তৃতীয় শ্রেণির বাংলা : সত্যিই সোনা গল্পের সকল প্রশ্ন উওর 2024

Ajit Rajbanshi
0


আজকের এই ব্লগপোস্টে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা পাতা বাহার বইয়ের 6,7 নম্বর পৃষ্ঠার 'সত্যি সোনা গল্পের সকল প্রশ্ন উত্তর' শেয়ার করেছি। 

প্রশ্ন উওরের পিডিএফ ফাইলটি ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন। 

▪ চ্যানেলে জয়েন করতে এখানে ক্লিক করুন



একটি বাক্যে উত্তর দাও:

১.১ বুড়ো চাষির সংসারে কে কে ছিল?

উওরঃ বুড়ো চাষের সংসারে বুড়ো চাষী, তাঁর ছেলে এবং ছেলের বউ অর্থাৎ মোট তিনজন সদস্য ছিল।

১.২ চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল?

উওরঃ চাষের ছেলেটি ছিল প্রকৃতপক্ষে অলস এবং লোভী।

১.৩ বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো?

উওরঃ বাপের কথা শুনে ছেলের মনে লোভ জন্ম নিয়েছিল এবং লোভে তার চোখ চকচক করে উঠেছিল।

১.৪ বুড়ো চাষি কোন কথাটা তাঁর ছেলেকে বলে যাননি?

উওরঃ জমির ঠিক কোন জায়গাতে সোনা পোতা আছে সেটা বুড়ো চাষী তাঁর ছেলেকে বলে যাননি।


২. সংক্ষেপে উত্তর দাও:


২.১ চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল?

উওরঃ সকাল থেকে রাত পর্যন্ত চাষির ছেলে মোট পাঁচ বিঘা জমি খুঁড়েছিল।


২.৩ গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে, আর কী কী জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে?

উওরঃ কোদাল ছাড়াও লাঙ্গল, শাবল, নিড়ানি দিয়ে  মাটি খোঁড়া যায়।

২.২ চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল।

উওরঃ চাষীর ছেলের প্রথম রোজগারে তার বউ খুশি হয়েছিল। 

২.৪ 'সত্যি সোনা' গল্পটির মতো আর কোন গল্প তোমার জানা আছে? জানা গল্পটি বন্ধুদের শোনাও।


৩. বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে নিয়ে পুরো কথাটা আবার নীচে লেখো:


৩.১ ছেলের চোখ দুটো লোভে (ঝকঝক / চকচক / বঝকমক/ ঝিকমিক) করে ওঠে।

উওরঃ  ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে।


৩.২ চাষির ছেলের বউ ছিল খুব (চালাক/সরল/বোকা/বুদ্ধিমতী)।

উওরঃ চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতি।


৩.৩ বউ বলেছিল, 'সোনা যদি পাও তবে (আমাদের/তোমার/মজুরদের/আমার) কপাল ফিরে যাবে।'

উওরঃ বউ বলেছিল, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে।


৩.৪ চাষির ছেলে ফসল কাটার পর তা (কম পয়সায়/দোকানে/হাটে/বাজারে) বিক্রি করে।

উওরঃ চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে।


৪. সংক্ষিপ্ত উত্তর লেখো:


৪.১ চাষির ছেলে নিজে চাষ-আবাদ করার কথা ভাবতে পারত না কেন?

উওরঃ চাষির ছেলে ছিল অলস প্রকৃতির। সারা জীবনই সে শুয়ে বসে কাটিয়েছে। সেই কারণে সে নিজে খাটনি করে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না।


৪.২ শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার কারণ কী ছিল?

উওরঃ মৃত্যুর সময় বুড়ো চাষি জমিতে লুকানো যে সোনার কথা বলে যায় ; সেই সোনার লোভ-ই হল মাঠে কাজ করতে যাওয়ার প্রধান কারণ।


৪.৩ চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে?

উওরঃ চাষির ছেলের বউ বর্ষার আগে বীজ বোনার কথা বলেছিল। 


৪.৪ সে কোথা থেকে বীজ কিনে এনেছিল?

উওরঃ চাষির ছেলের বউ হাট থেকে বীজ কিনে এনেছিল।


৪.৫ সে কীসের বীজ কিনেছিল?

উওরঃ সে অর্থাৎ চাষির ছেলের বউ হাট থেকে ধানের বীজ কিনে এনেছিল।


৪.৬ গল্পের কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো।



৫. নিজের ভাষায় উত্তর দাও:


৫.১ 'সেটা বলব বলেই তো ডেকেছি তোমায়'- কে এই কথা বলেছে? সে কাকে এই কথা বলেছে? সে

তাকে কী বলার জন্য ডেকেছিল?


উওরঃ 

▪ সত্যি সোনা গল্পের প্রশ্নোদ্ধৃত কথাটি বলেছিল বুড়ো চাষী।

▪ সে এই কথাটি তাঁর ছেলেকে বলেছিল। 

▪ বুড়ো চাষির গুপ্তধন বা সোনা কোথায় লুকানো আছে সেটা বলতেই সে তাঁর ছেলেকে ডেকেছিল।


৫.২ গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কীভাবে সাহায্য করেছে তা লেখো।

উওরঃ সত্যিই সোনা গল্পে চাষীর ছেলের বউ চাষির ছেলের মধ্যে কাজ করার আগ্রহ, ইচ্ছে জুগিয়েছিল। ফলে চাষির ছেলে একজন অলস মানুষ থেকে পরিশ্রমী এবং রোজগেরে চাষীতে পরিণত হতে পেরেছিল। 


৫.৩ 'সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে'- কে এই কথা বলেছে? সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে। সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কী কী মিল আছে?


