুমাত্র বইপত্র এবং টিউশনের খরচ নিয়ে। আর যদি অফলাইন কোচিং হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্থান-কাল ভেদে টাকা আরও বেশিও লাগতে পারে।


9. WBP / KP Constable, Sub Inspector Online Application Fees 2024-25

আবেদন করার জন্য SC/ST প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবেনা। মাত্র ২০ টাকা Processing Fee দিতে হবে। কিন্তু SC/ST বাদে বাকি ক্যাটেগরির প্রার্থীদের ২০ টাকা Processing Fee সহ ১৫০ টাকা দিত হবে।

এটাও পড়ো 👉 : মাধ্যমিক পাশে মেয়েদের জন্য সেরা 5 সরকারি চাকরি


Keywords Related To This Article ;
পশ্চিমবঙ্গে কিভাবে পুলিশের চাকরি পাওয়া যায়? | কিভাবে পুলিশ হওয়া যায়? | পশ্চিমবঙ্গের পুলিশ হতে গেলে কী যোগ্যতা লাগে? | How Can I Become Police Officer In West Bengal | WBP/ KP Constable, Sub Inspector Educational Qualification, Physical Eligibility, Selection Process,Salary Etc.


Post a Comment

0Comments

Post a Comment (0)