যৌতুক নিষিদ্ধকরন আইনের খুটিনাটি বিষয় || Dowry Prohibition Act In Bengali

Ajit Rajbanshi
0

 


best-note-on-dowry-prohibition-act-in-bengali


যৌতুক নিষিদ্ধকরন আইন ১৯৬১ কী?

▪ বিয়ের সম্বন্ধ হওয়ার সময় বা বিয়ের সময় বা বিয়ের পরে এক পক্ষ কর্তৃক অপরপক্ষকে যৌতুক দেওয়া বা নেওয়া এবং যৌতুকের জন্য বিয়ের পর গৃহবধূদের ওপর যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক অত্যাচার হয়ে থাকে সে সমস্ত অত্যাচার থেকে গৃহবধূদের ওপর রেহাই দেওয়ার জন্য বা সে সমস্ত অত্যাচার বন্ধ করার জন্য ১৯৬১ খ্রিস্টাব্দে ভারতীয় পার্লামেন্ট যে আইন পাস করে, হলো যৌতুক নিষিদ্ধ আইন বা বা পণ প্রথা বিরোধী আইন (Dowry Prohibition act 1961). এই আইন চালু হয় ১৯৬১ সালের পয়লা মে। (জম্মু ও কাশ্মীর ছাড়া).

ভারতের যৌতুক নিষিদ্ধকরণ আইন কেন তৈরি করা হয়েছিল?

▪ ভারতের পণপ্রথা বিরোধী আইন বা যৌতুক নিষিদ্ধ করণ আইনের মুখ্য উদ্দেশ্য ছিল- পাত্রপক্ষ কর্তৃক পাত্রীপক্ষের কাছ থেকে যৌতুক দাবি করা এবং বিয়ের পর যৌতুকের জন্য গৃহবধূদের ওপর হওয়া শারীরিক এবং মানসিক অত্যাচার থেকে তাদের রক্ষা করা।

▪ Dowry Prohibition Act 1961 এর দশটি ধারা রয়েছে। যথা-

১) Section-1 ; এ রয়েছে এর short title, extend and commencement. 

▪ এই আইন Dowry Prohibition Act 1961 নামে পরিচিত। এই আইনটি জম্মু ও কাশ্মীর ছাড়া সারা ভারতের জন্যেই লাগু হয়েছিল। 

২) Section-2 ( Definition Of Dowry) ; 

যৌতুক বা পণ বলতে কী বোঝায় তা যৌতুক নিষিদ্ধকরণ আইনের দুই নং ধারায় উল্লেখ করা হয়েছে। 

▪ ধারা 2 অনুযায়ী বিয়ের পূর্বে,বিয়ের সময় বা বিয়ের পরে একপক্ষ দ্বারা অপর পক্ষকে বা একজনের তরফে অপরজনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেকোনো ধরনের সম্পত্তি বা মূল্যবান Security প্রদান করাকে Dowry  বা যৌতুক বা পণ হিসাবে ধরা হবে।

পণপ্রথা বিরোধী আইন বা যৌতুক নিষেধাজ্ঞা আইনের 3 নং ধারা-

▪  Section-3 Of Dowry Production Act (Penalty for giving or taking dowry) ; ধারা তিনে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি যৌতুক নিয়ে বা দিয়ে থাকেন অথবা যৌতুক নিতে সাহায্য করে থাকেন, তাহলে তাকে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। সঙ্গে অন্ততপক্ষে 15 হাজার টাকার জরিমানা দিতে হবে।

▪ পণপ্রথা বিরোধী আইন বা যৌতুক নিষেধাজ্ঞা আইনের 4 নং ধারা-

▪ Section 4 Of Of Dowry Production Act (Penalty for demanding dowry) ; বিয়ের পূর্বে, বিয়ের সময় বা বিয়ের পরে নববধূ অথবা বরের মাতা পিতা বা তার আত্মীয়ের কাছ থেকে যদি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি যৌতুক দাবী করা হয়,তাহলে যৌতুক দাবি কারি ব্যক্তিকে সর্বনিম্ন ৬ মাস এবং সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড দেওয়া হবে। এবং কমপক্ষে তাকে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে।

▪ Section-4A- Ban on advertisement ; এই ধারা বলে যৌতুক সংক্রান্ত যেকোনো ধরনের বিজ্ঞাপন যেখানে অর্থ বা কোন মূল্যবান সম্পত্তি দেওয়ার কথা বলা হয়েছে, সেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। যদি কোনো ব্যক্তি যৌতুক সংক্রান্ত কোন বিজ্ঞাপন দিয়ে থাকেন, তাহলে তার সর্বনিম্ন ৬ মাস এবং সর্বোচ্চ পাঁচ বছরের জেল হতে পারে এবং তাকে কমপক্ষে ১৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

৫) Section-5 ( Agreement for giving or taking dowry to be void) ; অর্থাৎ যৌতুক নেওয়া বা দেওয়ার সমস্ত চুক্তি বাতিল হবে।

৬) Section-6- [Dowry for the benefit of the wife or her heirs] ; এতে বলা হয়েছে,বিয়ের এক বছরের আগে কোন রকম পণ দেওয়া হলে, তা তাঁরই প্রাপ্য। আবার বিয়ের সময় বা এক বছর পরে দেওয়া হলেও একই নিয়ম। কন্যার ১৮ বছর হয়নি তবুও বিয়ে দেওয়া হয়েছে সেই সময় কন্যাকে যে যৌতুক দেওয়া হয়েছিল, ১৮ বছর বয়স হলে, যৌতুক হিসেবে পাওয়া সমস্ত সামগ্রী তাকে দিতে হবে। মনে রাখতে হবে, পণের টাকা বা সামগ্রী হিসেবে বধু বা তার উত্তরাধিকারীর প্রাপ্য।

