NBU 1st Semester SEC Political Science Syllabus'এ Legal Awareness Paper-এ তোমাদের Cyber Crime And Information Technology Act (IT Act 2000) সম্পর্কে পড়তে হবে। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থেই আজকের এই পোস্টে সাইবার ক্রাইম অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট সম্পর্কে বিস্তারিত জানানো হলো।
Cyber Crime And Information Technology Act (IT Act 2000) || সাইবার ক্রাইম এবং ইনফরমেশন টেকনোলজি (IT) Act 2000
সাধারণ মানুষের সুবিধার জন্যেই ইন্টারনেটের আবিষ্কার হয়েছিল। কিন্তু সেই ইন্টারনেট বতর্মানে একদিকে যেমন প্রচুর সুবিধা দিচ্ছে, সেরকম ইন্টারনেটের জন্যেই আবার অনেকের নানা ক্ষতিও হচ্ছে।
খুব সহজ এবং সংক্ষিপ্ত ভাষায় সাইবার ক্রাইম বলতে বোঝায়-কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে করা অপরাধ গুলোই সাইবার ক্রাইম নামে পরিচিত।
উদাহরণ হিসাবে আমরা হ্যাকিং, অ্যাকাউন্ট থেকে টাকা চুরির কথা বলতে পারি।
উন্নয়নশীল বা অন্যান্য উন্নত দেশের মতো ভারতেও সাইবার ক্রাইম হয়। নানা ধরনের সাইবার ক্রাইম থেকে সাধারণ মানুষকে শুধু খাওয়ার জন্য 2000 সালে ভারতে চালু হয় Cyber Crime Act ba Information Technology Act, সংক্ষেপে বলে IT Act 2000. 2000 সালের সেই আইন আবার 2008 সালে সংশোধন করা হয়েছিল।।
Types Of Cyber Crime || সাইবার ক্রাইমের ধরন বা প্রকারভেদ ;
হ্যাকিং, ডেটা চুরি, পরিচয় পত্রের চুরি, Email Spoofing And Fraud, পর্নোগ্রাফি, ভাইরাস ছড়ানো- এগুলো হলো সাইবার ক্রাইমের কিছু ধরন বা টাইপ।
▪ প্রথমত- হ্যাকিং ;
কারোর কম্পিউটার বা ল্যাপটপ বা ফোনে অনৈতিকভাবে প্রবেশ করা এবং তার অ্যাক্সেস নিয়ে সেখানে Data (তথ্য) চুরি করা, Data নয়ছয় করা এবং কোনো প্রকার ক্ষতি করাকে আমরা হ্যাকিং বলতে পারি। এই ধরনের অপরাধের জন্য তিন বছরের জেল এবং ৫ লক্ষ টাকা আর্থিক জরিমানা হতে পারে।
** NBU, 1st Semester SEC Political Science- সম্পূর্ণ সিলেবাসের ডিজিটাল পিডিএফ নোট নেওয়ার জন্য যোগাযোগ করো- +918388986727 নম্বরে।
▪ দ্বিতীয়ত- পরিচয় পত্রের চুরি ;
আধার কার্ড, প্যান কার্ড,ক্রেডিট কার্ড, ডিজিটাল আইডি পাসপোর্ট বা এই ধরনের কোনো পরিচয়পত্র থেকে ডেটা চুরি করা এবং তা ব্যবহার করে ক্ষতি করাও সাইবার ক্রাইম।।উদাহরণ ; আধার নম্বর এবং আঙুলের ছাপ ব্যবহার করে একাউন্ট থেকে টাকা চুরি।
এই ধরনের অপরাধের জন্য তিন বছরের জেল এবং ১ লক্ষ টাকা জরিমানা হতে পারে।
▪ তৃতীয়ত ; Email Spoofing And Fraud ;
হ্যাকিং, ফিশিং, পরিচয়পত্রের চুরি, ভাইরাস ছড়ানো, তথ্য চুরি বা এই ধরনের উদ্দেশ্য নিয়ে ইমেইল করা হলো ইমেইল স্পুফিং এবং ফ্রড। এই ধরনের সাইবার অপরাধের জন্য 3 বছরের জেল এবং জরিমানা হতে পারে।
▪ চতুর্থত- পর্নোগ্রাফি :
কারোর ইচ্ছার বিরুদ্ধে তার গোপনীয় বা চিত্র বা ছবি, ভিডিও শুট করা বা MMS শুট করা, তা শেয়ার করা, সোশ্যাল মিডিয়ায় ছড়ানোও সাইবার ক্রাইমের মধ্যে পড়ে। এছাড়াও, 18 বছরের নীচে, অর্থাৎ যারা শিশু- তাদের যেকোনো ধরনের গোপনীয় ছবি, ভিডিও ধারণ, সংরক্ষণ, কেনাবেচা, ছড়ানোও গুরুতর অপরাধ। এর জন্য 5 বছরের এবং 10 লক্ষ টাকারও জরিমানা হতে পারে।।
এছাড়াও, সাধারণ মানুষের ডেটা চুরি করা এবং ভাইরাস তৈরি করা, ভাইরাস প্রবেশ করানো এবং ছড়ানোও গুরুতর সাইবার ক্রাইম।
*** এটাও পড়ে দেখুন ; কিভাবে থানায় একটি F.I.R লিখতে হয়??
*** যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিম্নলিখিত উপায়ে।