একাদশ শ্রেণির চার্বাক দর্শন অধ্যায়ের 25+ MCQ প্রশ্ন উওর

Ajit Rajbanshi
0

 

wb-class-11-philosophy-charvak-darshan-mcq-questions-answers

WB Class 11 Philosophy 1st Semester Unit 1'ভারতীয় দর্শন সম্প্রদায়ের চার্বাক দর্শন অধ্যায় থেকে তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকবে। তাই আজকের এই ব্লগ পোস্টে একাদশ শ্রেণির চার্বাক দর্শন অধ্যায়ের 25+ MCQ প্রশ্ন উওর শেয়ার করবো


একাদশ শ্রেণির চার্বাক দর্শন অধ্যায়ের 25+ MCQ প্রশ্ন উওর

1- কোন্ দর্শন সম্প্রদায় জন্মান্তরে বিশ্বাস করে না?

(ক) বৌদ্ধ

(খ) ন্যায়

(গ) চার্বাক

(ঘ) সাংখ্য

উওর : চার্বাক

2- এদের মধ্যে কোন্ সম্প্রদায় নাস্তিক?

(ক) ন্যায়

(খ) বৈশেষিক

(গ) মীমাংসা 

(ঘ) বৌদ্ধ

উওর : বৌদ্ধ

3- কোন্ সম্প্রদায় জড়বাদী নামে পরিচিত?

(ক) সাংখ্য 

(খ) যোগ

(গ) চার্বাক

(ঘ) বৌদ্ধ

উওর : চার্বাক।

4- চার্বাক মতে 'প্রমাণ' ক-টি?

(ক) তিনটি

(খ) চারটি

(গ) একটি

(ঘ) পাঁচটি

উওর : একটি

5- কোন্ সম্প্রদায় আস্তিক?

(ক) চার্বাক

(খ) বৌদ্ধ

(গ) ন্যায়

(ঘ) জৈন

উওর : ন্যায়।

6- কোন সম্প্রদায় ঈশ্বরবিশ্বাসী নন? 

(ক) ন্যায় 

(খ) বৈশেষিক

(গ) যোগ

(ঘ) চার্বাক

উওর : চার্বাক

7- কোন সম্প্রদায়ের মতে ‘শব্দ প্রমাণ নয়?

(ক) বৌদ্ধ 

(খ) ন্যায় 

(গ) চার্বাক

(ঘ) সাংখ্য

উওর : চার্বাক।

8- কোন্ সম্প্রদায় চতুর্ভূতে বিশ্বাসী?

(ক) সাংখ্য

(খ) বৈশেষিক

(গ) বৌদ্ধ

(ঘ) চার্বাক

উওর : চার্বাক

9- 'বেদ' মানে না কোন সম্প্রদায় ?

(ক) সাংখ্য

(খ) ন্যায় 

(গ) চার্বাক

(ঘ) মীমাংসা

উওর : চার্বাক

10- কোন সম্প্রদায়ের মতে, 'এ জীবনেই মোক্ষলাভ সম্ভব

(গ) চার্বাক

(ক) ন্যায়

(খ) চার্বাক

(গ) বৌদ্ধ

উওর : বৌদ্ধ

11- কোন সম্প্রদায়ের মতে, ‘জগৎ হল জড়ের স্বাভাবিক পরিণতি? 

(ক) জৈন

(খ) বৈশেষিক 

(গ) চার্বাক 

(গ) ন্যায়

উওর : চার্বাক

12- ‘চৈতন্যবিশিষ্ট দেহ-ই আত্মা'—এটি কোন সম্প্রদায়ের মত?

(ক) মীমাংসা

(খ) ন্যায়

(গ) বৌদ্ধ

(ঘ) চার্বাক

উওর : চার্বাক

13- 'প্রত্যক্ষই একমাত্র প্রমাণ'—এই মতটি কোন সম্প্রদায়ের? [.ম. (XI) 2014]

(ক) বৌদ্ধ

(খ) সাংখ্য

(গ) চার্বাক

(ঘ) ন্যায়

উওর : চার্বাক।

14- 'অনুমান প্রমাণ নয়' –এ কথা বলেছেন -

(ক) সাংখ্য

(খ) ন্যায়

(গ) চার্বাক 

(ঘ) ন্যায়

উওর : চার্বাক।

15- কোন সম্প্রদায়ের মতে, 'জড়ই চরম ও পরম তত্ত্ব?

