20+ MCQ : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়

Ajit Rajbanshi
0


madhyamik-bhugol-mcq-questions-answers-2025-chapter-1

আজকের ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় অথবা মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের নদীর অংশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি MCQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করব।


বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর


1 -  নদীর জলপ্রবাহ মাত্রা পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে?

• কিলোমিটার

• মিলিবার

•  নট

•  কিউসেক

উওর : কিউসেক


2 - নদীর কোন প্রকার গতিতে নদী সর্বাধিক ক্ষয় করে থাকে?

• উচ্চগতিতে

• মধ্য ও নিম্নগতিতে

• মধ্যগতিতে

• নিম্নগতিতে

উওর : উচ্চগতিতে


3 - নদীর কোন গতিতে সবচেয়ে বেশি সঞ্চয়কার্য করে থাকে ?

• উচ্চগতিতে

• মধ্য ও নিম্নগতিতে

• মধ্যগতিতে

• নিম্নগতিতে

উওর : নিম্নগতিতে।


4 - নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে  -

• 4 গুণ

• 16 গুণ

• 8গুন

• 64 কোন

উওর : 64 গুন।


5 -  যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে রাখে তাকে বলা হয় -

• জলবিভাজিকা

• দোয়াব

• বদ্বীপ

• উপত্যাকা

উওর : জলবিভাজিকা।


6 - প্রশস্ত নদীর মোহনাকে কি বলা হয় ?

• ক্যাস্কেড

• খাড়ি

• প্রপাত কূপ

•  মন্থকূপ

উওর : খাড়ি।


তোমরা যদি মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় থেকে শুরু করে ষষ্ঠ অধ্যায় পযর্ন্ত সকল অধ্যায়ের MCQ, SAQ, 2,3 & 5 Mark-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উওরের পিডিএফ নোট খুবই স্বল্পমূল্যে নিতে চাও, তাহলে আজই যোগাযোগ করো ; +918388986727 নম্বরে।


7 - পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোন নদীতে দেখা যায়?

• গঙ্গা-ব্রহ্মপুত্র

•  নীলনদ

•  অ্যামাজন

•  কলোরাডো

উওর : গঙ্গা-ব্রহ্মপুত্র


8 -  ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি?

• মাজুলী

•  ইলহা দ্য মারাজো

•  নিউমুর

•  লোহাচড়া দ্বীপ

উওর : মাজলী।


9 - গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?

• সরাবতী

• নর্মদা

• গোদাবরী

•  কাবেরী

উওর : সরাবতী।


10 - নদী তার গতিপথ সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে এলে তাকে বলে -

• রাপিডস

•  ক্যাসকেড

• ক্যাটারাক্ট

• খরস্রোত

উওর : ক্যাসকেড।


11 -   পলোল ব্যজনী কোথায় গড়ে ওঠে?

• পার্বত্য উচ্চভূমিতে

•  পর্বতের পাদদেশে

•   নদীর নিম্নগতিতে

•   বদ্বীপ অঞ্চলে

উওর : পর্বতের পাদদেশে।


12 - নদীর কোন অংশে বদ্বীপ গড়ে ওঠে?

• নদীর মোহনা অঞ্চলে

•  নদীর উৎসস্থলে

•  নদীর মধ্যবর্তীতে

•  নদীর পার্বত্য অংশে

উওর : নদীর মোহনা অঞ্চলে।


13 - পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি?

• মাজুলী

•  সাগরদ্বীপ

•  ইলহা দা মারাজো

•  লাক্ষাদ্বীপ

উওর : ইলহা দা মারাজো


14 - পাখির পায়ের মতো আকৃতি ব-দ্বীপ গড়ে উঠেছে --

• নীল নদের মোহনায়

•  হোয়াংহো নদীর মোহনায়

•  সিন্ধু নদের মোহনায়

•  মিসিসিপি- মৌসুমীর মোহনায়

উওর :  মিসিসিপি- মৌসুমীর মোহনায়।


** মাধ্যমিক ভূগোল সকল অধ্যায়ের পিডিএফ নোট নিতে যোগাযোগ করো ; +918388986727 নম্বরে। 


15 -  নদীর নিক পয়েন্ট এর মধ্যে কি সৃষ্টি হয়?

• জলপ্রপাত

• প্রপাতকূপ

• মন্থকূপ

• অশ্বক্ষুরাকৃতি হ্রদ

উওর : জলপ্রপাত।


16 - নদীর কোন প্রকার কার্যের ফলে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়?

• ক্ষয়কার্য

• সঞ্চয় কার্য

• ক্ষয়কার্য ও বহন কার্য

• ক্ষয়, বহন ও সঞ্চয় প্রক্রিয়ার মিলিত কার্যে

উওর ; ক্ষয়, বহন ও সঞ্চয় প্রক্রিয়ার মিলিত কার্যে।


17 - লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয়ী প্রক্রিয়াটি কি?

• অবঘর্ষ ক্ষয়

• ঘর্ষণ ক্ষয়

• • দ্রবণ ক্ষয়

• জলপ্রবাহ ক্ষয়

উওর : দ্রবণ ক্ষয়।


18- শুষ্ক অঞ্চলের গিরিখাত কে বলা হয় -

• ক্যানিয়ার

•  মন্থকূপ

• V আকৃতির

• ধান্দ

উওর : ক্যানিয়ন


19 -  কোন যন্ত্রের সাহায্যে নদীর জলস্রোত মাপা হয়?

• ব্যারোমিটার

• ম্যানোমিটার

• হাইগ্রোমিটার

• কারেন্ট মিটার

উওর : কারেন্ট মিটার


20 -  নদী বাঁকের উওল অংশের সঞ্জয়কে কি বলে?

•  ক্যাসকেড

•  পলল শঙ্কু

•  বিন্দুবার

• প্রাঞ্জপূল

উওর : বিন্দুবার।


এখানে ক্লিক করো👉 ; পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ

আরও পড়ো👉 : ইতিহাসের ধারণা অধ্যায়ের 30+ MCQ
এটাও দেখো👉 : মাধ্যমিক ইতিহাস মকটেস্ট

এটা দেখো👉 : মাধ্যমিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50+ MCQ প্রশ্ন উওর

আশাকরি যে, দশম শ্রেণীর বা মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি MCQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে তা তোমাদের উপকারে আসবে।।


Post a Comment

0Comments

Post a Comment (0)