সংবিধান এবং তার প্রকারভেদ (Definition and Types Of Constitution)

Ajit Rajbanshi
0

 


definition-and-types-of-constitution-in-bengali

WB Class 11 Political Science 1st Semester Unit 4 : Understanding Constitutions: Definition and Types থেকে আজকে তোমাদের জন্য Definition and Types Of Constitution এর উপর একটি নোট শেয়ার করবো। আজকে তোমরা 'সংবিধান কাকে বলে বা সংবিধান বলতে কী বোঝায়? সংবিধান কত প্রকার? লিখিত সংবিধান ও অলিখিত সংবিধান কী? সুপরিবর্তনীয় এবং  দুষ্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায়?- এই সকল বিষয় জানতে পারবে।।


সংবিধান কাকে বলে? (What Is Constitution)

কোনো রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একান্তভাবে প্রয়োজনীয় মৌলিক নিয়ম-কানুনের সমষ্টিকে সংবিধান অথবা শাসনতন্ত্র বলা হয়।


সংবিধান কত প্রকার ও কী কী? সংবিধানকে কয় ভাগে ভাগ করা যায়? (Types Of Constitution)

সংবিধানকে মূলত দুইভাগে ভাগ করা হয়। যথা - ১- লিখিত ও অলিখিত সংবিধান। 

লিখিত সংবিধানকে আবার দুইভাগে ভাগ করা যায়। যথা- সুপরিবর্তনীয় সংবিধান ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। 


▪ লিখিত সংবিধান কাকে বলে? (What Is Written Constitution) : 

কোনো দেশের শাষন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলির অধিকাংশ বা সবগুলোই যখন একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ করা থাকে, তখন তাকে লিখিত সংবিধান বলে। মার্কিন যুক্তরাষ্ট্র, সুজারল্যান্ড,ভারত প্রভৃতি দেশে লিখিত সংবিধান রয়েছে।

▪ অলিখিত সংবিধান কাকে বলে?(What Is Written Constitution) : 

কোনো দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলি যখন লিখিত না হয়ে সেই দেশের প্রথা, আচার - আচরণ, বিচারালয়ের সিদ্ধান্ত ইত্যাদির ওপর ভিত্তি করে গড়ে ওঠে,তখন তাকে অলিখিত সংবিধান বলে। ব্রিটেনের সংবিধান অলিখিত।


▪ সুপরিবর্তনীয় সংবিধান (flexible constitution) :  

সুপরিবর্তনীয় সংবিধান বলতে সেইসব সংবিধানকে বোঝায়,যেসব সংবিধানকে আইনসভা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে বিশেষ কিছু ক্ষেত্রে পরিবর্তন বা সংশোধন করতে পারে। 

সুতরাং, আইনসভা যেসব সংবিধানে সাধারন সংখ্যাগরিষ্ঠ ভোটে সংশোধন করতে পারে,তাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। 

▪ দুষ্পরিবর্তনীয় সংবিধান (Rigid Constitution)

দুষ্পরিবর্তনীয় সংবিধান বলতে সেই সমস্ত সংবিধানকে বোঝায়,যে সংবিধান কোনো পদ্ধতি অনুসারে সংশোধন অথবা পরিবর্তন করা যায় না, সংবিধানের কোনো অংশের পরিবর্তনের জন্য বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয়, তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধানের শ্রেষ্ঠ উদাহরণ।


এটা পড়ো👉 : ভারতীয় সংবিধানের ১৩টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য 

আরও পড়ো👉 : রাষ্ট্রের কিছু সহজ সংজ্ঞা এবং বৈশিষ্ট্য

এটা পড়ো👉 : রাষ্ট্রবিজ্ঞান পাঠের 6টি উল্লেখযোগ্য প্রয়োজনীতা

এটাও পড়ো👉 : রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিবর্তনমূলক বা ঐতিহাসিক মতবাদ

Post a Comment

0Comments

Post a Comment (0)