WB Class 11 Political Science First Chapter : রাষ্ট্রবিজ্ঞান- সংজ্ঞা, বিবর্তন ও বিষয়বস্তু'র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা অনেকবার পরীক্ষায় এসেছে,সেই প্রশ্নটির একটি খুব সুন্দর উত্তর বা নোট তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেই প্রশ্নটি হলো 'রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা গুলি আলোচনা করো অথবা, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা গুলি কী কী'- তা আলোচনা করো।
রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা গুলি কী কী? (২০২৫)
ভূমিকাঃ বর্তমান যুগে অন্যান্য পাঠ্য বিষয় গুলির মধ্যে রাষ্ট্রবিজ্ঞান হল একটি অন্যতম পাঠ্য বিষয়। অন্যান্য পাঠ্য বিষয় গুলি পাঠের যেমন নানা প্রয়োজনীয়তা বা কারণ রয়েছে, ঠিক তেমনি রাষ্ট্রবিজ্ঞান পাঠেরও নানা প্রয়োজনীয়তা বা কারণ রয়েছে। যেমন -
রাষ্ট্র এবং রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন বিষয়ের জ্ঞানঃ বর্তমানে আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাষ্ট্রের অভ্যন্তরে বসবাস করি। এবং আমরা সবাই কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক। কিন্তু আমরা প্রত্যেকে কোনো এক রাষ্ট্রের নাগরিক হলেও, সবার মধ্যেই রাষ্ট্র এবং রাষ্ট্র সম্পর্কিত নানা বিষয়গুলি সম্পর্কে সঠিক জ্ঞান থাকে না। কিন্তু আমরা সবাই সেই জ্ঞানের অভাব পূরণ করতে পারি রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে।
রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিঃ বর্তমানে মানবজীবন কখনোই সম্পূর্ণভাবে রাজনীতির প্রভাবমুক্ত নয়। আমরা সকলেই রাজনীতিত সঙ্গে যুক্ত। কিন্তু নাগরিকদের যদি সঠিক রাজনৈতিক জ্ঞান না থাকে তাহলে তারা হয়তো এমন কোনো সরকারের অযোগ্য সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেবে যা সমগ্র দেশের ক্ষতির কারণ হয়ে দাড়াবে। কিন্তু সঠিক রাজনৈতিক জ্ঞান যেমন তাদের অধিকার, দাবি-দাওয়া আদায়ে সাহায্য করে ঠিক তেমনি সমগ্র দেশের উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তাই জনগণের রাজনৈতিক জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একজন ব্যক্তির মধ্যে তখনই রাজনৈতিক জ্ঞান, সচেতনতা বৃদ্ধি পেতে পারে, যখন সে সঠিকভাবে রাষ্ট্রবিজ্ঞান পার করবে।।
রাষ্ট্রের ভালো-মন্দ বিচার করতে পারার জ্ঞানঃ রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রের শাসনব্যবস্থা কত প্রকার ও কী কী? কোন প্রকার শাসনব্যবস্থা কতটা ভালো এবং কতটা মন্দ সেই সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা তাদের নিজস্ব মতবাদ প্রকাশ করে থাকেন। রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে পাঠক নিজের রাষ্ট্রের শাসন ব্যবস্থা কতটা ভালো এবং মন্দ,সে সম্পর্কে বিচার-বিশ্লেষণ করে তা নিয়ে সংশয় প্রকাশ করতে পারে। এবং অতি সহজেই সেই শাসন ব্যবস্থার বিকল্প কোনো রাষ্ট্র ব্যবস্থার সন্ধান পেতে পারে।।
সুনাগরিক হিসেবে দায়িত্ব পালনঃ রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে একজন পাঠকের মনে সমাজ, রাজনীতি, প্রশাসন, প্রভৃতি সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞানার্জন হয়। অন্যদিকে সেইসঙ্গে সেই পাঠক তার অর্জিত জ্ঞানের সাহায্যে সমাজের নানা সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হয়। এবং সেই সঙ্গে সমাজে একজন সঠিক দায়িত্ববান নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। কারণ তার মধ্যে তখন সেই জ্ঞান তৈরি হয় - যে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার কী কী থাকা উচিত বা কী কর্তব্য পালন করতে হবে।।
মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য সম্পর্কে জ্ঞান অর্জনঃ প্রতিটি রাষ্ট্রের নাগরিকদের কিছু মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য থাকে। যেমন ভারতের ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সংখ্যা হল 11 টি এবং মৌলিক অধিকার রয়েছে 6 প্রকার। কিন্তু বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই নাগরিকদের মধ্যে রাষ্ট্রের সেই মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য গুলি সম্পর্কে সঠিক জ্ঞান নেই। তাই সেই সমস্ত মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য গুলি সম্পর্কে সঠিকভাবে জানার জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞান পাঠ করতে হয়।
রাজনীতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিঃ রাষ্ট্রবিজ্ঞানের একটি বিরাট অংশজুড়ে রাজনীতি সম্পর্কে আলোচনা করা হয়। ভারতে প্রাপ্তবয়স্ক প্রত্যেক নাগরিকেই ভোটদানের অধিকার দেওয়া হয়। এবং সেই অধিকার অনুযায়ী ভারতের প্রত্যেক নাগরিক ভোটদানে অংশগ্রহণ করেন। কিন্তু প্রত্যেক নাগরিক ভোটদানে অংশগ্রহণ করলেও,তাদের সবার মধ্যে রাজনীতি সম্পর্কে সঠিক ধারণা থাকে না। এজন্যই তারা অনেক সময় ভুল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে ক্ষমতার অধিকারী করেন। যার ফলে দেশের উন্নতি বদলে দেশের উন্নয়ন ব্যবস্থার আরও অবনতি ঘটে।।তাই দেশের উন্নতির জন্য বা রাজনীতি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার জন্য প্রত্যেক ব্যক্তিরই রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা প্রয়োজন।।
উপসংহারঃ সবশেষে বলা যায়, বর্তমান যুগের যেহেতু আমরা প্রত্যেকেই কোনো না কোনো এক রাষ্ট্রের নাগরিক এবং বর্তমানে আমরা প্রায় সব দিক থেকেই রাষ্ট্রের সঙ্গে জড়িত, তাই রাষ্ট্র এবং রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন দিক গুলি সম্পর্কে আমাদের সঠিক ধ্যান-ধারনা এবং জ্ঞান থাকা প্রয়োজন। এবং সেই জ্ঞান আমরা তখনই লাভ করতে পারব, যখন আমরা সঠিকভাবে রাষ্ট্রবিজ্ঞান পাঠ করবো।
এটাও পড়ো👉 : রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিবর্তনমূলক বা ঐতিহাসিক মতবাদ
এটা পড়ো👉 : রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য
Keywords Related To This Article ;
ক্লাস ইলেভেন রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর 20245 | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বড় প্রশ্ন উত্তর 2025 | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উওর 2025 | wb class 11 political science question answer 2024 | রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীতা গুলি কী কী?