প্রাদেশিক দ্বৈত শাসন ব্যবস্থা বা ডায়ার্কি (Dyarchy)
১৯১৯ সালের ভারত শাসন আইনে প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয়। Dyarchy- বলতে বোঝায় দুই ধরনের সরকারের উপস্থিতি। আসলে এই আইনের মাধ্যমে প্রদেশের শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত বিষয়গুলিকে Reserved & Transformed (সংরক্ষিত এবং হস্তান্তরিত) এই দুই ভাগে ভাগ করা হয়। অধিক গুরুত্বপূর্ণ বিষয় যেমন-আইন, অর্থ, পুলিশ ব্যবস্থা, বিচার, শ্রম প্রভৃতি.
সংরক্ষিত এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ (শিক্ষা স্বাস্থ্য কৃষি সেচ প্রভৃতি) বিষয় গুলোকে হস্তান্তরিত বিষয়ের অন্তর্ভুক্ত করা হয়। সংরক্ষিত বিষয়গুলো গভর্নর এবং তার কার্যবিবাহক সভার ওপর পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে হস্তান্তরিত বিষয়গুলোর শাসন পরিচালনার দায়িত্ব প্রাদেশিক আইনসভার মন্ত্রীদের হাতে দেওয়া হয়।
এইভাবে প্রদেশের শাসন ব্যবস্থা একদিকে গভর্নর এবং তার কার্যবিবাহক পরিষদের এবং অন্যদিকে প্রাদেশিক মন্ত্রিসভার মধ্যে ভাগ হয়ে যায়। একেই বলে দ্বৈত শাসন ব্যবস্থা বা Dyarchy.
*** এটাও পড়ুন👉 ; ১৯০৯ সালের মর্লে মিন্টো আইন সম্পর্কে টপারের লেখা নোট
** আরও জানো ; জেনে নাও সূর্যাস্ত আইন বলতে কী বোঝায়
** উচ্চমাধ্যমিক ইতিহাস সকল অধ্যায়ের PDF নোট নেওয়ার জন্য যোগাযোগ করো ; +918388986727 নম্বরে