থানায় কিভাবে এফ.আই.আর(F.I.R) করতে হয় বা এফ.আই.আর (F.I.R) লেখার নিয়ম কী?
থানায় কিভাবে এফ.আই.আর(F.I.R) করতে হয় বা এফ.আই.আর (F.I.R) লেখার নিয়ম কী- এই বিষয়টা আমাদের বেশিরভাগ লোকেরই জানা নেই। যদিও আমরা থানায় গিয়ে খুব সহজেই এফেয়ার করতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রেই পুলিশ থানায় আমাদের এফ.আই.আর নিতে চায় না।সে ক্ষেত্রে যদি আমরা নিজেরাই একটি লিখিত F.I.R থানায় জমা দেই,তাহলে সেটা অনেক বেশি কার্যকরী হয়। সেই কারণে আমাদের জেনে রাখা উচিত যে থানায় কিভাবে একটি F.I.R লিখতে হয়। থানা লেখার ক্ষেত্রে কী কী বিষয় আমাদের উল্লেখ করতে হয়।
আজকের এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন একটি এফ.আই.আর লেখার নিয়ম কী বা কিভাবে থানায় একটি F.I.R লিখতে হয়, একটি এফ.আই.আর লেখার ক্ষেত্রে এফ.আই.আরে আমাদের কী কী বিষয় উল্লেখ করতে হয়।
কিভাবে একটা কার্যকরী F.I.R লিখতে হয়? || F.I.R- এ কী কী বিষয় উল্লেখ করতে হয়?
একটি শক্তিশালী First Information Report (এফ.আই.আর করার) করার জন্য বা জোরালো F.I.R করার জন্য একটি F.I.R-এ মূলত যে সমস্ত বিষয় উল্লেখ করতে হয় তাহলো-
১) প্রথমত আপনাকে খুব সংক্ষেপে নিজের পরিচয় দিতে হবে;
২) দ্বিতীয়ত আপনার ঠিকানা দিতে হবে ;
৩) তৃতীয়ত আপনি কেন এফআইআর করছেন বা কোন বিষয়ে আপনি এফআইআর করতে চান সেটা উল্লেখ করতে হবে;
৪) আপনি এফআইআর করার মাধ্যমে পুলিশের কাছ থেকে কীরকক সাহায্য চান সেটাও আপনাকে উল্লেখ করতে হবে;
৫) সবশেষে পুলিশ যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে সেজন্য এফ.আই.আরের শেষের দিকে আপনাকে নিজের যোগাযোগের উপায় হিসাবে ফোন নম্বর বা মোবাইল নম্বর দিতে হবে।
F.I.R লেখার একটা উদাহরণ || যেভাবে একটা এফ.আই.আর লিখতে হয়-
To-
The Officer In Charge
XYZ Outpost (Police Station)
Senpara, Uttar Dinajpur
Date : 05/12/2024
বিষয় ; বাড়িতে টাকা ও গয়না চুরির F.I.R
সম্মানীয় স্যার / ম্যাডাম,
আমি চন্দ্রনাথ সাহা, পিতা বীরেন্দ্রনাথ সাহা, সেন পাড়া, উওর দিনাজপুরের বাসিন্দা। গত 4ই ডিসেম্বর রাতে, আমার বাড়ি থেকে নগদ ২০,০০০ টাকা সহ বেশ কিছু মূল্যবান সোনার গয়না চুরি হয়ে গেছে।
আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে আমার এই F.I.R রেজিস্টার্ড করে দিন এবং আমাকে এই অভিযোগের একটি কপি দিন।
আমি বাধিত হবো,যদি আপনি আমার অভিযোগের ভিত্তিতে দ্রুত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন এবং আমার বাড়ি থেকে চুরি হওয়া টাকা এবং গয়না উদ্ধার করেন।
** এটাও পড়ে দেখুন ; নিজের ভালোর জন্যেই জেনে রাখুন সাইবার ক্রাইম এবং ইনফরমেশন & টেকনোলজি অ্যাক্ট সম্পর্কে