সাইমন কমিশন (Simon Commission) সম্পর্কে আমাদের যা জানতে হয়!!

Ajit Rajbanshi
0


note-on-simon-commission-in-bengali


'সাইমন কমিশনের গঠনের ইতিহাস'

১৯১৯ সালের মন্টেগু চেমসফোর্ড আইনে এটা বলা হয়েছিল যে এই আইন কার্যকরী হওয়ার ১০ বছর পর একটা কমিশন গঠন করা হবে। সেই কমিশন মন্টেগু চেমসফোর্ড আইনের প্রভাব বা কার্যকারিতা গুলি দেখবে এবং তার ভিতিতে ভবিষ্যতে ভারতের শাসন ব্যবস্থায় কীরকম সংস্কার করতে হবে-সেই সম্পর্কে রিপোর্ট তৈরি করে সুপারিশ করবে।

এরপর, ১৯২৭ খ্রিষ্টাব্দে ১৯১৯ সালের ভারত শাসন আইন বা মন্টেগু চেমসফোর্ড আইন অনুযায়ী ব্রিটিশ পার্লামেন্টের সাতজন সদস্যকে নিয়ে একটি কমিশন গঠন করা হয় যেই কমিশনের সভাপতি ছিলেন স্যার জন সাইমন এবং তার নাম অনুসারে সেই কমিশনের নাম হয় সাইমন কমিশন। 


সাইমন কমিশন কেন গঠন করা হয়েছিল? সাইমন কমিশন গঠনের উদ্দেশ্য কী ছিল?? 

সাইমন কমিশন গঠনের প্রধান উদ্দেশ্য বা কাজ ছিল ভারতীয়রা স্বায়ত্তশাসনের যোগ্য কিনা সেটা যাচাই করা এবং সেই ভিত্তিতে রিপোর্ট তৈরি করা। ভারতের শাসনব্যবস্থা কী কী সংস্কার করতে হবে সেটাও রিপোর্ট করা ছিল সাইমন কমিশনের প্রধান কাজ। 


সাইমন কমিশনের প্রতি ভারতীয়দের ক্ষোভের কারণ কী ছিল? || ভারতীয়রা কেন সাইমন কমিশনের বিরোধীতা করেছিল?

যেখানে কথা হচ্ছে ভারতীয়দের স্বায়ত্তশাসনের, ভারতের শাসনব্যবস্থার, সেখানে আশা করা হয়েছিল যে অন্ততপক্ষে সেখানে কিছু ভারতীয় সদস্যদের রাখা হবে। কিন্তু ভারতের শাসন সংক্রান্ত এরকম একটা গুরুত্বপূর্ণ কমিটিতেও কোনো ভারতীয় সদস্য রাখা হয়নি। ফলে ভারতীয়রা সাইমন কমিশনের ঘোর বিরোধিতা করতে শুরু করে। 

যাইহোক, এরপর ১৯২৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে সাইমন কমিশন ভারতে আসে। সাইমন কমিশন যখন ভারতে আসে তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। এবং ২ বছর পর ভারতীয় সদস্যের ছাড়াই সাইমন কমিশন ১৯৩০ সালের মে মাসে তার রিপোর্ট পেশ করে


** বিশেষ ঘোষণা ; 

তোমরা যদি উচ্চমাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় থেকে শুরু করে অষ্টম অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন উওরের PDF Note, খুবই কম দামে নিতে চাও তাহলে আজই যোগাযোগ করো ; +918388976727 নম্বরে।


'সাইমন কমিশনের গুরুত্বপূর্ণ / তাৎপর্য'

সাইমন কমিশনের রিপোর্ট এবং নেহেরু রিপোর্টের উপর ভিত্তি করেই ১৯৩০ থেকে ১৯৩২ খ্রিষ্টাব্দ পযর্ন্ত ব্রিট্রিশ প্রধানমন্ত্রী র‍্যামসে ম্যাকডোনাল্ড ভারতীয় জাতীয় স্তরের নেতাদের সঙ্গে তিনটি গোলটেবিল বৈঠকের ব্যবস্থা করেন। গোলটেবিল বৈঠকে সাইমন কমিশন এবং নেহেরু রিপোর্টের উপর আলোচনা এবং সিদ্ধান্তের উপর ভিত্তি করেই ১৯৩৫ সালের ভারত শাসন আইন তৈরি হয়েছিল।।

** পরীক্ষায় সাইমন কমিশন সম্পর্কে কোন প্রশ্নগুলো আসতে পারে??

1. সাইমন কমিশন কবে গঠিত হয়?

2.সাইমন কমিশন কবে বা কত সালে ভারতে আসে?

3.সাইমন কমিশন গঠনের উদ্দেশ্য কী ছিল বা সাইমন কমিশন করা হয়েছিল কিসের জন্য?

4. ভারতীয়রা সাইমন কমিশনের বিরোধীতা করেছিল কেন?

4.সাইমন কমিশন কবে তাদের রিপোর্ট প্রকাশ করে?

5. সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?

6. সাইমন কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল?

7. সাইমন কমিশনের প্রতি ভারতীয়দের ক্ষোভের কারণ কী ছিল?

এই প্রশ্নগুলোর উওর উপরেই দেওয়া হয়েছে।

*** এটাও পড়ুন👉 ; ১৯০৯ সালের মর্লে মিন্টো আইন সম্পর্কে টপারের লেখা নোট


*** যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিম্নলিখিত উপায়ে। 
 ▪ যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে👉 Telegram Channel 
▪ সরাসরি ইমেইল করতে 👉 rajajit6666@gmail.com
▪ ফেসবুক পেজ থেকে ম্যাসেজ করুন👉 Facebook Page 
▪ ফলো করুন আমাদের👉 WhatsApp Channel

Post a Comment

0Comments

Post a Comment (0)