৭) Section-7 (Cognizance of offence) ; এই ধারায় বলা হয়েছে যে Dowry দাবি করা হলে তার বিরুদ্ধে কোথায় অভিযোগ করা যাবে। পাত্রপক্ষ পণ দাবি করলে যাঁর কাছে দাবি করেছে তিনি নিজে বা পরিবারের কেউ বা স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় থানায় এফআইআর (ফার্স্ট ইনফর্মেশন রিপোর্ট) করতে পারেন। আর পুলিশ অভিযোগ না নিলে এই এলাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ জানানো যায়। রাজ্য সরকার এই অধিন প্রয়োগের জন্য বিশেষ অফিসার নিয়োগ করতে পারেন। তবে জেলায় সমাজকল্যা আধিকারিকের কাছে অভিযোগ জানানো যায়। 

৮) Section-8A (Burden of proof in certain cases) ; যদি কোনো ব্যক্তিকে যৌতুক নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে অভিযুক্ত করা হয় বা যৌতুক দাবী করার ক্ষেত্রে অভিযুক্ত করা হয়, কিন্তু সেই ব্যক্তি যদি নিজের অপরাধ স্বীকার না করেন তাহলে ধারা 3 এবং ধারা 4 তার উপর প্রয়োগ করা হবে। 

◆ Section- 8B. Dowry Prohibition Officers ; এতে বলা হয়েছে যৌতুক নিষিদ্ধ আইন কার্যকর করার জন্য রাজ্য সরকার চাইলে Dowry Prohibition Officers নিয়োগ করবে যারা তাদের এক্তিয়ারের মধ্যে কাজ করার জন্য বিভিন্ন ক্ষমতা ভোগ করবে। 

▪ 1986 তে Dowry Prohibition Act 1961 সংশোধন করা হয়। সংশোধন করে 304B এবং 498 ধারা যুক্ত করা হয়। 

▪ যৌতুক নিষিদ্ধকরণ আইন বা পণপ্রথা বিরোধী আইনের 304B ধারায় কী বলা হয়েছে? 

▪ Section 304B Of Dowry Production Act- Dowry Death ; এই ধারায় বলা হয়েছে, বিয়ের সাত বছরের মধ্যে যদি যৌতুকের জন্য মহিলার মৃত্যু ঘটে এবং যদি এটা দেখা যায় যে মৃত্যু ঘটার আগে সেই মহিলার উপর নিষ্ঠুর অত্যাচার করা হয়েছে বা তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে, তাহলে সেই মহিলার স্বামী এবং তার পরিবারকে এজন্য দায়ী করা হবে এবং মহিলার মৃত্যুকে ডাওরী ডেথ হিসেবে উল্লেখ করা হবে।।

▪ এই ধরনের ঘটনায় অভিযুক্তদের ৭ বছর এবং সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

▪ যৌতুক নিষিদ্ধকরণ আইন বা পণপ্রথা বিরোধী আইনের 498A ধারায় কী বলা হয়েছে? 

▪ Section 498A f Dowry Production Act ; (Cruelty to woman) ; এতে বলা হয়েছে যে, মহিলার স্বামী বা স্বামীর পরিবারের কোনো সদস্য বা আত্মীয়ের দ্বারা যদি মহিলার জীবনের ঝুঁকির সৃষ্টি হয়, তাকে আত্মহত্যা করার পর্যায় ঠেলে দেওয়া হয় বা সাধারণ ভাষায় তিনি নির্যাতিত হন, তাহলে সেক্ষেত্রে স্বামী এবং পরিবারের সদস্যদের তিন বছরের কারাদণ্ড হবে। সঙ্গে আর্থিক জরিমানা।

▪ 113-A. Presumption as to abetment of suicide by a married woman ; এই ধারায় বলা হয়েছে, যদি বিয়ের সাত বছরের মধ্যে কোন মহিলা আত্মহত্যা করেন এবং সেই আত্মহত্যার পেছনে যদি সেই মহিলার স্বামী অথবা স্বামীর পরিবারের কোন সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ হাত থেকে থাকে অর্থাৎ তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে বা কোন ভাবে তাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেখানে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে,তাহলে সেক্ষেত্রে সেই মহিলার স্বামী এবং পরিবারের সদস্যদের উপর 498A এর Cruelty to woman ধারা কাজ করবে।।

▪ Intentional death of a woman ; স্বামী বা তার পরিবারের বাকি সদস্যরা যদি মহিলার উপর যৌতুকের জন্য অত্যাচার করে এবং যৌতুকের জন্য যদি ইচ্ছাকৃতভাবে মহিলার মৃত্যু ঘটানো হয়, তাহলে সেক্ষেত্রে Indian Penal Code- এর 302 নং ধারা অনুযায়ী তার শাস্তি দেওয়া হবে।।

Tags ; Dowry Prohibition Act 1961 In Bengali | Note On Dowry Prohibition Act 1961 In Bengali | ডাওরি প্রহিবিশন অ্যাক্ট প্রশ্ন উওর | যৌতুক নিষিদ্ধকরন আইন 1961 | ভারতের পণ প্রথা বিরোধী আইন


Post a Comment

0Comments

Post a Comment (0)