উওরঃ 'সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে' এই কথাটি বলেছিল চাষির ছেলের বউ এবং সোনা বলতে বোঝানো হয়েছে মাঠে থাকা পাঁকা ধানকে। 

▪ মাঠের পাঁকা ধান সত্যি সোনা না হলেও তার সঙ্গে সোনার মিল রয়েছে দুটো। 

▪ প্রথমত সোনার রং এবং পাকা ধানের রং প্রায় একই।

▪ দ্বিতীয়ত সোনা থেকে যেমন অর্থ উপার্জন করা যায় ঠিক একইভাবে ধান হলো একটি অর্থকরী ফসল যা থেকে চাষিরা রোজগার করে থাকেন। সেই কারণে ধানের সঙ্গে এবং সোনার সঙ্গে মিল রয়েছে অনেক।


৫.৪ চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কী কারণে খুব খুশি হলো?

উওরঃ চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফেরায় তার বউ এজন্যই খুশি হয়েছিল যে-

▪ প্রথমত সেই ফসল বিক্রির টাকাই ছিল চাষির ছেলের প্রথম রোজগার।

▪ দ্বিতীয়ত রোজগারের মধ্যে দিয়েই চাষির ছেলে একজন অলস প্রকৃতির মানুষ থেকে প্রকৃতপক্ষে পরিশ্রমী মানুষের পরিণত হয়েছিল।


৫.৫ চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কী পুরস্কার পেয়েছে?

উওরঃ চাষির ছেলে এবং তার বউ বুদ্ধি খাটিয়ে দু ধরনের পুরস্কার পেয়েছিল। প্রথমত তাঁরা বুদ্ধি খাটিয়ে সঠিক সময় ফসল ফেলে, সেই ফসল বিক্রি করে এক থলি টাকা পেয়েছিল।

▪ এবং দ্বিতীয়তঃ চাষীর ছেলের বউ নিজের স্বামীর প্রথম রোজগারের মধ্যে দিয়ে সঠিক পরিশ্রমী স্বামী গড়ে তোলার আনন্দ পেয়েছিল।


৫.৬ 'ছেলের বউ খুব বুদ্ধিমতী'- তার বুদ্ধির প্রকাশ গল্পে কীভাবে লক্ষ করা গেল?

উওরঃ গল্পে চাষির ছেলের বউ তার বুদ্ধিমত্তার পরিচয় বিভিন্নভাবে দিয়েছেন।

• প্রথমত সে তার স্বামীকে জমিতে কাজে লাগানোর জন্য মনে করিয়ে দিত যে জমিতেই সোনা রয়েছে।

• দ্বিতীয়তঃ প্রথমে সোনা বের করার জন্য অন্য লোককে কাজে লাগানোর কথা বললেও, ভাড়াটে শ্রমিক সোনা পেয়ে গেলে সেই সোনা তারা নিজেরা সরিয়ে ফেলবে এই ভয় দেখিয়ে সে নিজের স্বামীকেও কাজে লাগিয়ে দেয়।

• তৃতীয়তঃ যখন তার স্বামী সমস্ত জমি খুড়ে সোনা না পেয়ে হতাশ হয়ে পড়ে ঠিক সেই সময় সে মনে করিয়ে দেয় এখন জমিটা এমনি না ফেলে রেখে চাষ করাই ভালো। এজন্য সে নিজেই হাট থেকে সবচেয়ে ভালো ধানের বীজ এনে দিয়েছিল এবং এইভাবে সে নিজের বুদ্ধির মাধ্যমে নিজের স্বামীকে কাজে লাগিয়ে ;একজন অলস প্রকৃতির মানুষ থেকে প্রকৃতপক্ষে পরিশ্রমী এবং রোজগেরে মানুষে পরিণত করতে পেরেছিল।


৬. দাগের সকল প্রশ্ন উত্তর

৬.১)  পিতলের থালা টা সোনার মতোই চকচকে

৬.২)  পাকা ধান সোনার মতোই ঝলমলে

৬.৩)  আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না

৬.৪)  রুপো চকচকে হলেও সোনার চেয়ে কম দামি


Keywords For This Post ; তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের 6,7 নং পৃষ্ঠার প্রশ্ন উওর |
ক্লাস 3 সত্যি সোনা গল্পের প্রশ্ন উত্তর পিডিএফ | WB Class Three Patabahar Sotti Sona Golper Question Answer | ক্লাস 3 পাতা বাহার বইয়ের প্রশ্ন উওর | WB Class 3 Bangla Patabahar Question Answer Page 6,7 | Class III Patabahar Solution 2024

               

  • Newer

    তৃতীয় শ্রেণির বাংলা : সত্যিই সোনা গল্পের সকল প্রশ্ন উওর 2024

Post a Comment

0Comments

Post a Comment (0)