ক্লাস 4 বাংলা : নরহরি দাস গল্পের প্রশ্ন উওর

Ajit Rajbanshi
0

 


wb-class-4-bangla-norohori-das-golper-questions-answers

চতুর্থ শ্রেণির বাংলা বইয়ের পাঠ্য গল্প- 'উপেন্দ্রকিশোর রায়চৌধুরির লেখা নরহরি দাস' গল্পের কিছু প্রশ্ন উওর এই পোস্টে শেয়ার করা হবে। নরহরি দাস গল্পের যে অনুশীলনী বইতে আছে, সেখানকার কিছু প্রশ্নই এখানে দেওয়া হলো।। বাকি প্রশ্ন উওর পেতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন

নরহরি দাস গল্পের প্রশ্ন উওর || Norohori Das Golper Questions Answers 

৩)একটি বাক্যে উত্তর দাও :

৩. ১ ‘হ্যাঁগা, তুমি কী খাও ? - ছাগলছানা ষাঁড়কে কী ভেবে এমন প্রশ্ন করেছিল?

উওর : ছাগলছানা ষাঁড়কে ছাগল ভেবে এমন প্রশ্ন করেছিল।

৩.২ গল্পে বাঘ হলো শিয়ালের মামা, আর নরহরি দাস' নিজেকে কার মামা দাবি করল?

উওর : গল্পে 'নরহরি দাস' নিজেকে সিংহের মামা দাবি করেছিল।

৩.৩ ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল?

উওর ; ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল বনের ঘাস খেতে। সে ভেবেছিল বনের ঘাস খেলে সেও ষাঁড়ের মতো বড়ো হবে। তাই ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল।

৩.৪ ছাগলছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি?

উওর : ষাঁড়ের সঙ্গে বনের ভিতরে গিয়ে ছাগলছানা পেটে যত ঘাস ধরর ততোটা ঘাস খেয়ে ফেলে। ফলে তার পেট ভারী হয়ে যায়। তাই সে চলতে পারেনা। তাই সেদিন ছাগলছানা রাতে বাড়ি ফিরতে পারেনি।

৩.৫ অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কী মনে করেছিল?

উওর : অন্ধকারে ছাগলছানাকে শিয়াল মনে করেছিল কোনো রাক্ষস টাক্ষস হবে।

৩.৬ বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন?

উওর ; কারণ, কিছুক্ষন আগেই শিয়াল বাঘের কাছ থেকে বাড়ি ফিরেছিল। এতো তাড়াতাড়ি আবার বাঘের কাছে ফিরে আসায় বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল।

৩.৭ শিয়াল কোন্ শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল?

উওর : বাঘ মামা যদি শিয়ালকে তার লেজের সঙ্গে বেঁধে নিয়ে যায়, তবেই শিয়াল যাবে। শিয়াল এই শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল।

৩.৮ ছাগলের বৃদ্ধির কাছে বাঘ কীভাবে হার মানল? 

উওর ; শিয়াল যখন তার বাঘ মামাকে নিয়ে আসে তখন ছাগলছানা উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে বলে যে, 'তোকে দিলুম দশ বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি'। এই কথা শুনে বাঘ ভাবে যে শিয়াল ষড়যন্ত্র করে তাকে মারতে নিয়ে এসেছে। তাই বাঘ সেখান থেকে দ্রুত পালায়। এইভাবে ছাগলের বৃদ্ধির কাছে বাঘ হার মানে।

৪) নীচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো :

য়া ন ভ ক, শ র্ব স না, তারাসারা, র ন্ধ অ কা, ম ণ ণি ন্ত্র, না গ ল ছা ছা

উওর : ভয়ানক, সর্বনাশ, সারারাত, অন্ধকার, নিমন্ত্রণ, ছাগলছানা

৫) নিজের ভাষায় বাক্য সম্পূর্ণ করো :

৫.১ যেখানে মাঠের পাশে বন আছে, আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানে গর্তের ভিতরে একটা ছাগল ছানা থাকত।

৫.২ সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল

৫.৩. ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না।

৫.৪. বাঘ শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে।

৫.৫ বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এল, তাই সে আরও বেশি করে ছোটে।

ক্লাস 4 বাংলা সহ অন্যান্য বিষয়ের প্রশ্ন উওর পেতে আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন। 

রও পড়ো👉 : বনভোজন কবিতার সব প্রশ্ন উওর


Post a Comment

0Comments

Post a Comment (0)