(ক) ন্যায়

(খ) বৈশেষিক

(গ) চার্বাক

(ঘ) জৈন

উওর : চার্বাক

16- চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে?

(ক) মনু

(খ) পাতঞ্জল

(গ) বৃহস্পতি

(ঘ) শংকর

উওর : বৃহস্পতি।

17- কোন্ দর্শন 'লোকায়ত দর্শন' নামে পরিচিত? 

(ক) ন্যায়

(খ) বৈশেষিক

(গ) চার্বাক

(ঘ) বৌদ্ধ 

উওর : চার্বাক।

18- চার্বাকেরা কোন উপাদানটি অস্বীকার করেন?

(ক) তেজ

(খ) ক্ষিতি

(গ) মরুৎ

(গ) ব্যোম

উওর : ব্যোম।

19- চৈতন্যবিশিষ্ট দেহকে চার্বাকেরা কী নামে অভিহিত করেন?

(ক) ঈশ্বর

(খ) আত্মা

(গ) দেহ

(ঘ) কোনোটাই নয়

উওর : আত্মা।

20- কোন ভারতীয় দার্শনিক সম্প্রদায় মনে করেন, 'বেদ ভণ্ড পুরোহিতদের দ্বারা রচিত?

(ক) ন্যায়

(খ) বৈশেষিক

(গ) সাংখ্য

(ঘ) চার্বাক

উওর : চার্বাক

21- চার্বাকদের আত্মা সম্পর্কিত মতবাদ কী নামে পরিচিত?

(ক) চৈতন্যবাদ

(খ)দেহাত্মবাদ

(গ) আত্মাবাদ

(ঘ) সুখবাদ

উওর : দেহাত্মবাদ।

22- চার্বাক মতে একমাত্র প্রমাণ কী?

(ক) প্রত্যক্ষ

(খ) অনুমান

(গ) উপমান

(ঘ) শব্দ

উওর : প্রত্যক্ষ।

23-সুখলাভকে জীবনের মূল লক্ষ্য বলেছেন কোন দার্শনিক সম্প্রদায়।

(ক) চার্বাক

(খ) বৌদ্ধ 

(গ) জৈন 

(ঘ) ন্যায় 

উওর : চার্বাক।

24- কার্মকে পরম পুরুষার্থ বলেছেন কোন্ দার্শনিক সম্প্রদায় ?

(ক) বৌদ্ধ

(খ) জৈন

(গ) চার্বাক

(ঘ) ন্যায়

উওর : চার্বাক।

25- চার্বাক মতে, শব্দ প্রমাণ নয় কারণ -

(ক) শব্দের প্রত্যক্ষ হয়

(গ) শব্দের অস্তিত্ব নেই

(গ) শব্দ অনুমাননির্ভর

(ঘ) কোনোটিই নয়।

উওর : শব্দ অনুমাননির্ভর।

26-‘ভূতচতুষ্টয়বাদ’ মেনেছেন—

(ক) ন্যায়

(খ) বৌদ্ধ 

(গ) জৈন 

(ঘ) চার্বাক

উওর : চার্বাক।

** এটাও পড়ো👉 : সহজাত ধারণা সম্পর্কে সেরা নোট

এটাও পড়ো👉 : বাচনিক জ্ঞান কাকে বলে? বাচনিক জ্ঞানের উপর সেরা নোট


Tags : একাদশ শ্রেণীর দর্শন প্রশ্ন উত্তর MCQ | চার্বাক দর্শন MCQ প্রশ্ন উওর 2025 | একাদশ শ্রেণীর চার্বাক দর্শন অধ্যায়ের প্রশ্ন উওর | ভারতীয় দর্শনের চার্বাক দর্শন অধ্যায়ের MCQ 2025 | WB Class 11 Philosophy : Charvak Darshan MCQ Questions Answers 2025 | ক্লাস 11 ফিলোসফি প্রশ্ন উওর 2025 


Post a Comment

0Comments

Post a Comment (0)