সূর্যাস্ত আইন বিষয়টা মূলত চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে সম্পর্কিত। লর্ড কর্নওয়ালিশ যখন ১৭৯৩ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন, তখন সূর্যাস্ত আইন চালু করা হয়েছিল।
** সূর্যাস্ত আইন কাকে বলে বা বলতে কী বোঝায়?
চিরস্থায়ী বন্দোবস্তের নিয়ম অনুযায়ী একজন জমিদারের হাতেই মূলত কিছু জমির মালিকানা চিরদিনের জন্য দিয়ে দেওয়া হতো। এরূপ অবস্থায়, জমির মালিক সেই জরিদার এক বছরে কৃষকদের থেকে যে পরিমাণ রাজস্ব আদায় করতেন, সেই রাজস্ব বছরের একটা নির্দিষ্ট দিনে, সূর্য অস্ত যাওয়ার আগেই বা বেলা ডোবার আগেই ব্রিটিশ সরকার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে জমা দিতে হতো। সূর্য অস্ত যাওয়ার আগে রাজস্ব জমা দেওয়ার এই ব্যবস্থাই সূর্যাস্ত আইন নামে পরিচিত।।
যদি কোনো জমিদার নির্দিষ্ট দিনে সূর্যাস্ত আইনের নিয়মানুযায়ী সরকারের কাছে রাজস্ব জমা না দিতে পারতেন, তাহলে তার জমিদারী কেড়ে নেওয়া হতো।
** বিশেষ ঘোষণা ;
তোমরা যদি উচ্চমাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় থেকে শুরু করে অষ্টম অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন উওরের PDF Note, খুবই কম দামে নিতে চাও তাহলে আজই যোগাযোগ করো ; +918388976727 নম্বরে।
এজন্য অনেক সময় দেখা যেত, অনেকে জমিদারী পাওয়ার লোভ এমন কান্ড করতেন যে, জমিদার যখন রাজস্ব নিয়ে যাচ্ছেন, তখন রাস্তাতেই হয়তো ভাড়াতে ডাকাত দিয়ে জমিদারের সমস্ত টাকা পয়সা লুট করে নেওয়া হলো। এতে একদিনে যেমন জমিদার নিজের জমিদারীও হারাতেন, ঠিক তেমনি তাকে আবার সেই হারানো রাজস্বের টাকাও দিতে হতো সরকারকে। আর যার ইশারায় এসব হয়েছে, সে একদিকে নতুন জমিদারী এবং অন্যদিকে সেই রাজস্ব- উভয় পেয়ে যেতো।।
** সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিশ এবং সূর্যাস্ত আইন চালু হয়েছিল ১৭৯৩ খ্রিষ্টাব্দে।
*** যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিম্নলিখিত উপায়ে।